নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন যখন লেখক হবার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

লেখক হতে অনেকের মন চাই । কিন্তু সবাই কি লেখক হতে পারে? আবার অনেকে বলে লেখক হতে হলে জন্মগত প্রতিভা লাগে। সত্যি কি তাই? কিন্তু যারা লেখক হতে চায় তাদের জন্য কি কোনো পরামর্শক থাকবে না? প্রত্যেক মানুষে মনে প্রতিভা লুকিয়ে থাকে সেটাকে জাগিয়ে তুলতে হয়। তার জন্য নিজের ইচ্ছা ও চেষ্টা তো থাকতে হবে।

গরুর রচনা যে কেউ লিখতে পারে। কিন্তু গরুর রচনা লিখে তো আর লেখক হওয়া যায় না। বড়জোর ভালো স্টুডেন্ড হওয়া সম্ভব। তাহলে?

তাই আমরা জোর দিয়ে বলতে চাই, হাল ছেড়ো না বন্ধু, কলম চালাও জোড়ে। আমরা আছি কী করতে? আমরা আপনাকে লেখক হওয়ার পরামর্শ তো দিতে পারি। কত মানুষ আছে নিজেকে লেখক পরিচয় দিতে কত কিছুই না করেন। তাহলে কি করতে হবে সেটাই বলছি।

আপনাকে সৃষ্টিশীল হতে হবে। বাস্তবের সঙ্গে কল্পনার রং মিলিয়ে এক সৃজনশীল বিশ্বের নির্মাণ করুন লেখা দিয়ে। কলমের আঁচড়ে পাঠকদের ভাবনাচিন্তার পরিসরের বিস্তার ঘটিয়ে দেখিয়ে দিন। প্রমাণ করুন আপনি লেখক হিসেবে কম পারেন না।

লিখতে বসে লিখতে পারছেন না? তাহলে শুনুন, মস্ত করে লিখুন। কনটেম্পোরারি কোনও বিষয় বেছে নিন। এখন তো টপিকের অভাব নেই। সেগুলোর মধ্যেই কোনওটাকে প্লট করে নিন। চারপাশের জগতের প্রতি নজর রাখুন। কোথায় কী ঘটছে ভালো করে জানুন, বুঝুন। ভাবুন, আরও ভাবুন। মোটকথা লেখকের সম্বল ভাবনা। ভাবা প্র্যাকটিস করুন। এমন হতেই পারে একটি ঘটনা অন্যের চোখে সাধারণ লাগছে। কিন্তু আপনার লেখক মনে সেটাই চরম ভাবে দাগ কেটে গেল। মনে এমন কোনও ভাবনার উদয় হল যেটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। এ সব নিয়েই কিন্তু আপনি দারুণ কিছু লিখে ফেলতে পারেন। তাই নিজের কাছে সব সময় কলম আর নোটবুক রেডি রাখবেন। কিছু মনে হলেই চট করে টুকে রাখুন। পরে ভেবে বিস্তারিত লিখুন।

আর যদি পিরিয়ডিক কোনো লেখায় হাত দেয়ার ইচ্ছে থাকে, তাহলে সেই সময়টা সম্পর্কে ভালো মতো পড়াশুনা করে নিন। এসব লেখায় তৎকালীন বাস্তব থেকে সরে গেলেই মুশকিল।

আরও একটা বিষয় মারাত্মক জরুরি। সেটা হল আপনার টার্গেট রিডার কারা। আপনি কাদের জন্য লিখছেন। সেটা স্থির করে ফেলতে পারলে অনেকটা লেখায় সুবিধে হবে। পাঠকের মন ও বয়স বুঝে লেখা শুরু করুন। যেমন ধরুন, আপনার পাঠক কোনোও শিশু। সে ক্ষেত্রে শব্দ চয়ন, ভাষার প্রতি খুব যত্নশীল হতে হবে। ছোটদের জন্য লেখা হবে সহজ। ভাষা হবে সাবলীল। শব্দ চয়ন হবে সুন্দর ও সরল। খুদে পাঠকের জন্য রূপকথা, গোয়েন্দাকাহিনী, ভূতের গল্প, কল্পবিজ্ঞান বা কোনও মানবিক লেখা সবচেয়ে ভালো প্লট হতে পারে। বড়রাও সেসব লেখা উপভোগ করেন। বড়দের বিষয় বাছতে গেলে সেদিকেও সমান সতর্ক থাকতে হবে। সে সব লেখার জন্য ম্যাচিওরিটির প্রয়োজন।

সাহিত্য রচনা করতে চাইলে গল্পের চরিত্র নির্মাণ, প্রেক্ষাপটের দিকে প্রখর ভাবে নজর দিন। গল্পের প্রোট্যাগনিস্ট বা মূল চরিত্র নির্মাণের কৌশলটা আয়ত্বে আনুন। তার ভাষা, আদব কায়দা, ব্যক্তিত্ব যাতে অমরত্ব পায়, সেটাই হবে আপনার লক্ষ্য। যেমন, আমাদের ফেলুদা, ব্যোমকেশ, নীললোহিত, চারুলতা, মাধবীলতা, হারবার্ট। তেমনই কোনও চরিত্রের জন্ম দিন যে নিজের সঙ্গে আপনাকেও অমর করে তুলবে।

সাহিত্যিক হওয়ার আরও একটা গুণ ব্যাকরণের ওপর দখল। তাই ছোট থেকে বই পড়ার অভ্যাস করুন। সেই সঙ্গে নিয়মিত লেখালেখি। যা মনে আসল, লিখে ফেলুন। এই প্র্যাকটিস আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

আরও কিছু ট্যাকটিস মেনে চলতে হবে। প্লট সাজাতে হবে ভেবে চিন্তে। কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে সেটার প্যারিটি বজায় রাখতে চ্যাপ্টার ভাগ করে নিন। গল্পের কোথায় মোচড়, কোথায় ক্লাইম্যাক্স, কোথায় ড্রামা, কোথায় প্রেম, কোথায় মৃত্যু সমস্ত কিছু খুঁটিয়ে বিচার করুন আগে থেকে। এতেই লেখার কাজ অনেকটা সহজ হবে।

লেখা হয়ে গেলে আপনার প্রিয়জন বা যারা লেখা পড়েন তাদের পড়তে দিন। পরামর্শ আপনাকে নতুন উদ্যোগে লিখতে অনুপ্রাণিত করবে। আপনাকে অনুপ্রেরণা দেয়ার মতো একজনকে টার্গেট করুন। দেখবেন হরহর করে লেখা বের হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? বসে পড়ুন। আর দেখিয়ে দিন বিশ্বকে যে আপনিও লেখক হতে পারেন। আপনার লেখা পড়ে মানুষ মানবিক হয়ে ওঠে বা আবেগে আপ্লূত হয়ে যেতে পারে।

সব শেষ উক্তি হলো-পারিপার্শিক পরিবেশ দেখুন, পড়ুন, ভাবুন এবং সর্বশেষ তা লেখায় রূপ দেন। দেখবেন আপনার ঘুমন্ত লেখক সত্ত্বা জেগে উঠেছে। ঘোষণা করছে আপনার প্রতিভার জয়গান।

নুরুল আমিন খোকন| গণমাধ্যমকর্মী

[email protected]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.