নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু চলে যাবে নস্টদের হাতে

হতেও পারে

কল্পবিলাসী স্বপ্ন

আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা

কল্পবিলাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের ঘৃণিত বিশ্বাসঘাতকদের কথা (১ম পর্ব)

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৬

সৃস্টির সেরা জীব হয়েও মানুষের মধ্যে অনেক ঘৃণিত অভ্যাস রয়েছে যার অন্যতম হলো “বিশ্বাসঘাতকতা” । এই পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু বিশ্বাসঘাতক আপনি অবশ্যই খুঁজে পাবেন । তবে এই পৃথিবীতে এমন কিছু বিশ্বাসঘাতক জন্মেছিলো , যাদের বিশ্বাসঘাতকতার জন্য সেই রাষ্ট্র বা জাতিকে অনেক চড়া মূল্য দিতে হয়েছিলো , আজ সেইরকম কিছু বিশ্বাসঘাতকের কথা বলবো





ব্রুটাসঃ





প্রাচীন রোমে একসময় আংশিক গনতন্ত্র প্রচলিত ছিলো , সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত ছিলোনা । যাবতীয় প্রশাসনিক ক্ষমতা , আর্থিক ব্যবস্থা পৃথকভাবে চলতো । কিন্তু সেইসময় জুলিয়াস সিজার একজন একনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান , অর্থাৎ যাবতীয় ক্ষমতা তার হাতের মুঠোয় নিয়ে আসাই ছিলো তার ইচ্ছা , এই ঘটনায় সিনেটররা ক্ষুব্ধ হন এবং তারা যেকোনো মূল্যে এই ব্যবস্থা ঠেকানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন । তখন সিনেটররা সিজারকে হত্যা করার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার মূল হোতা ছিলো ব্রুটাস । সিজার আর ব্রুটাসের সম্পর্কে বন্ধুর মত ছিলো ,এমনকি ক্ষমতা কেন্দ্রীভূত করার পরিকল্পনায় ব্রুটাস সিজারকে সমর্থনও দিয়েছিলো। শেষ পর্যন্ত সেই ব্রুটাসের নেতৃত্বে অন্যান্য সিনেটরেরা , রাজদরবারে সিজারকে একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে । হত্যাকাণ্ডের সময় ব্রুটাস নিজে মুখ ঢেকে আসে , সিজার যখন একের পর এক ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢোলে পরতে থাকেন , তখন ব্রুটাসের মুখের পর্দা সরে যায় ,এবং সিজার তাকে দেখতে পায় এবং বলে “Et tu, Brute?” অর্থাৎ ব্রুটাস তুমিও!!!!!



রবার্ট হ্যানসেন





আমেরিকায় জন্ম , একজন পুলিশ অফিসার হিসেবে নিজের কর্ম জীবন শুরু করেন , ১৯৭৬ সালে FBI তে যোগ দেন । কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ যেমনঃ নেটওয়ার্ক ইনট্রুডার , ওয়ার ট্যাপিং ইত্যাদি কাজে অনেক দক্ষ ছিলেন । ১৯৮৩ সালে কাউন্টার ইন্টিলিজেন্সীর অংশ হিসেবে একটা দলের সাথে তাকে সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) পাঠানো হয় । সেখানে সে টাকার বিনিময়ে মার্কিন ডবল এজেন্টদের নাম সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ন তথ্য কেজিবির এক এজেন্টের কাছে বিক্রি করতে থাকে।পরবর্তীতে সে ধরা পরে , এবং বর্তমানে সে আজীবন দন্ড প্রাপ্ত একজন আসামী হিসেবে জেলে আছেন।





জন ড্যাস





১৯৪২ সালে আমেরিকার অর্থনীতিতে ধ্বস নামানোর জন্য , জার্মানরা এক নতুন কৌশল অবলম্বন করে । জার্মানদের উদ্দেশ্য ছিলো আমেরিকার বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়া , এই জন্য তারা আটজন ইংরেজী ভাষা জানা জার্মানকে আমেরিকায় পাঠায় । প্রথম দিকে জার্মানদের এই মিশন খুব ভালো ভাবেই চলছিলো , পরবর্তীতে জন ড্যাস অর্থলোভী সরাসরি জার্মানদের এই পরিকল্পনা FBI এর কাছে ফাঁস করে দেয় পরবর্তীতে ঐ মিশনের সাথে সংশ্লিষ্ট সকলকে মার্কিনীরা আটক করে ।





বেনেডিক্ট আর্নল্ড





আমেরিকান রেভুলশনারী ওয়্যার ,যেটা পৃথিবীর অন্যতম সফল বিপ্লব হিসেবে পরিচিত ,যার ফলাফল আজকের সুপার পাওয়ার আমেরিকা । আমেরিকান সিভিল ওয়্যারের অন্যতম সফল জেনারেল ছিলেন বেনিডিক্ট আর্নল্ড , অনেক বীরত্বপূর্ন কাজের জন্য তার অনেক সুনাম ছিলো , কিন্তু পরবর্তীতে সেও ব্রিটিশদের টাকার কাছে হার মানে এবং টাকার বিনিময়ে ব্রিটিশদের সাথে যোগ দেয় এবং পরবর্তীতে ইংল্যান্ডে চলে যায় , যদিও যুদ্ধের পরে ব্রিটিশরাও তাকে ছুড়ে ফেলে দেয় । তিনি অনেক কস্টে এবং জরাজীর্ণ অবস্থায় কানাডায় মৃত্যুবরণ করেন।



Vidkun Quisling





একজন নরোয়েজিয়ান আর্মী অফিসার এবং রাজনীতিবিদ । জার্মানদের নরওয়ে দখলের জন্য যাবতীয় সামরিক তথ্য হিটলারের কাছে পাচার করেন , অনেক ইহুদীদের অবস্থান নাৎসিদের হাতে তুলে দেন । পুরস্কার হিসেবে হিটলার তাকে দখলকৃত নরওয়ের প্রধানমন্ত্রী বানান । ১৯৪৫ সালে জার্মানদের আত্মসমর্পণের পরে নরওয়ের জনগণ তাকে বিচারের সম্মুখীন করে এবং তার ফাঁসি হয়।



আলফ্রেড রেড





ইতিহাসের অন্যতম বিখ্যাত বিশ্বাসঘাতক ,যার বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হয়েছিলো অস্ট্রিয়ার ৫ লক্ষ্য মানুষের জীবন দিয়ে । আলফ্রেড ছিলেন অস্ট্রিয়ার কাউন্টার ইন্টিলেজেন্সীর প্রধান , কর্মক্ষেত্রে তার অনেক সুনাম ছিলো । কিন্তু কেউ জানতোনা সে গোপনে রাশিয়ার হয়েও কাজ করছিলো , সে মূলত ছিলো একজন ডবল এজেন্ট ,১৯০৩ থেকে ১৯১৩ পর্যন্ত সে একজন ডবল এজেন্টের কাজ করেছিলো ।১ম বিশ্বযুদ্ধের সময় সে অস্ট্রিয়ার ,সাইবেরিয়া আক্রমণের পরিকল্পনা রাশিয়ানদের হাতে তুলে দিয়েছিলো , যার ফলে অস্ট্রিয়ানদের সেখানে চরম মূল্য দিতে হয় একই সাথে রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে ভুল তথ্য দিয়ে অস্ট্রিয়ান সেনাবাহিনীকে বিভ্রান্ত করে , এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে রাশিয়ায় নিয়োজিত অস্ট্রিয়ান এজেন্টদের নাম সে রাশিয়ানদের কাছে বিক্রি করে দেয় । যখন তার এই বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ হয়ে যায় তখন সে নিজে আত্মহত্যা করে।





২য় পর্ব

মন্তব্য ১০৮ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫

মাক্স বলেছেন: দেশী কারোর নাম না পাইয়া হতাশ হৈলাম।+++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পরবর্তী পর্বে পেতে পারেন।

ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: জন ড্যাস ভাল কাজ করছে :)

তাদের কারোরি শেষ পরিনতি দেখি ভাল হয়নি !

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বিশ্বাসঘাতকদের পরিনতি কখনোই ভালো হয়না ।

ধন্যবাদ

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০

sumon3d বলেছেন:

গোলাম আযমের নাম লিষ্টিতে কত নম্বরে আছে ব্রো???

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার দৃস্টিতে ২য় ,প্রথম মীরজাফর ।

ধন্যবাদ

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

আধারের কবি বলেছেন: দেশী কারোর নাম না পাইয়া হতাশ হৈলাম।+++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: লেখাটা এখনো শেষ হয়নি , পরের পর্বে পেতেও পারেন

ধন্যবাদ

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক কিছু জানলাম ভাল লাগল+++++
প্রিয়তে.....।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৩

তুষার আহাসান বলেছেন: ৪ নং ভাললাগা সহ প্রি য় তে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৫

রেজোওয়ানা বলেছেন: শয়তানী এবং বিশ্বাসভঙ্গের দিক থেকে কিন্তু মীরজাফরের চাইতে মীরন বেশি ছিল, কিন্তু এর নামটা কেমন করে যেন চাপা পড়ে গেলো!
সিরাঝউদ্দৌলাকে হত্যার প্ল্যানটা ছিল মীরনের, এর ঘসেটিরেও তো পানিতে ডুবিয়ে মারলো!

আপনার পোস্ট গুলো এমন চমকপ্রদ হয়!
খুব ভাল লাগে....

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলেই আপনি ঠিক বলেছেন মীরজাফরের নামটা যেরকম উচ্চারিত হয় মীরনের নামটা সেভাবে উচ্চারিত হয় না।

আপনার মন্তব্যও আমাকে সবসময় উৎসাহ যোগায়

ধন্যবাদ

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০২

ইক্লিপ্স বলেছেন: ভালো লাগল। জ্ঞান বাড়ল।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাদের ভালো লাগলেই ,আমার কস্ট স্বার্থক হবে

ধন্যবাদ

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৬

নাফিজ মুনতাসির বলেছেন: দারুণ পোষ্ট..........আরেকটা ইন্টারেস্টিং সিরিজ চালু করলেন.........নেক্সট পর্বের ২/১টা নাম মনে হয় অনুমান করতে পারছি ;)

পোষ্টে++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বেশ কিছু কমন বিশ্বাসঘাতক আছে , তাদের নামতো থাকবেই :D

অনেক ধন্যবাদ

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮

কাউসার রুশো বলেছেন: সাম্রগ্রিক দিক চিন্তা করলে জন ড্যাসকে ঠিক বিশ্বাসঘাতক বলা উচিত হবেনা।

চমৎকার পোস্ট
+++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার মতে দেশের স্বার্থ রক্ষার জন্য যদি খুন , চুরী যত খারাপ কাজই করা হোক না কেনো ,সেটা কোন অপরাধের মধ্যে পরে না ।

অনেক ধন্যবাদ

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

তামিম ইবনে আমান বলেছেন: মোট কতজন?

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সর্বমোট ১৭ জনের একটা তালিকা করেছিলাম , এর মধ্য থেকে ১৩ জনকে বাছাই করছি ।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১

দূর্যোধন বলেছেন: বরাবরের মতই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পোস্ট!

জন ড্যাসের জাল টালা বুঝিনি।কি বিষয়?
ধারনা করছি পরবর্তী পর্বে বেশ চমক থাকবে। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: টাইপো ঠিক করে দিছি ।

অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য , আমি চেস্টা করবো সামনের পর্বে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

অ তে আজগর বলেছেন: +++ নেন ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনিও ধইন্যা নেন :)

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

আমি তুমি আমরা বলেছেন: মীর জাফর কই??

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এটা প্রথম পর্ব, পরবর্তী পর্বে চোখ রাখুন

ধন্যবাদ

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯

রাফাত নুর বলেছেন: ভাই দেশি অনেক গুনি ব্যাক্তি থাকতে আপ্নে বিদেশি লোকগুলার ফডু দিলেন ? :(

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দেশী গুনী ব্যাক্তিরাও থাকবে

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ইন্টারেস্টিং সিরিজ। প্লাস !!!

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল পোস্ট

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪২

মামুন হতভাগা বলেছেন: ভাল লাগল++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু :D

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫

নগত টাকা বলেছেন: চলবে...চালায়ে যান ভাই ..আমরা বিশ্বাসঘাতকতা করুম (পড়ুম না ) :-P :-P :-P :-P
লেখা ভালো হইছে ...ধন্যবাদ

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ,আশা করি সাথে থাকবেন

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

ভিয়েনাস বলেছেন: বিশ্বাসঘাতকদের পরিনতি কখনই ভালো হয়না তবে আপনার পোস্ট অনেক ভালো লাগলো।দেশিগুলি নিয়ে একটা পোস্ট দিন।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমাদের দেশের প্রায় সব রাজনীতিবিদরাই প্রতিনিয়ত আমাদের সাথা বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে , তাদের নিয়ে লেখা শুরু করলে শেষ করা যাবে না , তবে এদের মধ্যে যার নিকৃস্টতম তাদেরকে পরবর্তী পর্বে নিয়ে আসার ইচ্ছা আছে ।

ধন্যবাদ

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ব্রুটাস আর জন ড্যাশ ছাড়া কাউরে চিনতাম না। জন ড্যাশের কাহিনী নিয়া সম্ভবত সিনেমাও হৈসে The Counterfeiters

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সিনেমাটার কথা জানতাম না , দেখার ইচ্ছা আছে। তবে আমি নিশ্চিত ঐ সিনেমাতে জন ড্যাসকে বিশ্বাসঘাতক নয় দেশপ্রেমিক হিসেবেই দেখানো হবে ।

ধন্যবাদ হামা ভাই

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৬

ইসপাত কঠিন বলেছেন: চমৎকার এবং ব্যাতিক্রমধর্মী পোস্ট। আইডিয়াটাও চমৎকার।

তবে একটু সংশোধন করতে হবে। বেনেডিক্ট আর্নল্ড কিন্তু আমেরিকান রেভুলশনারী ওয়ারের চরিত্র যে যুদ্ধ হয়েছিলো ব্রিটিশদের বিরুদ্ধে, আমেরিকানদের স্বাধীনতার জন্য ১৭৭৫-১৭৮৩ সালে। আর সিভিল ওয়ার হয়েছিলো স্টেটগুলোর মধ্যে ১৮৬১ থেকে ১৮৬৫ সালে।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ,আমি পোস্ট এডিট করে দিয়েছি ।

থ্যাঙ্কস এগেইন

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার আরেকটি পোস্ট।দিনে দিনে আপনার সিরিজগুলোর ভক্ত হয়ে উঠছি।পরবর্তি পোস্টের অপেক্ষায় রইলাম।আশা করি বেশি অপেক্ষা করতে হবেনা ;)

পোস্টে ভালোলাগা ও শুভাকামনা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি চেস্টা করবো ,খুব তাড়াতাড়ি দিয়ে দেয়ার জন্য

অনেক ধন্যবাদ :D

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০

রুদ্রাক্ষী বলেছেন: খুব ভালো লাগলো পড়ে বিশ্বাস ঘাতকের দল কে শোকেসে তুলে নিলাম সেই সাথে ভালো লাগা দিয়ে গেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার স্বার্থকতা

ভালো থাকুন সতত

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬

জেমস বন্ড বলেছেন: অসাম ++


:) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: the counterfeiters জন ড্যাশকে নিয়ে তৈরি না। তবে কাহিনী সত্য ঘটনা নিয়ে তৈরি। ভালই বলা চলে। পুরা সত্য ঘটনা নিয়ে তৈরি তো এই কারণে শেষে সাস্পেন্স নাই।

হামা ভাই এর কমেন্টে আপনি যে রিপ্লাই দিয়েছেন তা পড়ে একটা কথা মনে পড়ে গেল।

সেটা হল, আপনি Vidkun Quisling কে নিয়ে লিখসেন। আজ সে ইতিহাসের চোখে বিশ্বাসঘাতক। এই বিষয়ে কোন সন্দেহ নাই।

তবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক অনেক জার্মান, হিটলারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক কর্মকান্ডে জড়িত ছিল। এই কারণে আজ তারা হিরো। অথচ তারা ষড়যন্ত্র না করলে বোধহয় আজ জার্মানরা জিতে যেতে পারত।

আর জার্মানরা জিতলে আজ Vidkun Quisling কে হিরো বলা হত। আর হিটলারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রকারীরা হয়ে যেত ঘৃণিত বিশ্বাসঘাতক।

তখন আপনার এই পোস্টে, Vidkun Quisling এর বদলে আপনি উনাদের নিয়ে লিখতেন। গুগলে শত সার্চ দিয়েও আপনি Vidkun Quisling কে নিয়ে খারাপ কিছু পেতেন না।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার পর্যবেক্ষন যথার্ত

ধন্যবাদ

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: গোলাম আজম নামে বাংলাদেশ রাষ্ট্রে একজন বিশ্বাসঘাতক আছে, মহোদয়কে শীর্ষে আসন না দিলে এই লিস্টি ডাস্টবিনে ফেলে দেব, মাইন্ড ইট!

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কুল ম্যান ,পরবর্তী পর্বে চোখ রাখুন

ধন্যবাদ

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বরাবরের মতো দুর্দান্ত পোস্ট ! হলুদ তারা !

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৩

সুপারনোভা ০০৭ বলেছেন: ++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল, পোষ্টে ++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৪৭

আশিকুর রহমান অমিত বলেছেন: চোখ বন্ধ করে প্রিয়তে নেওয়ার পোষ্ট :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২২

মেঘেরদেশ বলেছেন: ভাল লাগল লেখা টা ।আগামি পর্বের অপেক্ষায় থাকলাম :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৩

মুনসী১৬১২ বলেছেন: +++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪

দেশী মামা বলেছেন: Vidkun Quisling এর ব্যাপারে আমারও আপত্তি আছে | লেখককে অনুরোধ করব তার ব্যাপারটা আরেকবার বিবেচনা করতে |

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার দৃস্টিতে সে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে , আপনার ঠিক কি কি কারনে আপত্তি আছে ,সেটা বললে ভালো হতো

৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬

রিমন রনবীর বলেছেন: যখন পড়তে আরম্ভ করি তপখন ভাবছিলাম আমাগো জানের জিগর কইলজার টুকরা মীরজাফর কাকুর নাম সবার লাস্টে দিছেন। শেষে আইসা দেহি তিনি ঘুমাইতেছেন |-)
দারুন সিরিজ । পেলাচ

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পরের পর্বে চোখ রাখুন

ধন্যবাদ

৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

আমি সাজিদ বলেছেন: প্লাস।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

ফেলুদার চারমিনার বলেছেন: চমৎকার একটা সিরিজ শুরু করলেন, এর পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ

আশা করি সাথে থাকবেন

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮

মৃত্যুঞ্জয় বলেছেন: জটিলস

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: মীরজাফরের কথা কবে লিখবে ভাইয়া?

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: একটু অপেক্ষা করুন ,সামনের পর্বে লিখতে পারি

ধন্যবাদ

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন পোস্ট, ২য় পর্বের অপেক্ষায় থাকলাম।
দেশি দের মধ্যে মীরজাফর, গোলাম আজম এবং আরও একজনের নাম থাকবে আশা করছি ।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
পরের পর্বের আমন্ত্রন রইলো

৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

অ্যামাটার বলেছেন: গু আযম ছাড়া এই লিস্ট অপূর্ণ থেকে যাবে।
রবার্ট হ্যানসেন আর জন ড্যাসের যা কাহিনি, তাতে ঠিক কিসের ভিত্তিতে তাদের বিশ্বাস ঘাতক বলা যায়? প্রত্যেকেরই নিজের স্বাধীনতা আছে, কে কার পক্ষে কাজ করবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: একজন বাঙ্গালী হয়ে , আমি যদি অর্থ বা অন্য কিছুর লোভে নিজের দেশের বিপক্ষে কাজ করতাম , সেটা কি বিশ্বাসঘাতকতা নয়?

পরের পর্বের আমন্ত্রন রইলো , আশাকরি লিস্ট সম্পূর্ন করতে পারবো

ধন্যবাদ

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫

পি পি বলেছেন: চলুক

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯

অ্যামাটার বলেছেন: পরের পর্বের অপেক্ষায়।
উপরে জন ড্যাসের নামটা ভুল করে বলে ফেলছি। ব্যাটা আসলেই বিশ্বাসঘাতক। কিন্তু রবার্ট হ্যানসন লোকটা তো ভালো কামই করছিল:(
ওরে স্যালুট জানায়া গেলাম:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হা হা , হয়তো আপনার দৃস্টিতে সে ঠিক কাজই করেছিলো

ধন্যবাদ

৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক ভাল একটা সিরিজ...

আচ্ছা মুসলিম সালতানাতের গাদ্দারদের কথা কি আসবে আপ্নার সিরিজে?
যেমন ... ইরাকে মুঈজুদ্দীন ইবনে আলকেমী, স্পেনের আবু আব্দুল্লাহ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্রথমে ভেবেছিলাম লিখবো পরবর্তীতে বাদ দিয়ে দেই , তবে যদি পোস্টটা ৩য় পর্বে যায় , তাহলে লিখতে পারি

অনেক ধন্যবাদ

৪৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩০

নক্ষত্রচারী বলেছেন: খাসা পোষ্ট :P

আশা করি নেক্সট পর্বে হিটলার, আলেকজান্ডার দ্যা গ্রেট এদের মত বিখ্যাত কাউকে পাবো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি হিটলার বা আলেকজান্ডারকে কেনো প্রত্যাশা করলেন ,সেটা বোধগম্য হলোনা ।

ধন্যবাদ পরবর্তী পর্বের আমন্ত্রন রইলো

৪৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

ইন্তাজ ভাই বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৬

নক্ষত্রচারী বলেছেন: হিটলার আর আলেকজান্ডার রা বিশ্বাসঘাতক নয় বরং বিশ্বঘাতক তা তৎক্ষণাৎ মনে পড়ে নাই !

তাহলে নিশ্চয় মীরজাফর কে আশা করতে পারি ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ইটস ওকে
পরবর্তী পর্বে চোখ রাখুন
ধন্যবাদ

৪৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪

যাযাবর৮১ বলেছেন:

ভালু পোস্টু :) পাইছি টেস্টু :-B +++++++


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু :D

৪৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

পিদিম বলেছেন: সুন্দর পোস্ট।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

হাম্বা বলেছেন: মাক্স বলেছেন: দেশী কারোর নাম না পাইয়া হতাশ হৈলাম।+++

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পরের পর্বে দিয়েছি

ধন্যবাদ

৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৪

এ হেলাল খান বলেছেন: ভাল লাগল বস্। আশাকরি দ্বিতীয় পর্বও ভাল হবে।
পোষ্টে +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ২য় পর্ব দিয়ে দিয়েছি আশা করি পড়েছে

ধন্যবাদ

৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৮

টুকিঝা বলেছেন: দারুন! ++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ টুকিঝা

ভালো থাকুন সতত

৫৩| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১৯

অচেতন বাঙাল বলেছেন: মীর জাফরের ইতিহাস তো সবার আগে থাকা উচিত। সে কোথায়।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ২য় পর্ব পড়ে দেখুন

৫৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আমি নষ্ট কবি বলেছেন: golam nai kn list a?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আশাকরি এতক্ষনে উত্তর পেয়ে গেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.