![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রস্নপত্র আগ থাকে ফারিয়া বলে দিয়েছিল ,বিশেষ করে রাজনীতি ।সেনাবাহিনীর কর্মকর্তারা উন্মুক্ত রাজনিতির আলোচনা করে না ।কিন্তু অবসর প্রাপ্ত কর্নেল বুলবুল রাজনীতি নিয়ে ব্যাপক আগ্রহ । যতোটা না আমার রুই মাছ নিয়ে আগ্রহ । খাবার টেবিলে আমার আর ফারিয়ার বিয়ের কথা পাকাপাকি হল ।আমার নিকট বলতে দূর সম্পরকের মামা ,যারা সাথে বিগত ৫ বছরে ৩ বার দেখা হয়েছিল । দেখা হলেই তার জামাই এর চাকুরির কথা বলে । বিয়ে ঠিক হল ৫ এ জানুয়ারি ২০১৫ ঠিক ভাবছেন ,ভোটের ১ বছর পূরণের দিন । কি কারনে এই দিন অবসর প্রাপ্ত কর্নেল বুলবুল ঠিক করেছিলেন তা তিনি ব্যতিত বসুন্ধরা কমিউনিটির ভারপ্রাপ্ত পরিচালক আরিফ সাহেব জানেন । আমার মামা ও তার ১৫ গোষ্ঠী সকাল থেকে হাজির । বসুন্ধরা কমিউনিটির বাবুছি থেকে পিয়াজ কাটার মহিলার সাথে খুব অন্তরঙ্গ ভাবে সেলফি তুলছেন । বিয়ের দিন বরের দেরী হবে ঠিক আমার তা একটু বেশি দেরী । দেরির কারণ ছোট একটা এক্সিডেন্ট । দুনিয়ার সব ছোট ঘটনা থেকে সব বড় ঘটনার জন্ম হয় ।বন্ধু হাফিজ কিছুক্ষণ আগে মারা গেল। আমি এখন ও বেঁচে আছি ।হাফিজ এর মোটর সাইকেল ধাক্কা খাইছে আর্মির পিকাপের সাথে ।লোকাল লোকজন ধরাধরি করে আর্মির পিকাআপে তুলে দিতছে ।আমার জ্ঞান হারাবার আগে মানিবাগ ও মোবাইল সেট হারালাম ।মানে চুরি গেল ।সৎ বাঙ্গালি ১০০ টাকা পরে পেলে, ৩০ টাকা নিয়ে বাকি ৭০ টাকা দান করে ।আমাকে পিকাআপে তোলার বিনিময়ে একজন মানিবাগ ও আরেকজন মোবাইল মেরে দিল ।আমার ঠিকানা বলতে এক পা ছোট ।জানি না আমি মারা গেলে মামা পা মেপে আমাকে খুজে পাবে কি না ?আমার নতুন ঠিকানা বসুন্ধরা কমিউনিটি বদলে আর্মি হাসপাতালে। কিছুক্ষণ আগে আমার মস্তিস্কের মৃতু হল ।ডাক্তার লাইফ সাপোর্ট দিয়ে আমাকে বাচিয়ে রেখেছেন ।এর মরধে লাইফ সাপোর্ট যন্ত্রটা জার্মান থেকে আসছে ,তা দেখে নিলাম । যাক বাঁচা গেল ,মেড ইন জার্মানি বলে কথা।গতবার মেড ইন জাপান এর ঘড়ি কিনছি ,অরিজিনাল শো রুম থেকে,৩ দিন পর কেল্লা ফতে ।বেশ কিছু সময় পার হয়ে গেল ,আমার কোন উন্নতি নাই । কদিন আগে নিউজপেপার এ পরলাম পোল্যান্ড এ মর্গ থাকে এক মহিলা জীবিত উদ্ধার ,পোল্যান্ড কি খোদ বগুড়া তে এক শিশু ডেথ সার্টিফিকেট পর এ বেঁচে গেছে ।ইশ আমার বেলায় যদি এমন হত ,আমি তো ভাল ফুটবলার ছিলাম ,কই আপার পা একটুও হলে নড়ে উঠছে না ।কেরাম খেলতাম ভালই ,এক বার ও হাতের আঙ্গুল কেপে উতছে না । কিছু একটা মিরাকাল ঘটুক । ডাক্তারদের মরধে কথা হতছে ,লাইফ সাপোর্ট খুলে দিবে কিনা না ।যেহেতু আমি রাষ্ট্রতন্তের কোন বাক্তি না তাই বিনা ভোটে আমার থাকে লাইফ সাপোর্ট খুলে ফেলা হতছে ।এমন সময় এক আর্মি জেনারেল টাইপ কর্মকর্তার আগমন । আর্মি জেনারেল থেকে যতটুকু আমি শুনলাম ,এর মানে এই দাঁড়াল ,বিরোধী দল আমার লাশ নিয়ে রাজনীতি করার জন্য ভাল প্ল্যান করছে । তাই ওপর থেকে আদেশ আসছে ,যতো দিন হরতাল অবরোধ চলবে তত দিন আমাকে বাঁচিয়ে রাখা হবে । সর্বশেষ খবর বিরোধী দলের সবাই আটক , হরতাল অবরোধ মোটামুটি শিথিল ।
©somewhere in net ltd.