![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় হাসি খুশি মুখে সহজ সরল ভাষায় কথা বলা লোকটার নাম ড.মোহাম্মাদ ইউনূস। তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।তিনি ক্ষুদ্র ঋণ প্রথা সৃষ্টির জন্যে শান্তিতে নোবেল ও পাইছেন।আপনারা কি জানেন এই ঋণ দিতে না পাইরা কতো মানুষ মারা গেছে? সং্খ্যাটা অনেক শত শত।আর নিঃস্ব বানাইয়া দিছে এমন তো কয়েক হাজার।বিভিন্ন সংবাদে আসছে এমন কিছু ঋণের বোঝা বইতে না পেরে মারা যাওয়া মানুষের নাম বলি।
★সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের রেখা রানী বিশ্বাস (সূত্র :২ নভেম্বর,২০২৩,সমকাল/৩১ আগস্ট,২০২৩ সময় একাত্তর)
★ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামে জরিনা খাতুন (সূত্র: ২৫ ডিসেম্বর,২০১৭ কালের কন্ঠ/২৬ ডিসেম্বর ,২০১৭ বাংলা ট্রিবিউন/২৪ ডিসেম্বর,২০১৭ রাইজিং বিডি/২৪ ডিসেম্বর ,২০১৭ বিডি নিউজ)
★ দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের রেজিয়া বেগম(সূত্র: ২ ফেব্রুয়ারি,২০১৬ জাগো নিউজ)
★ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শেফালী বেগম(সূত্র:১৩ সেপ্টেম্বর ,২০২১ দৈনিক ইনকিলাব )
★ জয়পুরহাটের আক্কেলপুরে হীরা মনি (সূত্র:২ অক্টোবর ,২০২২ আর টি বি)
★ চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পুতুল বেগম(সূত্র: ১৫ জুলাই,২০২৩ আজকের পত্রিকা)
★ রাউজান উপজেলার ফতেনগর এলাকার সঞ্জিত বড়ুয়া(সূত্র:১১ জুন,২০২১ বাংলা নিউজ)
★ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামের পূর্বপাড়া মোল্লা বাড়ির নাজমা আক্তার।(সূত্র:৪ নভেম্বর ,২০১৯ আর টি বি )
★ চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের ধুলিয়ানি গ্রামে বিকাশ অধিকারী(সূত্র:৯ মার্চ ,২০১৯ ইত্তেফাক)
★ নীলফামারীর সৈয়দপুরে অফিসার্স কলোনীর শাবানা পারভীন(সূত্র:৩ ডিসেম্বর ২০২২,আজকের পত্রিকা)
★কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের আকলিমা খাতুন (সূত্র: একুশে টিভি ইউটিউব চ্যানেল)
★রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের হাসিনা বেগম(সূত্র:১০ ফেব্রুয়ারি,২০১৪ দৈনিক প্রথম আলো )
আর দিলাম না গুগলে সার্চ দেন এই সং্খ্যা খালি বাড়তেই থাকবে দেখবেন।
©somewhere in net ltd.