![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫০০ ,৬০০ এবং ৭০০
এগুল কিছু নম্বর ।ভাল করে বললে কোড । এই কোডের মধ্যে নিরদশনা আছে একজন বিখ্যাত বাক্তির জীবন মরণ । বিখ্যাত এই বাক্তির নাম চে গুয়েভার । চে গুয়েভার কে হত্যার ঠিক ২ ঘণ্টা আগে সি এই এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ ,যিনি চে গুয়েভার কে ধরতে বিশেষ ভুমিকা রেখেছিলেন তার কথকপন থেকে । চে গুয়েভার ধরার পর বলিভিয়ার এক স্কুলে হাত বাঁধা অবস্থায় রাখা হয়েছিল । সি এই এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ চে গুয়েভার কে কিছু প্রশ্ন করেছিলেন ,বিশেষ কোন তথ্য না পেয়ে কক্ষ থেকে বের হহে আসেন ।এর ঠিক পর বলিভিয়ার সামরিক বাহিনীর হাই কমান্ড থেকে এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ কাছে ফোন আসে।ফোনের কথা খুব সাধারণ ..... ৫০০ ,৬০০ এবং ৭০০ ।
৫০০ মানে চে গুয়েভার
৬০০ মানে চে গুয়েভার মৃত
৭০০ মানে চে গুয়েভার জীবিত
কিন্তু ওপর প্রান্ত থেকে শুধু মাত্র ৫০০ এবং ৬০০ বলা হল । এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ রিপিট করতে বললেন কিন্তু অপর প্রান্ত থেকে আবার ৫০০ এবং ৬০০ বলা হল ।এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ ফোন রেখে দিলেন ।এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ বললেন আমেরিকা সরকার মি. চে গুয়েভার কে জীবিত চান এবং আর তথ্য বের করতে চান কিন্তু পাসে দাঁড়ান কমান্ড বলল আমেরিকা চান চে গুয়েভার জীবিত কিন্তু আমদের সরকার চান চে গুয়েভার এর মৃতু চান ,সুতারং চে গুয়েভার কে মরতেই হবে।আপনার হাতে ২ ঘণ্টা সময় আছে আপনি যা কথা বলার চে গুয়েভার সাথে বলতে পারেন কিন্তু তার পর ........
এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ আবার চে গুয়েভার কথা বলার জন্য আবার কক্ষে প্রবেশ করলেন এবং মি. চে গুয়েভার কে বললেন দুঃখিত আপনার কোন শেষ কথা থাকলে বলতে পারেন । চে গুয়েভার বললেন আপনি আমার wife কে আবার বিয়ে করতে বলবেন এবং সে যেন সুখী হয় । এজেন্ট ফেলিক্স রুদ্রিগেজ কক্ষ থাকে বের হয়ে এলেন ।এর ঠিক কিছুক্ষণ পর গুলির শব্দ আসে ।সাথে সাথে সমাজ তান্ত্রিক বাবস্থার কিংবদন্তীর অধ্যায় শেষ হয় ।
(রচনা সজল তরফদার, ঘটনা প্রবাহ বিবিসি বাংলা ।)
২| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৭
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: পড়লাম। জানলাম। ধন্যবাদ।
৩| ১৭ ই মে, ২০১৫ ভোর ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
চে মানুষকে ও মানুষের জীবনকে ভালো দেখ্তে চেয়েছিলেন।
৪| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ রাত ২:৫১
আমি বন্দি বলেছেন: ভাল লাগলো পড়ে ঘটনাটি ।