নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উগ্র প্রেমিক

পাশে কেউ নাই্‌ , ,

নাহিদ নাজমুস

প্রতিদিনই মিথ্যে বলি কখনো প্রয়োজন,কখনো ভাল থাকতে আবার কখনো কষ্ট দিতে

নাহিদ নাজমুস › বিস্তারিত পোস্টঃ

যেভাবে আমি পিছিয়ে পড়েছি-

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৪

যতটুকু মনে পড়ে ক্লাশ ফাইভ এ থাকতে একদিন ইংরেজী ক্লাশে হুজুর ইংরেজী পড়াচ্ছেন ।{প্রসঙ্গতঃ আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আর শিক্ষকদের হুজুর বলেই ডাকতাম} । একটা প্যাসেজ পড়াতে গিয়ে সামনে আসলো "Talk" এই উদ্ভট শব্দটি। হুজুর উচ্চারণ করলেন "টক" কিন্তু আমার মাথায় খটকা বাধঁলো ।প্রশ্ন করলাম- হুজুর এখানে "টল্ক" না হয়ে "টক" কেন হলো ? প্রশ্নটা শুনে হুজুরের মাথা ঘুরতে লাগলো।তিনি অবশ্যই খুবই চালাক ছিলেন-নিজেকে সামলে নিয়ে উত্তর দিলেন- বাবা বড়ো হয়ে ওটা শিখে নিও ।
কি আর করা "টল্ক" কেন টক হইলো এইটা শিখলাম ক্লাশ সেভেন এ এসে।
ক্লাশ নাইনে মাইকেল মধুসূদন দত্তের "কপতোক্ষ নদ" পড়াচ্ছেন বাংলা স্যার। এবার সামনে আসলো অষ্টক আর ষষ্টক এর নিয়ম । স্যারকে প্রশ্ন করলাম- স্যার আট লাইন আর ছয় লাইন তো বুঝলাম।কিন্তু এখানেই অন্তমিল কোথায় ? বুঝায় দেন ? তিনি অনেক চেষ্টা করলেন; কিন্তু পারলেন না।
অষ্টক আর ষষ্টক এবং এদের অন্ত্যমিল শিখলাম কলেজে এসে। কপাল ভালো ছিল- কলেজের পাঠ্যসূচিতেও মাইকেল সাহেবের এক খানি সনেট কবিতা ছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.