নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামের অভাবে ৫ দিন ধরে পোস্ট ঝুলায় রাখসিলাম, আজকে শিরোনাম ছাড়াই দিয়ে দিলাম

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

কথা গুলো বলা কতটা যুক্তি সঙ্গত আমি জানি না, কিন্তু এটা নিয়ে এতটাই ডিপ্রেসড্ যে না বলেও পারলাম না। নামধাম উল্লেখ করবো না, আর বললেও লাভ নেই কেননা যাদের নিয়ে বলছি তারা খুবই সাধারন মানুষ।তারা কোনো ব্লগার না, কোনো নাস্তিক কিনা তাও জানিনা, কোনো সেলিব্রেটি না, কোনো রাজনৈতিক দলেরও না।



একদিন দেখি সে গান গাচ্ছে,,,,,,,,,,,,, আমার ** বাংলা, আমি তোমায় ** ( * এর জায়গায় যে শব্দ গুলো ব্যবহার করা হয়েছে সেটা আমি এখানে বলতে পারছি না দুঃখিত) আমি শুনে অবাক !!!! এ আমি কি শুনছি !! আমি নিজেকে বিশাল দেশ প্রেমিক বলি তা নয় কিন্তু নূন্যতম শ্রদ্ধা তো রাখা উচিত। আমি তাকে বললাম, ছিঃ এসব কি বলছ তুমি? জাতীয় সংগীতের অবমাননা করা ঠিক না। সে তাচ্ছিল্য ভরে বললো.......... আরে হুরররর.......... জাতীয় সংগীত (ব্যাঙ্গাত্মক উচ্চারন).......... অতঃপর আবার সেইম গান......... !!! সাথে আরো কিছু স্ল্যাং।





কিছুদিন আগে ফেইসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম। চ্যানেল আই তে গানের রিয়েলিটি শো তে ৩ জন সেলিব্রেটি (আনফরচুনেটলি নাম মনে নাই) দের মাঝে একজন ১৯৭১ এ রাজাকাররা তার পরিবারের উপর কিরকম অত্যাচার করেছিলো তার বর্ননা দিয়েছিলেন। আমি যখন এটা টিভি তে তখনই কেঁদে দিয়েছিলাম। সেদিন ফেইসবুকে দেখে আবারও কেঁদেছি। ঐ পোস্টে একজনের খুব জঘন্য একটা কমেন্ট দেখেছিলাম যেটা আমি এখানে বলতে পারছি না। এত খাটি বাংলা কথা বলা আমার পক্ষে সম্ভব না।





খুব কাছের একজন মানুষ, দেশ নিয়ে অনেক আজেবাজে কথা বলছেন দেখে সহ্য করতে পারলাম না। বললাম, তুমি তো অমানুষ,নিমকহারাম, যেখানে থাকো খাও তাকেই অসম্মান করো। তার উত্তর ছিলো, হাহ...... এই ** এর দেশ থেকে যেতে পারলে বাঁচি ( উল্লেখ্য তিনি দেশের বাইরে যাবার ধান্দা করছেন আজ ৫ বছর) এ কথা শুনে আমি বললাম এই জন্যই তুমি বাইরে যেতে পারছো না। এখন এ কথা বলছো, অন্য দেশে গেলে বুঝবা ঠ্যালা কাকে বলে। এটা শুনে সে বললো, একবার এই ** থেকে বের হতে পারলে জীবনে আর আসবো না। মনে মনে বললাম, হুম দেশ কলঙ্ক মুক্ত হবে।





বেশ কিছুদিন ধরেই শহীদ রুমীর নাম মুখে মুখে শোনা যাচ্ছে। সেদিন ফেইসবুকে এ বিষয়ক খবর পড়ছি এমন সময় একজনের সাথে কথা হলো।সে আস্ক করলো আমি কি করছি? আমি উত্তর দিলাম। শুনে সে বললো, যত্তসব ভন্ডামি। এটা শুনে আমি বললাম, তোমার তো এ বিষয়ে কথা বলবার অধিকার নেই। তুমি কতটুকু জানো? তুমি জানো রুমী কে ছিলেন? তুমি জানো আজাদের কথা? আজাদের মায়ের কথা? তুমি জীবনে কর্ণেল খালেদ মোশারফের নাম শুনছো? সে খুব বাজে মুখভঙ্গি করে আমাকে বললো এইসব ফালতু মানুষদের কথা জানার কোনো ইচ্ছা নেই আমার এবং সময়ও নেই। আমি জানিনা কেনো কিন্তু আমি কেঁদে দিয়েছিলাম।





যাদের কথা বললাম এরা সবাই আম জনতা যাকে বলে ম্যাঙ্গোপীপল। আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক নেতারা করাপটেড। এ দেশের মিডিয়া ও করাপটেড। ভাবতাম আমার মতন সাধারন মানুষদের মনে হয়তো এখনো দেশের জন্য শ্রদ্ধা আছে,ভালোবাসা আছে।হয়তো এদের কারনে হলেও ১০০ বছর পর বাংলাদেশ টা অন্যরকম হবে।হয়তো শক্তিশালী কোনো দেশ না কিন্তু শান্তির দেশ হবে।



আমি মেয়েটা খুবই অপটিমিস্টিক।বাংলাদেশের যখন ১ বলে ৭ রান লাগে আমি তখনো আশা রাখি যে একটা নো বল হবে এবং পরের বলে ছক্কা........ কিন্তু এখন খুব হতাশ হয়ে যাচ্ছি। আমি রাজনীতি বুঝি না। ইনফ্যাক্ট আমাদের রাজনীতি নিয়ে আমার কোনো আইডিয়া নেই। লজ্জ্বাজনক সত্যি কথা বলি, জিল্লুর রহমান মারা যাবার পর আমি তাকে দেখেছি,এর আগে তাকে আমি চিনতাম না। আমাদের সবার আলাদা নাম পরিচয় থাকতে পারে, আলাদা ইনটারেস্ট থাকতে পারে, পয়েন্ট অফ ভিউ থাকতে পারে কিন্তু একটা ব্যাপার তো সবার জন্য কমন................ বাংলাদেশ এর জন্য কি কিছুই করার নেই??১৯৭১ এ এই নাম ধারন করবার পর থেকে কি পেয়েছে আমাদের কাছ থেকে ? এভাবেই কি চলবে? যদি তাই হয় তবে আমি আমার ভবিষ্যত প্রজন্মকে এখানে আসতে দিতে চাই না।

মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক মাঝে মাঝে তাহলে ইমোশনাল হওয়া ভালো। :)
তোমার লেখা ভালো লেগেছে। লেখার মধ্যকার ম্যাসেজটাও ভালো লেগেছে।
আসলে এই দেশে অনেক মানুষের দেশপ্রেম একটা ভন্ডামী।

আমার প্রিয় দেশ এই সব ভন্ডদের থেকে মুক্তি পাক। আমি এই কামনাই করি।

অনেক শুভকামনা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

এ্যাপোলো৯০ বলেছেন: মাঝে মাঝে না ভাইয়া আমি সবসময়ই খুব ইমোশোনাল। ছোটো থাকতে একবার আমার আব্বু আমাকে একটু বিরক্ত হয়ে বলেছিলেন, এই মেয়ে এত সেন্টি মেন্টাল কেনো। সাথে সাথে আমি কান্না শুরু করে দেই। আমার কান্না দেখে আব্বু হাসতে হাসতে বলেন, বলে সারতে পারলাম না, উদাহরন দেখায় দিলো।


লেখা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ম্যাসেজটা কতটুকু দিতে পেরেছি জানিনা।

আমিও কামনা করি ভন্ড দেশপ্রেমিক হাত থেকে দেশটা রক্ষা পাবে।

ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপা অনেক দিন পরে আপনার পোষ্টে আসলাম । এবং খুব ভাল লাগার মত একটা লেখা দেখতে পেলাম । ভাল লাগা জানবেন

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

এ্যাপোলো৯০ বলেছেন: হুমম অনকেদিন পর এসেছো তুমি। কেমন আছো?

অনেক ধন্যবাদ তোমাকে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

সাউন্ডবক্স বলেছেন: অভ্যস্ত হয়ে গেছি।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: প্লীজ অভ্যস্ত হইয়েন না। দেশের ৩০ % দুর্নীতিবাজ, ৫০ % ভন্ড, ১৫ % অন্য দেশে যাবার ধান্দায় থাকে, বাকী যে ৫ % আছে তারা দেশকে ভালোবাসে, দেশের ভালো কিছু চায় কিন্তু যদি আমার মত হতাশ কিংবা আপনার মত অভ্যস্ত হয়ে যায় তাহলে কিভাবে হবে?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: এই দেশ নেতাদের জন্য নষ্ট হয়নাই, শিল্পপতিদের জন্য নষ্ট হয়নাই, শ্রমিক মজুর কৃষকের জন্য নষ্ট হয়নাই। এই দেশ নষ্ট হওয়ার পিছনে এক ও একমাত্র দায়ী এই দেশের মিডল ক্লাস সোসাইটি। এই দেশের মিডল ক্লাস সোসাইটি অলমোষ্ট অল প্রচন্ড লোভী এবং সার্থপর। কিন্তু হাটে মাঠে ঘাটে নীতিকথা এরাই বেশী বলে এবং সারাদিন সুযোগ খোঁজে কোথায় একটা সিস্টেম করা যায়। ঘুষ দুর্নীতি কালচার ধ্বংস এর সবকিছুর পথিকৃৎ হচ্ছে এই মিডলক্লাসরা। সেই মিডলক্লাস সমাজের কিছু ছেলেপিলের মুখে এমন ভাষা শোনাটাই স্বাভাবিক।

এই দেশের মাটিতে বড় রকম আশির্বাদ আছে নইলে এই পরিস্থিতির ভিতরেও কিছু উঠতি পোলাইপান সত্যিকার ভাবেই সব কিছু উর্ধে মাটি দেশকে ভালোবাসে। এই ভালোবাসা নিখাদ।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

এ্যাপোলো৯০ বলেছেন: এই দেশের মিডল ক্লাস সোসাইটি অলমোষ্ট অল প্রচন্ড লোভী এবং সার্থপর। কিন্তু হাটে মাঠে ঘাটে নীতিকথা এরাই বেশী বলে এবং সারাদিন সুযোগ খোঁজে কোথায় একটা সিস্টেম করা যায়।


এই দেশের মাটিতে বড় রকম আশির্বাদ আছে নইলে এই পরিস্থিতির ভিতরেও কিছু উঠতি পোলাইপান সত্যিকার ভাবেই সব কিছু উর্ধে মাটি দেশকে ভালোবাসে। এই ভালোবাসা নিখাদ।



পুরোপুরি সহমত

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: আছে এমন কিছু মানুষ, সরি কিছুনা এদের ভাগটাই বেশী। ঐ সকল শিক্ষিতো মূর্খ গুলা এদেশের আবর্জনা, আর আবর্জনায় দেশ ভড়ে গেছে আপু।


দোয়া করি একটা সুনামি এসে এসব আবর্জনা ধুয়ে দিয়ে যাক।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

এ্যাপোলো৯০ বলেছেন: আমি ও দোয়া করি।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

বাংলার হাসান বলেছেন: আপনার লেখাটা পড়ে খুব ভাল লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ।আসলে ভালো লাগানোর জন্য লিখিনি, যেটা বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পারলেই অনেক হবে আমার জন্য।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

স্বপনবাজ বলেছেন: অনেক ভারী লিখা ! মেসেজ টা পরিস্কার !
দেশকে দিলেই তো দেশ দিবে !
দেশ প্রেম ঈমানের অঙ্গ !

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

এ্যাপোলো৯০ বলেছেন: ভারী লেখা !!! আমি লাস্টে কিন্তু বলেইছি যে আমি ভারী লেখা খুব ভয় পাই।

যাক মেসেজটা পরিস্কার শুনে ভালো লাগলো :)

ঈমানের কথা কয়জন চিন্তা করে বলো? এই কথা চিন্তা কারে কাজ করলে এত সমস্যা হবার কথা না। প্রেম না দেখাক কিন্তু নূন্যতম শ্রদ্ধা রাখা উচিত সবার।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
বাংলা কাদের চক্ষুশূল,
জানি ভালই জানি!
তলিয়ে দেখলে দেখা যাবে, রাজাকারের রক্ত,
মুক্তিযোদ্ধার কাছে হয়ত হয়েছিল হয়রানি!



জলস্বপ্ন, রিকুয়েস্টটা... :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

এ্যাপোলো৯০ বলেছেন: ভালো বলেছো।



লিও, আমি তো এখোনো কোনো রিকুয়েস্ট পাইনি :P :-P :P

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

রিমন রনবীর বলেছেন: আমার চারদিকে অগনিত মানুষ দেখি যারা নিজের দেশকে সম্মান করতে জানেনা,নিজের ভাষ কিংবা জাতীয় পতাকার প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ তাদের নেই। মাঝে মধ্যে মনে হয় মাথাটা আলাদা করে দিই।
এসব নপুংসক সন্তান আছে বলেই বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্থ, এত গরীব।
তবুও আশা রাখি। কোনদিন এদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হবে।
রাজনীতিবিদদের দুর্নীতির জন্য তারা দেশকে দায়ী করবে না।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

এ্যাপোলো৯০ বলেছেন: আশা রাখি কোনদিন এদেশের মানুষের ভন্ড মানসিকতার পরিবর্তন হবে।

আমি চাই না যারা চেতনায় বাংলাদেশ ধারন করে আছে তাদের মানষিকতার পরিবর্তন হোক।

ধন্যবাদ।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২

কাজী মামুনহোসেন বলেছেন: রিমন রনবীর বলেছেন: আমার চারদিকে অগনিত মানুষ দেখি যারা নিজের দেশকে সম্মান করতে জানেনা,নিজের ভাষ কিংবা জাতীয় পতাকার প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ তাদের নেই। মাঝে মধ্যে মনে হয় মাথাটা আলাদা করে দিই।
এসব নপুংসক সন্তান আছে বলেই বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্থ, এত গরীব।
তবুও আশা রাখি। কোনদিন এদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হবে।
রাজনীতিবিদদের দুর্নীতির জন্য তারা দেশকে দায়ী করবে না।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

এ্যাপোলো৯০ বলেছেন: আশা রাখি কোনদিন এদেশের মানুষের ভন্ড মানসিকতার পরিবর্তন হবে।

আমি চাই না যারা চেতনায় বাংলাদেশ ধারন করে আছে তাদের মানষিকতার পরিবর্তন হোক।

ধন্যবাদ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
হিপোক্রেসি থেকে মুক্তি চাই।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

এ্যাপোলো৯০ বলেছেন: হিপোক্রেসি থেকে মুক্তি চাই।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি খুবই ফালতু টাইপ ব্লগিং করি সেটা যারা নিয়মিত আমার ব্লগে আসেন তারা জানেন,


বাহ ইদানিং সত্যকথা বলার মতো সৎ সাহস কয়জনের আছে ! ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

এ্যাপোলো৯০ বলেছেন: আমি আল্লাহ এর রহমতে ঠেকায় না পড়লে মিথ্যা বলিনা।

আর ইন কম্পারিজন ফালতু বলেছি কেননা আমি তোমাদের মত কাব্য উপন্যাস কিংবা রাজনীতি নিয়ে ভারি ভারি ব্লগিং করি না। ইনফ্যাক্ট আমার ভালোও লাগে না। আমার মিথলজি তে আগ্রহ আছে এবং আমার মনে হয় আই আ্যাম কোয়াইট বেটার :)


থ্যাংকু :)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

s r jony বলেছেন: জুতা নাই??? সেই সব মানুষকে জুতাইবা। কোনো কথা নাই

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

এ্যাপোলো৯০ বলেছেন: জুতা আছে কিন্তু এখানে কিছু প্রবলেম আছে যেটা বলতে পারছি না।


এই লেখাটি যেদিন লিখছিলাম বুঝতেই পারছো সেদিন অনেক বেশি ইমোশোনাল ছিলাম। ফেইসবুকে এক ফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে এই ব্যাপার গুলো শেয়ার করছিলাম। আর বলছিলাম যে আমি খুবই চিন্তিত, ভবিষ্যত কি হবে বাংলাদেশের সেটা নিয়ে। নরমালি আমরা চ্যাট করার সমট শর্ট ফর্ম ইয়ুজ করি, তাই বাংলাদেশ না লিখে বিডি লিখেছিলাম, সে এটা দেখে বললো বাংলাদেশ লেখার টাইম পাই না আমি কি চিন্তা করবো ? সে এখানেই থামেনি, এটাকে সে কার্টুন বানিয়ে ফেইসবুকের বিভিন্ন পেইজে দিয়েছে। আমি কমেন্টে দেখাবো ছবি টা।

এ ঘটনা টা বললাম কারন আমার ঐ ফ্রেন্ডকে আমি জানু ডাকি, আমার অনেক ভালো ফ্রেন্ড, ওকে যেমন কিছু বলার নাই আমার তেমনি উপরের ঘটনা গুলোর সাথে যাদের সম্পৃক্ততা আছে ওরাও আমার অনেক বেশি কাছের,সুতরাং ওদেরকেও বলবার কোনো ভাষা নেই আমার।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: desh valo desher manush o valo....tobey kharaper dol metey thakey dhonsho khelay proloy ullashhey..so sad

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

এ্যাপোলো৯০ বলেছেন: ভালো মানুষরা সারাজীবন চিপায়ই পড়ে থাকবে ?

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: মনে হয় ভাল আছি :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

এ্যাপোলো৯০ বলেছেন: আলহামদুলিল্লাহ, এমন দুর্যোগ সময় কেউ ভালো আছে শুনলে ভালো লাগে। ভালো থেকো সবসময়।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

মুদ্‌দাকির বলেছেন: আমিও খুবই অপটিমিস্টিক।বাংলাদেশের যখন ১ বলে ৭ রান লাগে আমি তখনো আশা রাখি যে একটা নো বল হবে এবং পরের বলে ছক্কা........ বা নো বলে ছক্কা!!!! আর আমি এখন হতাশ না!!! তবে যাদের দেশ প্রেম নাই বললেই চলে, তাদের দেশে না থাকাই ভালো!!!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

এ্যাপোলো৯০ বলেছেন: দুঃখ জনক যে ভন্ড দেশপ্রেমিক ই বেশি দেখা যায় :(

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: @ এস আর জনি

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

শিরোনাম লাগবেনা।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

এ্যাপোলো৯০ বলেছেন: কেনো ?
শিরোনাম ছাড়া তো পোস্ট দেওয়া যায় না :(

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আবেগী লেখা....নতুন একটি আবেগী কবিতা লিখেছি ভোরে পড়ার আমন্ত্রণ থাকলো।

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: ok, kal sokale uki marbo tmr blog e :)

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকালএন্ড শুভনববর্ষ।শুভনববর্ষ ১৪২০ পড়ার দাওয়াত

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

এ্যাপোলো৯০ বলেছেন: এখন তো ভার্সিটিতে াছি। বাসায় গিয়ে পড়বো।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

তুতুষার বলেছেন: যেখানেই আন্যা্য় সেখানেই প্রতিবাদ।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

এ্যাপোলো৯০ বলেছেন: kintu keu keu probiad er daam e dey na. tokhn ki korbo bolen ?

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

ইয়ার শরীফ বলেছেন: আমাদের দেশে আমজনতা বা যাদের তেমন কোন রাজনৈতিক পরিচয় নাই তাদের করা অনেক মহৎ কাজ কে জীবনেও উৎসাহ ত দূরে থাক উল্টা ছি ছি করা হয় পারলে, খালেদ মোশারফ, সাফায়াত জামিল, এমনি বর্তমানের মোহাম্মদ আলি যিনি ছিনতাই কারিদের হাত থেকে অচেনা কিছু মহিলাদের সাহায্য করতে গিয়ে প্রান দিলেন প্রথম আলোর লিঙ্ক
তাদের কথা আমরা অবলীলায় ভুলে গেছি,
এইটাই বাস্তব হয়ে গেছে আপু, আমরা বর্বর থেকে আরও বর্বর হয়ে জাচ্ছি।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

এ্যাপোলো৯০ বলেছেন: বাস্তবতা মেনে নিতে কখনো কখনো খারাপ লাগে। মেনে নিতে পারি না।

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:

আমাদের চারপাশের অবস্থা সত্যিই এমনই। ফেবুতে আমাকে এক ইউনিভার্সিটি পড়া মেয়ে জানতে চেয়েছিস কাদের মোল্লা কে? আর কেনই বা তার ফাঁসি চাচ্ছি :D

চমৎকার লিখেছিস +++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: তোমাকে অনেকদিন পর আমার এখানে দেখলাম।


সত্যি কথা বলি কাদের মোল্লার ফাসির রায় দেবার পরেই আমি জানছি তার কথা। কিন্তু জানার পর চুপ থাকতে পারি নাই যেটা অবলীলায় অনেকে করে যাচ্ছে।

২৪| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

অসীম মুহূর্ত বলেছেন: এই প্রথম ব্লগে তোর লিখা পড়লাম। তোকে যেন আজ একটু অন্যভাবে চিনলাম দোস্ত। ভাল লাগল অনেক পড়ে। এসব নিয়ে দুঃখ করিস না। কারন আমার কাছে এ ধরণের মানুষরাই বাংলাদেশে সঙ্খ্যালঘু। এদের কে বাদ দিয়ে আমি স্বপ্ন দেখি।

ভাল থাকিস।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। এখানে সবাইকে আমি চিনিও না, যেহেতু আপনি আমাকে তুই সম্বোধন করলেন তাই জানতে আগ্রহী

২৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

অসীম মুহূর্ত বলেছেন: আমারে চিনার কথাও না। আরে আমি সামী শাকির :প আমার ব্লগে বেড়াইতে আসিস।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

এ্যাপোলো৯০ বলেছেন: হারামী, তোর কাছে লিংক চাইছিলাম। তখনতো খুব ভাব *****

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.