![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই মিথ্যে বলি কখনো প্রয়োজন,কখনো ভাল থাকতে আবার কখনো কষ্ট দিতে
আজ বৃহষ্পতিবারের রাত !
দিজ ইজ আ মুভি নাইট !!!
বৃষ্টির ঝাপটা থেকে পালিয়ে ঠিক সন্ধ্যায় তোমার আঁচলে হাজির এই বালকটি । টিভি দেখা আর রাতের খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে বসবো দুজনে মুভি দেখতে ঠিক ১১ টায়।
আজকে কি মুভি দেখবে !
আচ্ছা । আজ কোরিয়ান মুভি দেখি । কোরিয়ান মুভিগুলো খুব রোমান্টিক ধাচের হয় ।যেমনঃ ডেইজি । লাভ আরো বেশ কয়েকটি মুভি আমি স্টুডেন্ট লাইফেই দেখেছি ।
(হুম-ম-ম-ম ) না ! আমি বুঝি না।
আরে আমি তোমারে বোঝাবো আর ইংরেজিতে সাব টাইটেল তো আছেই । সমস্যা হবে না ম্যাডাম।
(আংগুল তুলে) ওকে। বুঝিয়ে দিবে কিন্তূ !!!
আচ্ছা, বসো তো ।
না ! খালি খালি বসে বসে মুভি দেখা যায় নাকি, মশায় !
(বিরক্তি স্বরে) তো ! কি করবে, শুনি !
দাড়াঁও ! আমি আসছি ।
(ল্যাপটপের স্কীনে মুভি খুজঁছি)......
(মুড়ি-পেয়াজ আর ঝাল চানাচুর মাখা এক বাটিতে নিয়ে এসে) একটু সরে যাও না !
বাব্বা ! আমার মনের চাওয়াতুমি বোঝ কেমনে !
(একটু ভেংচি কেটে) বুঝতে হবে না, আমি কে ?
হা হা !
হুম, প্লে করলাম ।
আচ্ছা, প্লে করো ।
(খাটে হেলান দিয়ে তোমার মাথাটা আমার কাধে আর চোখ স্কীনে )
#লাইফ ইজ বিউটিফুল
২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪
নাহিদ নাজমুস বলেছেন: হুম !
কৃতজ্ঞতা রইল !
২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
এস কাজী বলেছেন: এই ভাবে মাথা খারাপ না করে দিলেও পারতেন মুভি আমারও আছে, ল্যাপটপ আমারও আছে, মুড়ি টুরি সব আছে!! তবুও সব ফাঁকা ফাঁকা লাগতেসে!! কি যেন নাই কি যেন নাই!!!
৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: মুভির সাথে মুড়ি টুরি, চমৎকার আয়োজন।
২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭
নাহিদ নাজমুস বলেছেন: জ্বি, হ্যা
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭
আরাফাত হোসেন অপু বলেছেন: স্বপ্ন নাকি বাস্তব??
২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৮
নাহিদ নাজমুস বলেছেন: বাস্তব নারে ভাইয়া !
সেই আগামীর দিন এখনো আমার আসে নি !
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ভালো কাঁটুক মুভিময় রাত.........