![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারা সবাই স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু স্বাধীন নয় আমরা! কোন না কোন সরকার আমাদের তাদের অধীন করে রাখছে। খালি হচ্ছে শত মায়ের কোল প্রাণ হারাচ্ছে সংসারের উপার্জন করার মত ব্যাক্তিটি, হাসপাতালে দগ্ধ হয়ে কাতরাচ্ছে কোমলমতী শিশুটি, এসব কি আমাদের নাড়া দেয় না ? আমাকে দেয় কিন্তু প্রতিবাদ তো হচ্ছে যা গ্রেফতার করে তা কি বন্ধ করা গেল ? আজ ও হারালো প্রাণ সংবাদ এ চোখ দিতেই খুন, বিষ্ফোরণ, এসব থেকে আমাদের কে মুক্তি দিবে ? আমি সাধারণ একজন নাগরকি হিসেবে আমার নিরাপত্তা নেই, আমাকে কাজে যেতে হবে খোরাক যোগাতে আমার গায়ে পড়ছে ককটেল আর তাদের রয়েছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী, আমাদের বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন তাদের কেউ কি বিশেষ নিরাপত্তা নিয়ে করে ছিলেন ? সাধারণ মানুষরাই তো দেশকে রক্ষা করে কিন্তু আপনারা যারা সরকারী দল কিংবা বিরোধী দলে থেকে মানুষ মারছেন তাদের জন্যই তো আপনারা মসনদে রয়েছেন। তবে কেন এই নির্মম গনহত্যা ? কে দেবে মুক্তি ?
©somewhere in net ltd.