![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুক্তিযুদ্ধ করি নাই বা দেখি নি কিন্তু বই ও পত্র পত্রিকাই পরে একটা গল্প লিখার চেষ্টা করলাম । পাক মেজর বনাম রফিক মাস্টারের সব কথা ইংলিশ, উর্দু এবং কিছু টা বাংলায় মেশানো । আমি নিজের ভাষাই লিখলাম । (ভুল বানানে ক্ষমা করবেন )
মাস্টার দাবা খেলার আসল মজা কি জানো ?বাঁশের চেয়ে কঞ্চি বড় দেখ রাজা কত বড় অপদাথ সাধারণ সৈনিক এর চেয়ে অক্ষম ।আর আমরা মন্ত্রী, ঘোড়া, ও সৈনিক রাজা কে পাহাড়া দিতে দিতে শেষ । রাজা শেষ মানে খেলা শেষ আমি তুমি শেষ মানে কিছুই না ।
মেজর আসগর দাবা খেলতে খেলতে এইসব কথা বলছিল রফিক মাস্টারের এইসব কোন কথাই কানে ডুকছে না , পর পর ২ বার হারছে এইবার হারলে............ …........................
রফিক মাস্টার নুকুল পুর জেলা সদর এর দাবা চাম্পিয়ান কিন্তু আজ মরনের প্রশ্নে আগের ২ খেলায় খুব বাজে রকম হারছে ।৩ নং খেলা।।শেসের দিকে ২ নৌকা ১ হাতি গেছে ,কামের কাম মেজর আসগরের ২ ঘোড়া গেছে ।গত ২ বার ঘোড়ার চালে রফিক মাস্টার হারছে এই বার আর না তাই ঘোড়া খাইতে গিয়া প্রায় সব গেছে ।
মানুষ ভুল করে মেজর আসগর ভুল করল ,ভুল টা কি ইচ্ছা করে না ভুল করে ? মন্ত্রী গেল তাও বিনা বাধাই ,খেলা শেষ হয়া এখন সময়ের ব্যাপার ,বাজি ছিল ৩ খেলার মরধে ১ বার জিততে হবে ।কিন্তু বাজি জিতলে কি হবে সেটা বলা হই নাই ।
জানো মাস্টার মেয়ে হল খোলা সিন্ধুক ,খোলা সিন্ধুক হলে কারো মাথা ঠিক থাকে না ।এইবার রফিক মাস্টারের কানে কথা ডুকছে , বেটা মেজর ,হাতে বন্দুক থাকলে সব মাইয়া রে খোলা সিন্দুক মনে হয় ।
জানো মাস্টার ৫ মাস যুদ্ধ করতে করতে ক্লান্ত, কাল রাতে খবর পাইছি ,আমার বিবি কন্যা সন্তানের জন্ম দিয়েছে ,কন্যা সন্তানের কথা শুনবার পর প্রতিজ্ঞা করছি আর কোন দিন মেয়ের সাথে …............... করবো না ,মেজর সাহেব এইসব কি কথা কই? ২ দিন হল জাহানারে কাম্পে রাখছে.২ দিন ধরে কাম্পে আসছি মেজর সাহেব ছিল না ,কাল রাতেই ফিরছে । আল্লাহ আমার কি হবে ? না জাহানারা আমারে মুখ দেখাতে পারবে্ ,না আমি তারে মুখ দেখাতে পারব ,আমি এক জন মাদ্রাসার শিক্ষক , অংক পড়াই ,এমন না যে পাকিস্তান সরকার কে পছন্দ করি আবার বাংলার সরকার কে অপছন্দ করি ,মাস গেলে বেতন পাই ,তাই দিয়ে সংসার চলে ।(রফিক মাস্টার যে মাদ্রাসার পড়াই টা অত্র জেলার একমাত্র সরকারি মাদ্রাসা )।কে আইল আর কে গেল তা দিয়ে আমার কি ? আমি না আছি মুক্তি বাহিনীর লগে , না আছি পাকি বাহিনীর লগে ।যুদ্ধের বাজারে দেখছি হিন্দু রা কেমনে পালিয়ে যায়,কেই কি শখ করে নিজ বাড়ি ভিটা ,জমি পুকুর ছেড়ে যায় ? পাক বাহিনি শুধু মানুষ মারে না ,জয়ান মাইয়ারে কাম্পে নিয়ে আসে খুব রাগ হয় কিন্তু কি করবাম ? আমার বিবিরে যখন ধরে নিয়ে গেল আমি তখন জুম্মার নামাজ পড়াই ,আইসা দেখি বাড়ি ফাকা ,কেন ধরছে তাও জানি না ,আল্লাহ তারে কেমন রাখছ । আমার মাদ্রাসার পাশেই পাক আর্মি কাম্প করছে এলাকার হিন্দু সব গেছে হিন্দুর বাড়ি সব ফাকা ,নিতাই ছিল আমার কত কাছের মানুস ।তারে পাক আর্মি মারছে। রেডিও তে শুনলাম মুক্তি বাহিনি আর ইন্ডিয়ান আর্মি মিলে নাকি খুব যুদ্ধ করতাছে ,
এইসব কথা মনে হইতে হইতে মেজর আসগর ৩ নং খেলায় হারলো ।
মেজর আসগর ইশারা করল এক সৈনিক কে ,সৈনিক আমারে ইস্কুল মাঠে লইয়া গিয়া গাছের লগে বাধল । মেজর সাহেব ঘর থাকে বের হয়ে এলো ,জানো মাস্টার আমি তোমার বিবি রে অনেক ভালমতো রাখছি ,তার গায়ে কেউ হাত ও দেই নাই কিন্তু তারে কাম্পে আনলাম তোমার জন্য,এখন তোমার বিবি কে তোমার সামনে আনা হবে মেজর সাহেবের ইসারায় জাহানারে রফিক মাস্টার এর সামনে নিয়ে আসা হল । যা কল্পনায় ছিল না তা করা হল জাহানারার সামনে রফিক মাস্টার রে ন্যাংটা করা হল । নিজ ইস্ত্রিরির সামনে এমন বেজতি রফিক মাসটারের মাথা ঘুরতে লাগল ।মেজর আসগর বলল ,দেখ ত্তুমি মাস্টার মানুষ ,সবাই তোমারে সন্মান করে ,কিন্তু তুমি এক খারাপ কাজ করছ । অবরস আমার দেশ হলে আমি ও করতাম । তুমি যা করছ টা হল মাসের বেতনের অর্ধেক টাকা মুক্তি বাহিনি কে দিয়ে দাও , তা হবার নয় ,আমাদের কাজ হল মুক্তি বাহিনি এবং তাদের সকল পাইপ লাইন কেটে ফেলা । আজ হাটের দিন গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাবে আর সবাই তোমারে ন্যাংটা দেখবে ।আর এক কথা আমি কইছিলাম তুমি ১ বার দাবাই জিতলে তোমার এক ইচ্ছা আমি পুরন করবো ,বল তোমার কি ইচ্ছা? তুমি প্যান্ট পরে বাড়ি যাবার ইচ্ছা থাকলে বাদ দাও । রফিক মাস্টার ইচ্ছা ছিল নিজ বিবিকে মুক্ত করা ,নিজ বিবি যেহেতু মুক্ত হয়ছে সেহেতু শেষ ইচ্ছা পুরন করার জন্য মুখে থুতু দরকার ।মুখে থুতু জমা হয়ছে, মুখ ভর্তি থুতু আস্তেই মেজর আসগর মুখের দিকে.....................।। ঘটনার আক্শ্মিকতাই মেজর আসগর চমকে গেল কিন্তু গুলি করল না ।
©somewhere in net ltd.