![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
দাফনি ছিল স্বাধীনচেতা এবং প্রেম ও বিয়েকে ঘৃনাকারী এক তরুনী শিকারী। তাকে এ্যাপোলোর প্রথম প্রেমিকা বলে মনে করা হয়। যদিও সে এ্যাপোলর কাছ থেকে পালিয়েই যেতে চেয়েছিল, কেননা দেবতাদের প্রেমাসক্তির কারনে একের পর এক কুমারী মেয়েরা হয় তাদের ঔরসজাত সন্তানকে গোপোনে হত্যা করতো অথবা নিজেই আত্নহত্যা করতো।
দাফনি কোনো মানুষকেও প্রেমিক হিসেবে কামনা করে নি। তার পিতা, ক্লান্ত হয়ে পড়েছিলেন কেননা দাফনি তার স্কল পাণিপ্রার্থীকেই প্রত্যাখ্যান করলো। তার পিতা প্রায়শই আফসোস করে বলতেন "আমি কি কখনো মাতামহ হতে পারবো না?" কিন্তু দাফনি পিতাকে দু বাহুতে জড়িয়ে ধরে মিষ্টি কথায় প্রলুব্ধ করত, তখন পিতা হার মানতেন এবং দাফনি চলে যেত গভীর অরন্যে, নিজের স্বাধীনতায় ঘুরে বেড়াত।
অবশেষে এ্যপোলো একদিন তাকে দেখলেন, তখন দাফনি ছিলো শিকারে ব্যস্ত, তার পোশাক ছিলো হাটু পর্যন্ত সংক্ষিপ্ত, তার বাহু ছিলো নগ্ন, চুল ছিলো এলোমেলো। তবুও তাকে লাগছিলো অপূর্ব সুন্দরী। এ্যাপোলো ভাব্লেন তাকে যদি চমতকার পোশাক পরানো হয় এবং চুল গুলো পরিপাটি করে সাজানো হয় তাহলে না জানি কত সুন্দরই লাগবে।
তিনি দাফনির দিকে এগিয়ে গেলেন কিন্তু দাফনি পালিয়ে গেলো। সে খুব দ্রুত দৌড়াতে পারতো। প্রথম দিকে এ্যাপোলো তার সাথে কুলিয়ে উঠতে পারছিলেন না। কিন্তু শীঘ্রই তিনি দাফনির কাছাকাছি পৌছে গেলেন এবং দাফনিকে থামার অনুরোধ করলেন। তিনি তাকে ভয় পেতে নিষেধ করলেন আর বললেন যে "থামো, তাকিয়ে দেখো আমি কে, আমি নিষ্ঠুর, বিকটদর্শন বা মেষপালক নই। আমি হলাম ডেলফির রাজা এবং আমি তোমাকে ভালোবাসি"
কিন্তু দাফনি পালিয়ে যেতেই থাকলো এমনকি আগের চেয়েও জোরে দৌড়াতে শুরু করলো। কিন্তু এ্যাপোলোও তার পিছু ছাড়ছিলেন না। দাফনি ঘাড়ের উপর অনুভব করলো তার নিঃশ্বাস আর তখনই তার চোখে পড়লো তার পিতার নদী। সে আর্ত্নাদ করে বল্লো, "আমাকে সাহায্য করো। পিতা, আমাকে সাহায্য করো।" এই কথার পরপরই তার উপর নেমে এলো অসাড়তা। যে মাটিতে সে দৌড়াচ্ছিলো সেখানেই তার পা আটকে গেলো। গাছের বাকল তাকে ছেয়ে ফেলতে লাগলো। এবং অতঃপর সে পরিনিত হলো লরেল গাছে।
এ্যাপোলো এই রুপান্তরটি দেখলেন হতাশা ভরে। "ওহে সুন্দরতম কুমারী, তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে, কিন্তু অন্তত তুমি আমার বৃক্ষ তো হতে পারবে। তোমার পাতা দিয়ে আমার বিজয়ী যোদ্ধারা তাদের ঢালের অগ্রভাগ জড়িয়ে নেবে। তুমি আমার সকল সাফল্যের অংশ হবে।"
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংক্স ভাইয়া
২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: পিলাচ দিলাম
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংক্স
৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। এই বিষয়ে আপনার বেশ আগ্রহ আছে। এখন পর্যন্ত যে কয়টি পোষ্ট দিয়েছেন তার অধিকাংশ জুড়েই এই গ্রীক মিথলোজী আছে।
চালিয়ে যান, সাথেই আছি।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০২
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংক্স ভাইয়া।
৪| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
প্রিন্স হেক্টর বলেছেন: প্রথমেই ক্ষমা চাচ্ছি অপ্রাসাঙ্গিক ঘটনা টেনে আনার জন্য।
তুই কি আমাকে ব্লক মারসিছ? কেন? আমার কোন কথায় কি তোর খারাপ লাগছে? আমি কি কখনও খারাপ ব্যবহার করছি?
ব্যাপারটায় খুব খারাপ লাগলো।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭
এ্যাপোলো৯০ বলেছেন: এখানে এই ব্যাপার এ কথা বলার দরকার ছিলো?
তবুও প্রসঙ্গ যখন এনেছিস তখন বলি, হুম, আমি ব্লক করেছি, কারন তোর কিছু কথা আমার ভালো লাগে নাই। এটা নিয়ে এত সিরিয়াস হবার কিছু নাই।
তোর খারাপ লেগেছে তার জন্য সরি, বাট আগে আমার খারাপ লেগেছিলো, তাই তোকে রিটার্ন দিলাম।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
প্রিন্স হেক্টর বলেছেন: তবু বললে ভুল হয়ত শুধরে নিতে পারতাম।
যাই হোক রিসপেক্ট ইওর ডিসিশান। এগেইন স্যরি
৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১
শায়মা বলেছেন: এইটা কি দাফনি গাছ???
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
এ্যাপোলো৯০ বলেছেন: কোনটা আপু?
৭| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ছবি ও কথা ইহুদি ধর্মের তাই না
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
এ্যাপোলো৯০ বলেছেন: জ্বি না, এই টা গ্রীক মিথ।
ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
এ্যাপোলো৯০ বলেছেন: হায় আল্লাহ বর্ষন !!! ধন্যবাদ
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
শায়মা বলেছেন: নিচে যে গাছটার ছবি দিয়েছো।
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
এ্যাপোলো৯০ বলেছেন: দেখে তো তাই মনে হয় আপু !
১০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর গল্প !!!
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকয !!!
১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: কেমন আছো? ফেবুতে আইসো ! আমি আবার আসছি খুব বেশি এক্টিভ না থাকলেও মাঝে মাঝে আসতে সমস্যা নাই। মিস করি !
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
এ্যাপোলো৯০ বলেছেন: আবার এসেছো !!!!!!!! কেনো??? আমি যে অফ করে দিয়েছি ওইদিনই ইনফ্যাক্ট পাসওয়ার্ড ও অন্যজনকে দিয়ে চেঞ্জ করিয়ে ডিএক্টিভেট করেছি, আমি নিজেও পাস জানি না !
তুমি কেমন আছো?
১২| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: আছি মোটামুটি। দেশে আসার আগ পর্যন্ত আছি, একাকীত্ত ।
মিস করি। আশা করি কোন এক সময় সব পরিবর্তণ হবে। টেক কেয়ার।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪০
এ্যাপোলো৯০ বলেছেন: দেশে ব্যাক করো, আশা করি আর একা থাকতে হবে না।
এত কি মিস করো তুমি !! বুঝি না।
আমার জন্য একটু প্রে কইরো। আর তুমিও ভালো থেকো।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
এ্যাপোলো৯০ বলেছেন: বাই দ্যা ওয়ে আমি কিন্তু ফেবু ওপেন করেছিলাম, কিন্তু তুমি দেখি অফ !!!!!!! শিট !!! এমন করলা তুমি !!!!!
১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো আপু আপনার লেখা। আপনি অনেক গুছিয়ে সাবলীল ভাষায় লিখেন। পোস্টে +
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
পুত্তুম পিলাচ দিলাম