নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি। অনলাইনে থাকতে ভালো লাগে। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি, নাহিদ ইসলাম ৩৫০

ব্যস্ত শহরে, ঠাশ বুনোটের ভিড়ে আজো কিছু মানুষ, স্বপ্ন খুঁজে ফেরে... আমি সেই স্বপ্ন খুজে ফেরা একজন মানুষ..

নাহিদ ইসলাম ৩৫০ › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় ভুল ctrl+alt+del !!

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

অনেক সময় ভুলও জনপ্রিয় হয়। বিজ্ঞানীরা ভুল করলে তা হয় আবিষ্কার! আর সেই আবিষ্কার আমরা সানন্দে দিনের পর দিন ব্যবহার করি। এ রকম জনপ্রিয় একটি ভুল স্বীকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সেই ভুলটি হচ্ছে ‘কন্ট্রোল-অলটার-ডিলিট’ ফাংশনটি। লগ ইন স্ক্রিনে যেতে এ ফাংশন ব্যবহার করা হয়।



উইন্ডোজের টাস্ক ম্যানেজারে যেতে একটি বাটন হলেই তো পারতো? কেনো কন্ট্রোল-অলটার-ডিলিট চাপতে হবে? এটা স্রেফ ভুলের কারনেই হয়েছে।



সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাত্কারে বিল গেটস বলেন, ‘কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটি উইন্ডোজ লগ ইন ও টাস্ক ম্যানেজারে যেতে ব্যবহার করা হলেও এর জন্য আলাদা কোনো বাটন তৈরি করতে দেননি আইবিএমের ডেভিড ব্র্যাডলি নামের এক নকশাবিদ। তিনি কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটি উদ্ভাবন করেন, যা মূলত কম্পিউটার রিবুট করার জন্য নকশা করা হয়েছিল। ভুল করে এ বাটনটি জনপ্রিয় হয়ে গেছে। শেষনাগাদ টাস্ক ম্যানেজারে যেতে কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটির জন্য প্রোগ্রাম করা লাগে, যা ছিল আমাদের একটি ভুল।’ মাইক্রোসফটের এ মহা ভুলটিই উইন্ডোজের পরবর্তী কয়েক প্রজন্ম ধরে ব্যবহার হয়ে আসছে।



এদিকে এ ফাংশনটি সম্পর্কে অন্য এক সাক্ষাত্কারে আইবিএমের প্রকৌশলী ডেভিড ব্র্যাডলি বলেন, ‘আমি ফাংশনটির আবিষ্কার করলেও এর জনপ্রিয়তার পেছনে একমাত্র বিল গেটসই রয়েছেন। মাইক্রোসফটই জানে এ রকম একটি ভুল মেনে নিয়ে তারা কেন এ ফাংশনটিকে লগ ইন ফিচার করে রেখেছে।



আমার একটি ওয়েবসাইট রয়েছে। এক বা্র ঘুরে আসতে পারেন। এখানে বাংলাদেশের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বাংলা সংবাদপত্র



www.allnewspaperlist.com



তাহলে আজ এই পর্যন্তই।



ও হা ভালো লাগুলে অবস্যই কমেন্ট করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.