![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই মিথ্যে বলি কখনো প্রয়োজন,কখনো ভাল থাকতে আবার কখনো কষ্ট দিতে
শুক্রবার আর মঙ্গলবার আমাদের গ্রামের হাটের বার । এই দিনের বিকেলে রাস্তায় বা খেলার ফাঁকে আব্বার হাট থেকে ফেরা খুব অপেক্ষায় থাকতাম।আব্বা হাট থেকে অন্য সদাইপাতি কেনার সাথে হালকা দামের কিছু মিষ্টান্ন নিয়ে আসতেন।
সেগুলোর মধ্যে জিলাপি,খোরমা আর মৌসুম ভেদে যে ফল আমাদের নাই সেগুলো ।ফল-ফলাদির চাইতে জিলাপি আর খুরমাই খেতে খুব ভালো লাগতো।
পরিবারের চার সদস্যের মধ্য এখন রয়েছে মাত্র দুজন; মা আর আব্বা।ছোট বোনের বিয়ে হয়েছে চার বছর হলো আর আমি সাত বছর থেকে বাহিরে।
আজকের হাটে সদাই পাতির সাথে আব্বা তার অভ্যেস মতো ঠিকই জিলাপি বা খুরমা কিনেছে।কিন্তু আমি নাই ।
আমাকে হয়তো রাস্তার ধারে বসে চা-আর না হয় সস্তা হোটেলে বসে পরাটা খেতে হবে !!!
মিস ইউ আব্বা !
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০
নাহিদ নাজমুস বলেছেন: হুম। সত্যি সেই দিনগুলি ছিলো জীবনের সোনালী দিন ।
আব্বু-আম্মুর জন্য মাগফিরাত কামনা করছি । আমীন ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ ! কি সোনালী দিন!

সেই সূখ এখন হাজার লাখো টাকায়ও নাই!
শীতে বেশি মজা হত। খেজুর রসি কিনে আমার হাতে দিত.. বাসায় আসতে আসতে ঢাকনা খুলে খুলে চেখে দেখা!
আহ কি মিষ্টি!
আমার আব্বা আম্মা দুজনই চলে গেলেন= মিস ইউ বাবা-মা!