নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

ক্যালিফোর্নিয়ার বার এটাক | একটি হ্যান্ডগান ১২ জনের মৃত্যু!

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

একটু আগেই দুপুরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে ছাত্রভর্তি এক অনুষ্ঠানে ১ জনের গুলিতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। একজন বন্দুকধারী অটোমেটিক মেশিনগান নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়েছে এবং নিজেও আত্মহত্যা করেছে এই ঘটনার পরে।



যখন এটাক হয় তখন সেখানে প্রায় ২০০ জনের মতো কলেজ স্টুডেন্ট এর এক বিশাল গ্যাদারিং ছিলো। বার এর ওয়েবসাইটে বলা আছে যে, তারা প্রতি বৃহস্পতিবার ই সেখানে কলেজ কান্ট্রি নাইট নামে এক অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রায় হাজার খানেক শিক্ষার্থীর সমাগম হয় প্রতি বৃহস্পতিবারের ইভেন্ট এ।

১১ শিক্ষার্থী এর সাথে সার্জেন্ট রন নামের একজন ফার্স্ট ক্লাশ অফিসার এর ও মৃত্যু হয়। অফিসার রন প্রায় ২৯ বছর যাবৎ সে দেশের স্টেট শেরিফ এর হয়ে সার্ভ করে আসছিলো।

গানম্যান এর ডেড বডি বার এর ভেতরেই পাওয়া গেছে। মৃত্যুর কারন জানা না গেলেও ধারনা করা হচ্ছে যে গানম্যান নিজেই আত্মহত্যা করেছে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ইনাম আহমদ বলেছেন: দুঃখজনক।
কিন্তু এতোবড় ঘটনার পরও যুক্তরাষ্ট্রে অস্ত্রনিয়ন্ত্রণ আইন পাশ হবেনা।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নাহিদ০৯ বলেছেন: অস্ত্রনিয়ন্ত্রণ হয়তো এরকম একটা সমাজের জন্য ব্যক্তিগত পরিবার এর হুমকি মনে করছে ওরা। যদিও বিষয় টা সম্পর্কে জানা নাই বিস্তারিত।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: আমেরিকার নাগরিকেরাও এখন মনে হচ্ছে আর সন্ত্রাসমুক্ত নয়। হিংসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব সন্ত্রাস অস্ত্র দিয়ে কিংবা আইন দিয়ে দমন করা যায়না। পরিবারে অভ্যন্তরীণ ভালবাসার চর্চা করতে হবে।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নাহিদ০৯ বলেছেন: পড়ে এবং সিনেমা দেখে যতটুকু বুঝেছি, পরিবার চর্চা থেকে ওরা অনেক দূর ই পিছিয়ে গেছে। আমার মনে হয় এই ঘটনা পুরো বিশ্বে ওদের স্ট্যাটাস কে একটু হলেও কমিয়ে ফেলেছে। যারা সুরক্ষিত দূর্গ হিসেবে ভাবতো, তারা হয়তো এখন একটু হলেও হোঁচট খাবে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: আমেরিকার উচিৎ নিজ দেশকে সন্ত্রাস মুক্ত করে তারপর অন্য দেশগুলোর আভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানো।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নাহিদ০৯ বলেছেন: উনাদের হয়তো মনে হয় আমরা না দেখলে বিশ্ব হয়তো নষ্টদের দখলে চলে যাবে, ট্রেডিশান অনুযায়ী তাই তারাই এই দায়ীত্বের অধিকারী বলে মনে করে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আমেরিকান ক্যাপিটেলিজমে মানসিক রোগীর সংখ্যা বিশালভাবে বাড়ছে! ক্যাপিটেলিজমকে সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছে না আমেরিকা।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নাহিদ০৯ বলেছেন: গত ২ তারিখেই ক্যালিফোর্নিয়াতে একজন ৪০ বছর বয়স্ক লোক ৬ জন কে গুলি করে আত্মহত্যা করেছে। আর প্রতি মাসে এবং প্রতি বছরেই এরকম শুটিং এর খবর খোদ উইকিপিডিয়াতে বিস্তারিত আছে।

শুধু নোটেবল এটাক ই উইকি তে স্থান পায়। ছোট খাটো এটাক বাদ দিয়েও বিরাট একটা চমকে দেওয়ার মতো লিস্ট

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা গুলো আম্রিকাতেই বেশি ঘটে।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

নাহিদ০৯ বলেছেন: আম্রিকার উপরে এমনিতেই সবার চোখ। তারপরেও আম্রিকার ক্যাপিটেলিজম এর পেছনে দায়ী।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

ঢাবিয়ান বলেছেন: এইটা কোন খবর না যেহেতু হত্যাকারী মুসলিম না।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

নাহিদ০৯ বলেছেন: একদম দারুন একটা পয়েন্ট আউট করেছেন। একজন এননিমাস ইউজার উইকিপিডিয়া পাতায় এটাকে মুসলিম এর সংশ্লিস্ট আক্রমন বলে একটা লাইন যোগ করেছিলো। ৪-৫ সেকেন্ড এর মতো ছিলো। আমিও তখন এডিট করছিলাম।

সাথে সাথে বিষয় টা মুছে দেয়া হয়েছে, কিন্তু বিষয় টা দারুন একটা মেসেজ দিয়েছে আমাকে। মুসলিম জড়িত না থাকলে আসলেই এটার আলোচনা কতদিন থাকবে বা এই ঘটনা কতটা প্রভাবিত করবে তা বলা মুশকিল।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

জাহিদ অনিক বলেছেন: জিসাস ক্রাইস্ট

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

নাহিদ০৯ বলেছেন: আপনার মন্তব্য! আপনি যে আমার কত প্রিয় তা জানেন? আপনার কবিতারা আমার রাত জাগা’র সঙ্গি!!

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমেরিকায় এই স্কুল শুট্যার কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এর দায় ক্যাপিটালিজমের ঘাড়ে চাপালে আপনাকে স্বীকার করতে হবে-- প্রযুক্তির বিকাশ, ক্যাপিটালিজমের হাতিয়ার<< যদিও বর্তমান সময়ের অনেক বক্তাই বলছেন- বিশ্বায়ন, গ্লোবাল ভিলেজ- এগুলোর ক্যাপিটালিজমের নামান্তর।
আপনার পোষ্টটি থেকে আজকের ঘটনাটি সম্পর্কে জানলাম

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নাহিদ০৯ বলেছেন: তাহলে আপনার মত টা কি? আপনার লিখা মত সবসময় ই বেশ যুক্তিসম্মত হয়। ভালো লাগে।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝেই এসব হয় আমেরিকাতে। তারা চেষ্টা করছে এসব কাটিয়ে উঠতে। কিন্তু হচ্ছে না...

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার লিখা মত সবসময় ই বেশ যুক্তিসম্মত হয়। ভালো লাগে।
দিনশেষে আমেরিকার শিক্ষা ব্যবস্থায় স্কুলে বুলির বা বাংলায় যাকে বলি র‌্যাগিং, খুব তাৎপর্যপূর্ন। অধিকাংশ স্কুল শুট্যার বুলির শিকার হয়। তাছাড়া আছে, মিডিয়া, ভিডিও গেমস, আইসিটি আসক্তি! তবে আমি কিন্তু আপনাদের ক্যাপিটালিজমের আইডিয়াকে একটা যুক্তিতে সাপোর্ট করি। মিডিয়া এবং প্রযুক্তি পূজিবাদীদের হাতিয়ার!
ধন্যবাদ

১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:


যখন কেউ আমাকে জানায় যে, আমার কবিতা তার ভালো লাগে;
ঐ ব্যক্তিকে নিয়ে ভয়ে থাকি, আতংকে থাকি।
কারণ, আমি জানি আমার কবিতার ধরণ, আমি জানি আমার কবিতার শব্দেরা কি বলতে চায়। একমাত্র আমিই জানি, আমার কবিতায় শব্দেরা কতটা নিঃসঙ্গ, কতটা বুভুক্ষু।

সেই পাঠককে নিয়ে আমার চিন্তা হয়, যে আমার কবিতা পছন্দ করে।
সেই পাঠকের জন্য আমার ভয় হয়, আমি চাই না তার মস্তিষ্কেও বাসা বাঁধুক এমন লিথাল জীন।


০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

নাহিদ০৯ বলেছেন: আপনাকে নিয়ে তো তাহলে কোন চিন্তা নাই।

কারন আপনার এখনো চিন্তা হয়, ভয় হয়। লিথাল জিন এখনো আপনাকে অতটা কাবু করতে পারেনি তাহলে!!

১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

জাহিদ অনিক বলেছেন:

*জিন

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

নাহিদ০৯ বলেছেন: ব্লগে নির্দিষ্ট একটা টাইম মধ্যে মন্তব্য এডিট করার অপশন যোগ করা উচিত!

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

চাঙ্কু বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.