![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই মিথ্যে বলি কখনো প্রয়োজন,কখনো ভাল থাকতে আবার কখনো কষ্ট দিতে
বিকেল ৬ টা ৭ মিনিট ।
(ছোট্ট বারান্দায় বসে গলা ছেড়ে ডাক) টুকটুকির মা, ও টুকটুকির মা,! কই গেলা তুমি !
(রান্নাঘর থেকে) আসছি !
বিকেল ৬ টা ৯ মিনিট
(চেয়ারে বসতে বসতে) এই যে টুকটুকির বাবা, চা নিন! এতটুকু দেরী সয় না!
হুম! কেন সবে , ঝুম বৃষ্টি পড়ছে। বারান্দায় বসে দুজনা বৃষ্টি চা খাবো আর বৃষ্টি দেখবো। খুব ভাল লাগবে !
আর তুমি ! কি যে আলু পটল নিয়ে রান্নাঘরে থাকো !
ও তাই! রান্না না করলে টুকটুকির বাবা খাবে কি রাতে ?
দুজনা মিলে রান্না করতাম ! খিচুরি ভুনা আর ,,,,
তাই না! আর কি খাবে ! আর ডিম ভাজি !
সন্ধ্যা ৬ টা ২৭ মিনিট
(মাগরিব এর আজান হচ্ছে)
ছাতা দিচ্ছি নামাজে যাও!
©somewhere in net ltd.