নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উগ্র প্রেমিক

পাশে কেউ নাই্‌ , ,

নাহিদ নাজমুস

প্রতিদিনই মিথ্যে বলি কখনো প্রয়োজন,কখনো ভাল থাকতে আবার কখনো কষ্ট দিতে

নাহিদ নাজমুস › বিস্তারিত পোস্টঃ

একটি টি-শার্ট ও আমি !!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মানুষের সব শখ নাকি পুরুন করতে নেই।শখ পুরুন হলেই নাকি বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুরিয়ে যায়।

একটি মানুষের জীবনের সবচেয়ে বেশি চাওয়া বা পাওয়ার আকাংখা ছাত্র জীবনেই বেশি থাকে।যার চোখে স্বপ্ন থাকে;কিন্তু স্বপ্ন পুরুনের কোন অর্থ বা সামর্থ থাকে না।না আক্ষেপের গ্লানি,লুকানো বিন্দু বিন্দু অশ্রু কণা,চমৎকার অভিনয়ের মিষ্টি হাসি।

হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত বলে নিজেকে দাবি করলে ভুল বলা হবে না।মোটামুটি নিজেকে মানাইয়া নিয়েছি।

প্রথম দিকে স্যারের মিসির আলির গল্পগুলো অসম্ভব লাগতো।পড়ে বেশ মজা পেতাম।

মনে প্রেমের উদ্দেগ,বয়সের উতশৃংখলা আর বিনদাশ জীবনের জন্য হিমু পড়া শুরু করলাম।শুরু হইলো হিমু পড়া আর হিমুর সেই বিখ্যাত ডায়ালগগুলো মোঠোফোনে আলোপাতাড়ি বলে প্রেমের সাদ্য উদ্ধার করা।

হুমায়ুন স্যার গত হবার পর অনেক ইচ্ছা ছিল স্যারের রক্ত মাংসের শরীর দেখতে না পারলেও কবরখানি দেখতে যাওয়া।কিন্তু সাধ্য হয় নাই।

বেশ আশ্চার্য মনে হবে নিজের কাছে;কত মানুষ কত বন্ধু মাসে সপ্তাহে ঢাকায় যাতায়াত করে ঘুরতে যায়।কিন্তু ঢাকায় যাবার সাধ্য হয়েছে আমার মাত্র দু'বার।একবার ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া আর শেষ বারে জাহাঙ্গীর নগর ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য।সেটা সেই ২০০৯ সালের ঘটনা।

যে ছেলে পরীক্ষা দিতে ছাড়া ঢাকা যেতে পারি নাই।সেই ছেলেটা কেমন করে তার শখ,ইচ্ছা পুরুন করবে !!!

গত বছর থেকেই স্যারের জন্মদিন বেশ ঘটা করেই পালন করছে স্যারের ভক্তরা।স্যারের শেষ ইচ্ছা ক্যান্সার হাসপাতাল তৈরি করার মহান উদ্যোগ তারা নিয়েছেন।তারা এই টিমের নাম দিয়েছেন "হিমু পরিবহন"

হিমু পরিবহন রংপুর কাউন্টারে থাকতে পেরে আমি অনেক আনন্দিত।প্রত্যেকটি মিটিংযে অতিরিক্ত টাকা খরচ হবে এই ভয়ে ক্যাম্পাসের বাসে করে মিটিংযে ১৫ মিনিট পর উপস্থিত হওয়া।

নতুন করে এই বিনদাস মনে শখ জাগিয়াছে হিমু পরিবহনের তৈরি টি-শার্ট কেনার।(কিন্তু ঐ যে সাধ আছে সাধ্য নাই,আমি এই দলেরই ভাই)।

তাই ধরনা দিতে হলো সেই কিছু প্রিয় মুখ আর অচেনা,অজানা কিছু মানুষদের।চাইতে কোন সংকোচ আমার কোন দিনই হয় নাই।

অন্যদের চাওয়ার সীমাবদ্ধতা আছে।কিন্তু আমার চাওয়ার সীমাবদ্ধতা নেই।

ব্যাপারটা এমন নয় যে,আমাকে মাসে অর্ধহারে কাটাতে হয় বা বন্ধু মহলে কেউ পাওনাদার আছে।আমার জীবনটা হচ্ছে মধ্যবিত্তের মধ্যম জীবন।যারা নিজের শখ কোন দিন পুরুন করতে পারে।শখ পুরুন করতে চাইলে একশ বার ভাবতে হয়,পরের দিনগুলো কিভাবে কাটাবো!!!

কালকে বসন্ত !!!

হিমু পরিবহন,রংপুর কাউন্টার ক্যাম্পাসে স্টল দিচ্ছে।বসন্তকে উদযাপন করার মত কিছুই নেই।আছে মনের উদারতা।কিছু সংকোচন ।

তবুও পাঞ্জাবী গায়ে উপস্থিত থাকবো ক্যাম্পাসে।

২১ শে মার্চের সমাবেশে আমার গায়ে হিমু টি-শার্ট থাকবে কিনা না;জানি না।হয়তো থাকবে টি-শার্ট ।থাকবে কিছু মায়া আর লুকানো কিছু অশ্রুকণা !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.