![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
শ্যাওড়াতলার তিন রাজ্যের, ভূতের রাণী কটকটি
মোটের উপর শান্ত কিনা, শুধু হঠাৎ হঠাৎ ছটফটি
রাণীর ছিল একশো বাদী
সবাই নাক গলাতে ওস্তাদী
কাজের বেলায় ঠনঠনা ঠন, কথার বেলায় ফটফটি।
২
কোন কারণে, কেউ জানে না, মিছেমিছি হাসি পায়
দেখাদেখি, গলায় গলায়, জনে জনে হাসতে চায়;
এবার থামো বলতে গিয়ে
মানে না বাঁধ, হড়হড়িয়ে
ক্যামনে যেন হা, হা, হা - হাসির হাওয়া বেড়িয়ে যায়।
৩
কি করে এও সম্ভব, ভাবে জয়নাল বক্স
পরশু রাতে দেখেন, পাটক্ষেতে এক ফক্স
জানে না তো কেহ
চকচকে তার দেহ
হায়! কেমন করে ফেললো ঢেকে পক্স।
১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:০৭
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভালো হয়েছে। প্রথমটা বেশি ভালো লাগলো।
১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:০৮
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫০
৪| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪০
জগতারন বলেছেন:
শ্যাওড়াতলার তিন রাজ্যের, ভূতের রাণী কটকটি
মোটের উপর শান্ত কিনা, শুধু হঠাৎ হঠাৎ ছটফটি
রাণীর ছিল একশো বাদী
সবাই নাক গলাতে ওস্তাদী
কাজের বেলায় ঠনঠনা ঠন, কথার বেলায় ফটফটি।
বিস্ময়করভাবে সুন্দর ও ভাল লাগা রহিল।
১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:১০
নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার মন্তব্যে অনেক খুশী হয়েছি। ধন্যবাদ।
৫| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: লিমেরিক মানে কি?
১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:১৪
নেয়ামুল নাহিদ বলেছেন: পঞ্চপদী ছড়া বা লিমেরিক (Limerick)' হল পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী, যা সাধারণত ৫টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়।
৬| ১৬ ই মার্চ, ২০২১ রাত ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ, মজার!!!