নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজল তরফদার

সজল তরফদার › বিস্তারিত পোস্টঃ

# রুবি ,জাহিদ এবং পহেলা বৈশাখ # পার্ট ১ আর্টস ফিকসন

০১ লা মে, ২০১৫ রাত ৩:৪০

# রুবি ,জাহিদ এবং পহেলা বৈশাখ # পার্ট ১
আর্টস ফিকসন .........১৩ ই বৈশাখ ১৬২২ (আজ থেকে ঠিক ২০০ বছর পর,স্থান নেরেইদ নাম নেপচুন এর উপগ্রহ। যার অবস্থান পৃথিবী থেকে প্রায় ৩ বিলিয়ন মাইল দুরে )
রুবি এক প্রাইভেট ফার্মে চুক্তিভিত্তিক কর্মরত। প্রতিটা অডার এর পর তার একাউন্ট এ ৬ ডিজিট এর ক্রেডিট যোগ হয়। কাজটা যতটা সহজ বলে মনে হত্ছে ততটা সহজ না। তাদের ফার্ম তৃতীয় পক্ষ হয়ে বাসা ,বাড়ি ,অফিস , স্কুল কলেজে রোবট সাপ্লাই করে। রোবট গুলোর হেলথ ইন্সুরেন্স করা থাকে। এরা মূলত বাসা বাড়ির কাজ ,অফিস -আদালত এর দারওয়ান হিসাবে কাজ করে। রোবট এর আবার হেলথ ইন্সুরেন্স !!!!!! হা ঠিকই পড়েছেন। দেখা যাত্ছে রোবট এর প্রোগ্রাম মানুপুলেট করে এক্সট্রা আওয়ার কাজ করে নেয় বা শারীরিক বিনোদন এর জন্য ব্যবহার করে থাকে। তাতে ১০ বছরের রোবট ৭ বছর কাজ করতে পারে। তাছাড়া বর্তমান যুগে শারীরিক সম্পর্ক সম্পর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে ৮ -৯ ডিজিট ক্রেডিট জরিমানা হয়ে থাকে। শারীরিক বা মানসিক বিনোদন এর জন্য আছে কাপসুল বার। এইসব কাপ্সুল বারের মেম্বার হলে আপনি সব বিনোদন নিতে পারেন। তাছাড়া মানুষ জন্মের পূর্বে তাদের জিনোম কোড থেকে বিভিন্ন জেনেটিক ও মেন্টাল ডিসওডার , রোগ গুলো আইসুলেটেটড করা থাকে।তাই মানুষ চাইলেও অনেক চাহিদা মেটাতে পারে না। কিছুদিন থেকে কিছু হারবাল কোম্পানি ( কলকাতা ,ইন্ডিয়া , শক্তিপুর ) গারান্টি সহকারে রোগ,বিভিন্ন চাহিদা পূরণের কথা প্রচার করে আসছে।
রুবি সমন্ধে বলি....... রুবি কোড বিডি৯০এস৩০৮৯২ক। জন্ম ১৬০১ এর ১৬ই মাঘ। (৫০ বছর আগ থেকে এই প্লানেট এ বাংলা কালেন্ডার চালু হয়েছে ,নেরেইদ নামক উপগ্রহে ৩৬০ দিনে বছর হয়)
মায়ের নাম আসিয়া। বাবা ,ব্যয়লজিকাল ফাদার বা স্পার্ম ডোনার অবরসয় আননোন। কাজের ফাকে রুবির শখ বাংলা যাত্রা দেখা। যা ১৮০ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু নিউ জেনেরেশান আবার চালু করে করেছে। তার প্রিয় যাত্রাদলের নাম শ্রীমতি অনজু ঘোষ যাত্রাদল। প্রিয় পালা " নদীর ঘটে কলসি কাকে " এবং " সখী তোর নাগর কই ?"
কিছুদিন থেকে রুবির শখ হয়ছে বেবি নিবে। বেবির খরচ প্রায় ৮ ডিজিট থেকে ১৪ ডিজিট। তার পক্ষে ৮ ডিজিট যোগাড় করা সম্ভব। মায়ের জমানো কিছু ডিজিট আছে তাছাড়া ব্যাঙ্ক থেকে কিছু ক্রেডিট লোন করা যাবে। আজকাল ব্যাঙ্ক ও সরকার এইসব লোন এর জন্য অনেক পজিটিভ। সামনে কাজ নাই। এখন ই সময়।
" জামালপুর বেবি ক্লিনিক "
মর্ধম বয়েসের এক মহিলার সাথে তার আপইন্টমেন্ট ঠিক করা আছে। বাচচা নিবার আগে কিছু দরকারী অফিসিয়াল কাজ ও বাজেট এর প্রশ্ন আছে। প্রশ্ন গুলো হলো............
প্রশ্নকর্তা : বেবি ছেলে না মেয়ে ? ছেলে হলে ৮ ডিজিট আর মেয়ে হলে ৯ ডিজিট। জিসিএস বা জেন্ডার কন্ফার্মেশান সার্জারী মাধ্যমে আমরা ১০০ ভাগ ছেলে বা মেয়ে হবার গারান্টি দেয়। জিসিএস না চাইলে ডিফল্ট বেবি আসবে ,এর জন্য আলাদা কোনো খরচ লাগবে না।
রুবি: নো জিসিএস।
প্রশ্নকর্তা : চুলের, চোখের কালার, ও গায়ের স্কিন এর জন্য আলাদা .২০ থেকে .৫০ ডিজিট আলাদা। মার্টিন - শুল্ত্জ স্কেল এ চোখের রং আমরা ২০ পযন্ত দিতে পারব। ২০-১৮ মারিন স্কেল এ আপনার বেবির চোখের রং পরিবতন হবে। এর জন্য আলাদা .৮০ ডিজিট আলাদা।
রুবি:চোখ .... কালো। ঘন বাদামী কালো।
প্রশ্নকর্তা :চোখের আইরিশ এর পিগমেন্ট হবে.......৪-১ মার্টিন স্কেল এ এই রং ডিফল্ট হিসাবে পাবেন এর জন্য আলাদা ডিজিট খরচ করতে হবে না।
প্রশ্নকর্তা : চুলের রং ফিশার -সালের স্কেল এ আমরা সব রকম কালার করে দিতে পারব।
এ - লাইট ব্লন্ড ,বি-ই হবে ব্লন্ড ,এম-ও হবে লাইট ব্লন্ড , পি-টি হবে ব্রাউন ,তাছাড়া রোমান নাম্বারে ১-৪ হবে রেড ,৫-৯ হবে রেড ব্লন্ড। এ গুলোর জন্য আলাদা পে।
ডিফল্ট হিসাবে ইউ-জেড এ পাবেন ডার্ক ব্রাউন বা কালো ,এর জন্য আলাদা পে করতে হবে না।
রুবি: ডার্ক ব্রাউন বা কৃষ্ণের মত কালো।
প্রশ্নকর্তা :স্কিন কালার ভন লুসান ক্রমাটিক স্কেল এ ১-৩৬ পযন্ত আমরা দিতে পারব। ১ সবচেয়ে সাদা এবং ৩৬ ডার্ক ব্রাউন মানে কৃষ্ণ কালো। মাঝামাঝি ১১-১৫ হলো হালকা সাদা বা বাদামী এর ডিমান্ড অনেক এর জন্য আপনাকে আলাদা .৩০ ক্রেডিট খরচ করতে হবে।
রুবি : আমি .৩০ খরচ করতে রাজি।


@ফিরিঙ্গী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.