| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাফাজি
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
গত রামাদানে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশের (ইন্দোনেশিয়া, তুর্কী) চ্যানেলগুলোতে দেখানো হয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা) -এর জীবণীর উপর নির্মিত ড্রামা সিরিয়াল ওমর। ড্রামা সিরিজটি প্রচারের সাথে সাথেই বিতর্কের ঝড় তোলে। কারণ এতে চার খলিফা সহ প্রধান প্রধান সব সাহাবীকেই উপস্থাপন করা হয়। খলিফা ওমর (রা) -এর ভূমিকায় অভিনয় করেন সিরিয়ান অভিনেতা সামের ইসমাঈল।
প্রখ্যাত সিরিয়ান পরিচালক হাতেম আলী দ্বারা পরিচালিত এ ড্রামা সিরিজটি যৌথভাবে প্রযোজনা করে সৌদি মালিকানাধীন মিডিল ইস্ট ব্রডকাস্টিং কর্পোরেশন (MBC) এবং কাতার টিভি। মিশরের আল আজহার ও সৌদী আরবের দার আল ইফতা এ ড্রামা সিরিয়ালটির বিপক্ষে ফতোয়া জারি করে। অনেকেই এর সম্প্রচার বন্ধ করে দিতে বলে। আবার অনেক আলেম এর পক্ষেও অভিমত দেয়। বিতর্ক সত্ত্বেও MBC কর্তৃপক্ষ এর সম্প্রচার অব্যাহত রাখে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রামাদানে টিভিতে প্রচারের জন্য যেসব অনুষ্ঠান তৈরী করা হয় তা ইসলামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখেই করা হয়। আমাদের দেশে তো দুই ঈদে যেসব অনুষ্ঠান দেখানো হয় তাতে ইসলামের নাম গন্ধও খুজে পাওয়া যায় না।
খলিফা ওমর (রা) কে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মুসলিম শাসকদের একজন হিসেবে গণ্য করা হয়। তার জীবণীর উপর নির্মিত এ ড্রামা সিরিজটি এযাবতকালে মধ্যপ্রাচ্যে যত ড্রামা সিরিজ নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। প্রায় ৫০ মিলিয়ন ডলারের এই ড্রামা সিরিসজটি ৩১ টি পর্বে তৈরী করা হয়েছে। আর এই প্রথমবারের মত আরবী ভাষায় নির্মিত কোন ড্রামা সিরিজ একাধিক ভাষায় ডাব করা হয়েছে। আমি এর সবগুলো পর্বই দেখেছি। অল্প কিছু অংশ ছাড়া পুরো ড্রামা সিরিজটিই দেখার মত, অনেক শিক্ষণীয়। আমার কাছে অসাধারণ লেগেছে। আমি পাঠকদের অনুরোধ করবো একটু বড় মন নিয়ে, একটু খোলা মন নিয়ে এই ড্রামা সিরিজটি দেখার জন্য।
আমি ধারাবাহিক ভাবে সবগুলো পর্বই আপনাদের জন্য পোস্ট করবো। এ পোস্টে প্রথম আটটি পর্ব সংযুক্ত করা হয়েছে। ড্রামা সিরিজটির প্রথমেই দেখানো হয় ওমর (রা) তার অতীত স্মৃতিচারণ করছেন। এই পর্বগুলোতে ওমরা (রা) এর ইসলাম গ্রহণের পূর্ববর্তী অবস্থা তুলে ধরা হয়েছে, যেখানে তিনি কুস্তি লড়েছেন, কুরাঈশ সর্দারদের সাথে মিলে ইসলামকে নির্মূল করার পরিকল্পনা করছেন। তার ইসলাম গ্রহণের কাহিণী উঠে আসে অস্টম পর্বে। ইসলাম গ্রহণের পরপরই তিনি প্রকাশ্যে ইসলামের প্রচারে নিজেকে নিয়োজিত করেন।
পর্ব - ১
পর্ব - ২
পর্ব - ৩
পর্ব - ৪
পর্ব - ৫
পর্ব - ৬
পর্ব - ৭
পর্ব - ৮
তথ্যসূত্রঃ
Ramadan Spirit Revived by TV Drama 'Omar'
‘Omar’ drama series to hit the airwaves
Meet Syrian Actor Samer Ismail!
"Omar", A Brave Step for Arab Drama
৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮
নাফাজি বলেছেন: ইতিহাস মোটেও বিকৃত করা হয়নি। বিতর্ক হয়েছে কারণ এতে আবু বকর (রা), ওমর (রা), উসমান (রা), আলী (রা) এ প্রধাণ চার সাহাবী সহ প্রায় সব সাহাবীকেই উপস্থাপন করা হয়েছে। এটাই বিতর্কের মূল কারণ।
২|
৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৭
আবহমান বাংলা বলেছেন: হিন্দু ধর্মের দেব দেবিদের নিয়ে টিভিতে স্যাটায়ার পর্যন্ত বানানো হয়, কেউ তো আপত্তি তোলেনা, সেদিক দিয়ে সাহাবীরা এমন কি যে তাদেরকে টিভিতে দেখালে ইমান নষ্ট হয়ে যাবে?
কারো অনুভুতিতে আঘাত লাগলে ক্ষমাপ্রার্থী
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৬
নাফাজি বলেছেন: মুহাম্মাদ (সা) ও অন্যান্য নবীদের পরেই সাহাবীদের মর্যাদা। সাহাবীরা আমাদের কাছে অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানিত। তারা তো হিন্দু দেব দেবীর মত কাল্পনিক চরিত্র নয়। এখানে ঈমান নষ্ট হবার কথা আসেনি। মূল বিষয়টা হলো, আমাদের কাছে নবী রাসূল ও সাহাবীদের মর্যাদা অনেক উচুতে। তাদের সাথে কাউকে তুলনীয় বা তাদের জায়গায় কাউকে বসানো এটা আমরা কল্পনাও করতে পারি না। পুরো বিতর্কটাই হলো, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে। একদল মনে করছে যে সাহাবীদের ভূমিকায় কাউকে দেখানো তাদের মর্যাদা হানিকর। অন্যদল মনে করছে, এ অভিনেতারা শুধুমাত্র সাহাবীদের ভূমিকায় অভিনয় করেছে, এর বেশি কিছু নয়।
৩|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৩
সাইফুল আলী বলেছেন: ভাল লাগলো+++++++++
কিছু কিছু মোল্লারা সব কিছুতে বিরোধিতা করে।এই জন্য এদের দেখতে পারি না
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৯
নাফাজি বলেছেন: একটু খোলা মন নিয়ে দেখতে হবে। যারা বিরোধিতা করছে, তাদেরকেও তিরস্কার করা ঠিক হবে না। উভয় পক্ষেরই যুক্তি আছে। আমার মনে হয়, এ বিষয়গুলো নিয়ে মুসলিম বিশ্বের স্কলারদের আরো গবেষণা করতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
৪|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২২
ফরাজী নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি আগামী পর্বগুলো ও পাবো।
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৮
নাফাজি বলেছেন: হুমমম, আমি সবগুলো পর্বই পরবর্তী কয়েকটি পোস্টির মাধ্যমে দেয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ্ ।
৫|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৮
এসএমআর বলেছেন: আবহমান বাংলা -কে বলছি
ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম মৌলিক নীতি এক নয় যেমন আপনারা মূর্তি তৈরী করে তাকে ভগবান বা সৃস্টি কর্ত মনে করে পূজা করেন। আপনিই বলেন যে মূর্তি আপনি তৈরী করলে সে কি করে আপনার সৃষ্টি কর্ত হয়?
এই উপলব্ধি যদি আপনার থাকতো তা হলে বুঝতে পারতেন সাহাবিদের নিয়ে টিভি সিরিয়াল তৈরী করা যায় কিনা। ধন্যবাদ আবহমান বাংলা
৬|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৯
এসএমআর বলেছেন: আবহমান বাংলা -কে বলছি
ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম মৌলিক নীতি এক নয় যেমন আপনারা মূর্তি তৈরী করে তাকে ভগবান বা সৃস্টি কর্ত মনে করে পূজা করেন। আপনিই বলেন যে মূর্তি আপনি তৈরী করলে সে কি করে আপনার সৃষ্টি কর্ত হয়?
এই উপলব্ধি যদি আপনার থাকতো তা হলে বুঝতে পারতেন সাহাবিদের নিয়ে টিভি সিরিয়াল তৈরী করা যায় কিনা। ধন্যবাদ আবহমান বাংলা
৭|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩১
সেলিব্রেটি ব্লগার বলেছেন: প্লাস এবং প্রিয়তে
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৮
নাফাজি বলেছেন: ধন্যবাদ।
৮|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৫
আমরা বাংলাদেশি বলেছেন: ভালো উদ্দ্যোগ। আমাদের বিতর্ক না জন্মানোই উচিত। এমনিতেই আমরা ইসলামের শান্তির কথা প্রচার করি না তার উপর আবার যদি ভালো কিছু করা হয় সেটাও সমর্থন করি না। আমাদের এটা বুঝতে হবে যে, প্রতিটি যুগে মানুষের উপর প্রভাব বিস্তার করার বিভিন্ন পন্থা থাকে। যেমনঃ এখন মিডিয়া। মিডিয়াকে ব্যবহার করেই আমাদের শত্রুদের মোকাবিলা করতে হবে।
নয়তো এমনিতেই আমরা জাতি হিসেবে শিক্ষায় ১৫০ বছর পিছিয়ে গেছি যেখানে আমরাই শিক্ষার অগ্রদুত ছিলাম ইউরোপ সহ সারা বিশ্বের। আমরা আর পেছাতে চাই না।
সাহাবীরা (রা) তারা অনেক সম্মানিত এবং আমরা তাদের সম্মান করেই যাব। কিন্তু কিছুটা উদার তো হতেই হবে মানবজাতিকে তারা যা দিয়েছেন সেটা প্রচার করার জন্য।
ভালো পোস্ট । প্রিয়তে নিলাম। পরে দেখব ইনশাল্লাহ।
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৯
নাফাজি বলেছেন: ভালো মন্তব্য, ধন্যবাদ আপনাকে।
৯|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৭ম ভালোলাগা এবং প্রিয়তে
সময় করে দেখবো, ইন্টারেস্টিং লাগছে!!
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫০
নাফাজি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫২
সবুজ ভীমরুল বলেছেন: বাকি পর্ব গুলোও পোস্ট করুন।
ধন্যবাদ।
আবহমান বাংলা বলেছেন: হিন্দু ধর্মের দেব দেবিদের নিয়ে টিভিতে স্যাটায়ার পর্যন্ত বানানো হয়, কেউ তো আপত্তি তোলেনা, সেদিক দিয়ে সাহাবীরা এমন কি যে তাদেরকে টিভিতে দেখালে ইমান নষ্ট হয়ে যাবে?
@আবহমান বাংলাঃ বেয়াদবের মত কথা বলবেন না, বেক্কলের মত যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। যে দল বিরোধিতা করছে তারা সাহাবীদেরকে সন্মান করেই কথা বলছে।
১১|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০০
অসাধু বালক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৬
নাফাজি বলেছেন: আপনাকে স্বাগতম।
১২|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩২
এসএমআর বলেছেন: সাহাবীদের কর্মকান্ড নিয়ে সিরিয়াল তৈরী করা যেতে পারে তবে তাদের ভূমিকায় কাউকে অভিনয় করানোটা সমিচীন হবেনা কারন আজকে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা) -এর জীবণীর উপর নির্মিত ড্রামা সিরিয়ালে ওমর (রা) এর ভূমিকায় সিরিয়ান অভিনেতা সামের ইসমাঈল অভিনয় করেছেন এর পর রাসুল (স) ভূমিকায় অভিনয় করার মত ধৃষ্টান্ত দেখাতে তাদের একটুও বাধবেনা। যাহা মোটেও কাম্য নহে এবং ইহার প্রতিরোধ এখনই করতে হবে।
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৮
নাফাজি বলেছেন: আপনার মন্তব্যকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয়, এত কঠোর হবার আগে আমাদের আরেকটু গবেষণা করতে হবে, আরো চিন্তা ভাবনা করতে হবে।
১৩|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪০
শার্লক বলেছেন: এখানে বির্তকের কথা পড়ে আমার একটা কথা জানতে ইচ্ছা করছে সেটা হলো আমি কিছু মুভি দেখেছি ইব্রাহীম ( আঃ ), ঈসা ( আঃ ), ইউসুফ ( আঃ ), ইয়াকুব ( আঃ ) - কে নিয়ে বানানো মুভি। মুভি দেখে কাহিনীর তেমন কোন পরিবর্তন পায়নি বা আমি অতটা খেয়াল করতে পারিনি যে কতটা বিকৃতি হয়েছে। এ মুভিগুলি মনে হয় আমেরিকান পরে জার্মান, ইতালিয়ান ভাষায় ডাব করে ওসব দেশের টেলিভিশনে প্রচারিত হয়েছে। আমার যে প্রশ্নটা আসে প্রায়ই অনেক মুসলিম ঈসা ( আঃ ) কে যীশু বলে, উপরে উল্লেখিত সব নবীর নাম কোরানে আছে আমরা কেন উনাদের নাম সঠিক করে বলি না। তাছাড়া উনাদের কথা, ঘটনা আমরা প্রায়শই উদাহরণ হিসেবে উল্লেখ করি যেমনটি করা হয়েছে কোরানে। আর এসব মুভিতে যদি কাহীনি বিকৃতি করে তাদেরকে ভুলভাবে উপস্থাপন করে সেক্ষেত্রে কি মুসলমানদের কি কোন দায়িত্ব নেই প্রতিবাদ করার?
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৫
নাফাজি বলেছেন: কাহিণী বিকৃত করে যদি কোন মুভি বা ড্রামা সিরিয়াল বানানো হয় তবে অবশ্যই এর প্রতিবাদ করা উচিৎ। একজনের নাম ভাষাগত কারণে ভিন্নভাবে উচ্চারিত হতে পারে, যেমন আরবীতে ঈসা, হিব্রুতে ঈসো, যীশু সম্ভবত পর্তুগীজ ভাষায়, ইংরেজীতে জিসাস। সব নামগুলো একজন ব্যক্তিরই। যেমন, আরবীতে ইয়াহিয়া (আ), যিনি বাইবেলের নতুন নিয়মে জন দ্য ব্যাপ্টিস্ট নামে পরিচিত।
১৪|
৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
তানিয়া হাসান খান বলেছেন: দেখতে হবে....।
দারুন পোষ্ট।+++
প্রিয়তে......।
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৫
নাফাজি বলেছেন: ধন্যবাদ।
১৫|
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩১
স্বাধীন সোহান বলেছেন: Darun post
Baki episode gulo o pabo asha rakhi
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২
নাফাজি বলেছেন: ইনশাল্লাহ্
১৬|
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫২
হিমেল০৭১১ বলেছেন: এই সময়ের একজন ভালো মুস্তাহিদই এই বিষয়ে সঠিক ফতোয়া দিতে পারেন। তবে তাকে সব দিক থেকে ঈমানদার এটা টেস্টিফাই করতে হবে। এখানে যারা ফতোয়া দিয়েছে আল আজহার বা সৌদি আরবের যে প্রতিষ্টানটি অন্যান্য অনেক গুরুত্বপুর্ণ ক্ষেত্রে তাদের নীরব ভুমিকা লক্ষ্য করা যায়।
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২
নাফাজি বলেছেন: হুমমমমম।
১৭|
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১১
লেকিডন বলেছেন: সেমিটিক আরবরা অত ফর্সা হয় না। অনেকটা শ্যামলা। বাট..এখানে..নো কমেন্টস্।
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬
নাফাজি বলেছেন: আরবদের গায়ের রঙ কেমন হয় তা তো বর্তমানে যে সব আরব মধ্যপ্রাচ্যে রয়ছে তাদেরকে দেখলেই বোঝা যায়। যেমন, সৌদী আরবের নাগরিকদের গায়ের রঙ, অথবা জর্ডান বা মরক্কোর রাজপরিবারের (উনারা নিজেদের রাসূলের বংশধর দাবী করে) গায়ের রঙ ইত্যাদি।
১৮|
৩০ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৩
আমিভূত বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনার পোস্ট , ভালো লাগলো ।
দেখা হয়নি তবে আশা করছি ভালোই হবে ।
ভালো থাকবেন ।
৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১২
নাফাজি বলেছেন: ধন্যবাদ তোমাকে।
১৯|
০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২১
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: অসাধারণ পোস্ট!
আরবি ঐতিহাসিক ধারাবাহিকগুলো অসাধারণ হয়। নাজদাত ইসমাঈল ওনদুর এর আল জোয়ারাহ, আল কাওয়াসের, আল মাসলূব এর কথা এখনও মনে পড়ে। এগুলোকে আমি আমার দেখা সর্বকালের সেরা সিরিয়ালের লিস্টে স্থান দিতে বাধ্য।
এবার MBC থেকে অ্যাড দেখেই বুঝেছিলাম এটাও দারুণ একটা কিছু হবে। সেই সাথে স্থানীয় লিবিয়ানদের মুখে এটা নিয়ে তর্ক-বিতর্ক এটা দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছিল। কিন্তু MBC এর টাইমিংটা লিবিয়ার জন্য ঠিক হয় নি। লিবিয়াতে ওটা ছিল তারাবীর নামাযের টাইম। তাই দেখা হয়ে ওঠে নি।
০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
নাফাজি বলেছেন: যাক আপনার কাছ থেকে আরো নতুন কিছু তথ্য পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।
২০|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
কালা মনের ধলা মানুষ বলেছেন: বুঝতে পারছি না দেখবো কিনা। যদিও খুব আগ্রহ হচ্ছে, আবার একি সাথে মন বলছে, সাহাবীদের দেখানো - কাজ টা ঠিক হোল না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
নাফাজি বলেছেন: সাহাবীদের তো দেখায়নি...
সাহাবীদের ভূমিকায় অভিনয় করেছে...
আমার মনে হয় এই সিরিজটা ইসলামের ইতিহাস জানতে সাহায্য করবে।
২১|
০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
মোঃ শিলন রেজা বলেছেন: সাধারান এক|টা ড্রামা সিরিজ আমি দেখে মুগ্ধ। এমন সিরিজ আরো করার প্রয়োজন। কিন্তু আমরা মুসলিম এতটাই কনজারভেটিভ যে আমাদের মহান অর্জন ইতিহাস আজ মুছে যাচ্ছে অন্যান্য ধর্মের মাইথলজিকাল সিরিজের মধ্যে।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮
নিয়নের আলো বলেছেন: ইন্টারেস্টিং তো!!
দেখার আগ্রহ বোধ করছি।
তবে একটা কথা না বলে পারছিনা,আমরা মুসলমানরা এত বেশি নতুন কিছুর বিরোধিতা করি কেন আমি বুঝিনা??যেমন এই সিরিজে যদি ইতিহাস বিকৃতি না হয়ে থাকে তবে বিরোধিতা করার কোন কারন দেখিনা।
পর্ব গুলো দেয়ার জন্য ধন্যবাদ।আশা করি সবগুলোই পাব।