নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন..

Miles to go before I sleep.....

নরাধম

"Recite! in the name of thy Lord; Who created Created man out of a clot of congealed blood Recite! and thy Lord is Most Bountiful, He Who taught (the use of) the Pen Taught man that which he knew not"

নরাধম › বিস্তারিত পোস্টঃ

জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ হ্যাইম ওয়াইজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন।

১৯ শে জুন, ২০০৯ ভোর ৬:২৬

বিংশ শতকের অন্যতম ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আসাদ। তিনি জীবনের একটা উল্লেখযোগ্য সময় ইহুদী ছিলেন। খুব অল্প বয়সে তিনি জার্মানির(তথা ইউরোপের) তৎকালীন সবচেয়ে প্রসিদ্ধ পত্রিকায় সাংবাদিক ছিলেন। এছাড়া রোড টু মেক্কা, ইসলাম এট ক্রসরোডস এবং কোরানের ট্রান্সলেশান লিখে তিনি ইউরোপীয়ান এবং আরবদের কালচারের মধ্যে প্রথম ক্রস-কালচারাল নিরপেক্ষ যোগাযোগ স্থাপনকারী। বিখ্যাত এনথ্রপলজিস্ট তালাল আসাদ তাঁর এবং তাঁর বেদুঈন স্ত্রী মুনিরার পুত্র। হ্যাইম ওয়্যাইজম্যানের সাথে তাঁর এই কথোপকথনটা যখন সংঘঠিত হয় তখনও তিনি ইহুদী ছিলেন।

আমি তাঁর লেখা বই ১৯৫৪ সালে সিমন এন্ড শুস্টার এর নিউ-ইয়র্ক থেকে প্রকাশিত "রোড টু মেক্কা" থেকে অনুবাদ করেছি। পৃষ্ঠা নং ১০১-১০২। অনুবাদে এটাই আমার প্রথম প্রয়াস, তাছাড়া বাংলায় আমি খুব একটা ভাল না, শব্দচয়নে ভুল হলে ক্ষমা করবেন। বন্ধনীভুক্ত লেখা আমার নিজের।

তাহলে শুনুন মুহাম্মদ আসাদের মুখেই ওয়াইজম্যানের সাথে কথোপকথন।


//
আমার এখনও মনে আছে জায়নিস্টদের অবিসংবাদিত নেতা ডঃ হ্যাইম ওয়াইজম্যানের সাথে আমার এ (ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ) ব্যাপারে কথোপকথন। আমার যদ্দুর মনে আছে তিনি তখন লন্ডনে থাকতেন (১৯২২ সালে)। ফিলিস্তনে তিনি তখন মাঝে মাঝে আসতেন। আমার সাথে তাঁর যখন কথা হয় তখন তিনি ফিলিস্তিনে এসেছিলেন। (মুহাম্মদ আসাদ তাঁর চাচার কাছে বেড়াতে গিয়েছিলেন ফিলিস্তিনে, তিনি অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন।) আমার তাঁর সাথে দেখা হয় এক ইহুদী বন্ধুর বাসায়। এই লোকটার(ওয়াইজম্যানের) অফুরন্ত প্রাণশক্তি, অসাধারণ বুদ্ধিমত্তা আর তীব্র চাহনি দেখে যে কারও অভিভূত না হয়ে উপায় নেই।

তিনি ইহুদীদের জন্য একটা দেশ বানানোর চেষ্টা করতে গিয়ে অর্থনৈতিক সমস্যার কথা বলছিলেন। বিশেষ করে বিদেশে যারা ইহুদী থাকেন তাদের মধ্যে ইহুদীদের জন্য একটা নিজস্ব ভূমির স্বপ্নের প্রতি যেরকম প্রতিক্রিয়া থাকা দরকার তার চেয়ে অনেক কম প্রতিক্রিয়ার কথা বলছিলেন। অন্যান্য জায়নিস্টদের মত তাঁরও ফিলিস্তিনে যা হচ্ছিল তার নৈতিক দায়িত্ব বহির্বিশ্বের উপর চাপিয়ে দেয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছি। (মুহাম্মদ আসাদ সেসময়ে ইহুদী হওয়া স্বত্বেও ফিলিস্তিনিদের থেকে তাদের মাত্রভূমি কেড়ে নিয়ে ইহূদীদের জন্য দেশ বানানোর বিরুদ্ধে ছিলেন, উল্লেখ্য বর্তমান সময়েও লক্ষ লক্ষ ইহুদী ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে, এমনকি অনেক রাব্বাই-ও।) তাঁরও এই প্রবণতা আমাকে ক্ষুব্ধ করেছিল। ঘরে আর যারা ছিলেন তারা ওয়াইজম্যানের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন, এবং তারা ওয়াইজম্যানের প্রত্যেকটা শব্দ খুবই মনোযোগের সাথে শুনতেছিলেন। তাঁদের এই শ্রদ্ধাশীলতা ভেদ করে আমি ওয়াইজম্যানকে জিজ্ঞেস করলাম :

"আরবদের নিয়ে কি আপনার কোন চিন্তা আছে?"


রুমের আবহাওয়া দেখে মনে হল প্রশ্নটা জিজ্ঞেস করে আমি বিরাট অশ্রদ্ধা প্রদর্শন করেছি। ডঃ ওয়াইজম্যান খুব ধীরে ধীরে তাঁর মুখ আমার দিকে ফেরালেন, হাতের কাপ টেবিলে রাখলেন এবং খুবই আশ্চার্য্যান্বিত হয়ে বললেন:

"আরবদের নিয়ে?"

"না, মানে আপনি কিভাবে ফিলিস্তিনকে ইহুদীদের নিজের দেশ বানাবেন যখন আরবরা প্রচন্ডভাবে তার বিরোধিতা করতেছে? তাছাড়া আরবরা এখানে সংখ্যাগরিষ্ট। (সেসময়ে প্রতি দশজন আরবের অনুপাতে একজন ইহুদী ছিল।)"

ওয়াইজম্যান একটু কাঁধ ঝাকালেন আর নিরসভাবে উত্তর দিলেন:

"আমরা আশা করি কয়েক বছর পর তারা এখানে আর সংখ্যাগরিষ্ঠ থাকবেনা। তাঁর কথা সত্যি হয়েছিল। "

"আপনি এই সমস্যা নিয়ে অনেক বছর যাবৎ কাজ করতেছেন। আপনি নিশ্চয়ই আমার থেকে বেশি জানেন। ধরে নিলাম আপনার কথামতে একসময় আরবরা এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবেনা। কিন্তু এমনকি আরবদের বিদ্রোহের কথা বাদ দিলেও, আপনাকে কি কখনও নৈতিক দিক থেকে (আরবদের থেকে তাদের ভূমি কেড়ে নেওয়ার) এই কাজটা অন্যায় মনে হয়না? আপনার কি একবারও মনে হয়না যে যারা এই ভূমিতে সবসময় বাস করেছে তাদের থেকে তাদের শতবছরের ভূমি কেড়ে নেওয়াটা অন্যায়?"

"কিন্তু এটা তো আমাদের দেশ" ভ্রু কুঁচকে বললেন ডঃ ওয়াইজম্যান "আমাদেরকে অন্যায়ভাবে যেটা থেকে বন্ঞিত করা হয়েছে আমরা শুধুমাত্র তা ফেরৎ চাচ্ছি। এর বেশি কিছু তো না।"

"কিন্তু ইহুদীরা তো প্রায় দুইসহস্রাব্দ এখান থেকে বাইরে ছিল। তার আগে আপনারা এই দেশ শাসন করেছেন, তাও কখনও পুরোটা না, এবং মাত্র পাঁচশ বছরেরও কম। আপনার কি মনে হয়না, আপনার একই যুক্তি দেখিয়ে আরবরাও স্পেইনকে তাদের কাছে ফেরৎ দেওয়ার দাবি করতে পারে? তারা তো স্পেইন প্রায় সাতশ বছর রাজত্ব করেছে এবং মাত্র পাঁচশ বছর আগে সম্পূর্ণভাবে বহিস্কৃত হয়েছে।"

দৃশ্যতই ডঃ ওয়াইজম্যান অধৈর্য্য হয়ে পড়েছিলেন। বললেন "ননসেন্স। আরবরা শুধুমাত্র স্পেইন জয়ই করেছিল, এটা কখনই তাদের মাতৃভূমি ছিলনা। তাই তাদেরকে যে বহিস্কার করেছিল স্প্যানিয়ার্রডরা সেটা ঠিকই ছিল।"

"আমাকে মাফ করবেন" বললাম আমি, "কিন্তু মনে হচ্ছে আমরা এখানে কিছু অনিচ্ছাকৃত ঐতিহাসিক ভুল তথ্য দিচ্ছি। কারন, হিব্রুরাও কিন্তু ফিলিস্তিনে দিগ্বিজয়ী হিসেবেই এসেছিল। তারা আসার আরো হাজার বছর আগে থেকেই এখানে অনেক সেমিটিক আর নন-সেমিটিক গোত্র বাস করত। যেমন ধরেন অ্যামরাইটস, এডমাইটস, ফিলিস্টাইনস, হিটাইটস, মোবাইটস। এইসব গোত্রগুলো কিন্তু ইসরাইল (জ্যাকব বা ইয়াকুব) এবং জুডাহ -এর সমকালেও বাস করত। তারা এখানে বাস করত এমনকি যখন রোমানরা আমাদের পূর্বপুরুষদের এখান থেকে বহিষ্কার করেছে তখনও। তারাই এখানে এখনও বাস করছে। সপ্তম শতকে যে আরবরা সিরিয়া এবং ফিলিস্তিন জয় করল তারা সবসময়ই এখানে খুব ছোট জনসংখ্যা ছিল। বাকি যাদেরকে আমরা ফিলিস্তিনি অথবা সিরিয়ান আরব হিসেব ধরে নিই তারা প্রকৃতপক্ষে এদেশেরই আদিবাসিন্দা। তাদের অনেকেই মুসলিম হয়েছে, অনেকেই খ্রিস্টান থেকে গেছে। স্বাভাবিকভাবেই মুসলিমরা তাদের একইধর্মের আরবদেরকেই বিয়ে করত। কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে ফিলিস্তিনে এখন যারা আছে, যারা আরবী কথা বলে হোক মুসলিম অথবা খ্রিস্টান, তাদের মেজরিটি সরাসরি এখানকার আদিবাসিন্দাদেরই সন্তান-সন্ততি? তারাই এখানকার অকৃত্রিম এবং আদিবাসিন্দা এই যুক্তিতে যে তারা এখানে বাস করতেছেন এমনকি হিব্রুরা এখানে আসার শতশত বছর আগে থেকে?"



আমার হঠাৎ উত্তেজিত হওয়া দেখে ডঃ ওয়াইজম্যান একটু হাসলেন ভদ্রভাবে এবং এই বিষয়ে আর কোন কথা না বলে অন্যবিষয়ে চলে গেলেন।

//


নোট: উইকিপিডিয়ার লিংক শুধুমাত্র চিনার সুবিধার্তে দেওয়া। ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক সংঘর্ষে উইকিপিডিয়ার বিষয়বস্তু কখনই নিরপেক্ষ হয়না, ইসরায়েলের দিকেই পক্ষপাতিত্বপূর্ণ থাকে।

মন্তব্য ৬১ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০০৯ ভোর ৬:৫০

সূর্য বলেছেন: নামটা চ্যাইম/চাইম না হয়ে হাইম হবে। হাইমও ঠিক উচ্চারণ হয় না তবে সবচেয়ে কাছাকাছি। আরবী হে যেমন।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:২৫

নরাধম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আবার এডিট করতে ইচ্ছে হচ্ছে না এখন!!

২| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:২১

আলী আরাফাত শান্ত বলেছেন: পড়ে নিই আগে
তার আগে +

১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:২৬

নরাধম বলেছেন:
ধন্যবাদ ভ্রাত।

৩| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫১

নাজনীন১ বলেছেন: মুহাম্মদ আসাদের "রোড টু মক্কা"র বাংলা অনুবাদ 'মক্কার পথে' আগেই পড়েছি। আবারো তার কিছুটা এখানে পড়লাম, ভাল লাগলো। ভাল পোস্ট।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০৮

নরাধম বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫৮

বাফড়া বলেছেন: পড়লাম... পোস্ট নিয়া কথা কওয়ার মত ইন্টাশনাল পলিটিক্স বা রিলেশান বিষয়ক বিদ্যা আমার পেটে নাই :(

আমার মনে হয় শব্দটা রাব্বাই না, র‌্যাবাই... একটু দেখে নিওতো... টেনিসনের না যেন কার কবিতার একটা ক্যারাক্টার ছিল র‌্যাবাই বেন অ্যঝরা... আমরা বেকুবগুলা বলতাম রাব্বি বেন অ্যঝরা :)... হা হা হা

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০৫

নরাধম বলেছেন: হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে এরা রাবাই-য়ের কাছাকাছি উচ্চারণ করে আবার ঠিক রাবাই-ও না। সেটা কেমেনে লিখি??!!

৫| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫৯

বাফড়া বলেছেন: ওহ.। চমস্কির ঐ লিংক টাও পড়লাম ঐদিন... আফসুস ঐটা নিয়া কথা কওয়ার বিদ্যাও নাই :( .. ;)

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০৫

নরাধম বলেছেন: হাহাহা.......আরে কি কও মিয়া, বিদ্যা হইতে বেশিদিন লাগবনা!

৬| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:১১

বাফড়া বলেছেন: এইটা অবশ্য খারাপ কথা কও নাই... বিদ্যা হইতে বেশী দিন লাগব না :)...

আমার আবার মটো হইল- গুরু গুড়, চেলা চিনি... মানে কিনা চেলা গুরুর কাছ থিকা গুড় খাওয়ার বিদ্যা শিখ্যা, তারপরে গুরুরে পিছন ফেলায়া চিনি ও খাওয়া শুরু করছে... :) ... সেই বাবদে তুমরা লিংক পেশ করতে থাক, বিভিন্ন বইয়ের সামারি মারতে থাক... আর আমি মূল বই না পইড়া তুমাদের এইসব সামারি পইড়াই পরে তুমগোরে পিছন ফেলায়া দিমু :)...

১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:১১

নরাধম বলেছেন: কেহক খেক, কইছ খাঁটি কথা!!

৭| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৯

রাজর্ষী বলেছেন: খুবই ভালো লাগলো। বাল্যকালে রোড টু মক্কা পড়েছিলাম। ভালো লাগসিলো, কিন্তু হয়তো বুঝিনি কিছুই। তালাল আসাদ আমার প্রিয় একজন থিউরিস্ট।
এসব বিষয় আমার পছন্দের, ধন্যবাদ আপনাকে।

১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:১২

নরাধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ অনেক পড়ার জন্য।

৮| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৩

জ্বিনের বাদশা বলেছেন: প্রিয় পোস্টে ... সিরিজ করবেন নাকি?

১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:১৫

নরাধম বলেছেন:
ভাইজান, ধন্যবাদ অনেক।
সিরিজ করার মত অত ধৈর্য্য তো নাই!! তবে ইচ্ছে আছে সৌদী ডাইনাস্টি কেমনে শুরু হল সেটা নিয়ে ২-৩টা লেখা দেয়া, আমি দুনিয়ার সব ডাইনাস্টি সম্পর্কে বিভিন্ন জায়গায় লেখা দেখেছি, কিন্তু সৌদি ডাইনাস্টি কেমনে শুরু হল সেসম্পর্কে ইনসাইডারদের কোন লেখা পড়িনি। সে বিষয়ে মুহাম্মদ আসাদেরই বই থেকে ধারণা নিয়ে লেখার ইচ্ছে আছে, অবশ্য টাইপিং করতে কষ্ট লাগে খুব।


অট: আমাকে "তুমি" করে বললে খুশি হব ভাইজান।

৯| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৩

আউলা বলেছেন: অনেক কষ্ট করছেন পূজণীয় নাড়িয়া ভাইয়া একটি প্লাস নেন

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬

নরাধম বলেছেন:
নেন, ধন্যবাদ নেন একটা।

১০| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:২৯

অলস ছেলে বলেছেন: মুহাম্মদ আসাদের রোড টু মক্কা অনুবাদ করেছেন শাহেদ আলী মক্কার পথ নামে, আমার কাছে এটা বাংলা অনুবাদ সাহিত্যের একটা মাইলষ্টোন।

আর বাড়াবাড়ি না করে বললেও, আপনার অনুবাদও প্রাঞ্জল লেগেছে পড়তে, এই কথোপকথনটা প্রথমবার বাংলা ভার্সন পড়ার সময় ভাষা আর ঘটনার ঘনঘটায় হারিয়ে গিয়ে আলাদা মনযোগ দিয়ে পড়তে পারিনি, মনে ছিলো না। পরে ইংলিশ টা পড়তে গিয়ে এটা আমার মনযোগ আকর্ষণ করে, বিশেষ করে জায়োনিজম এর প্রতিষ্ঠাতার কুটনৈতিক বুদ্ধি আর সহনশীলতা দেখে আমার মনে হয়েছিলো, ঐ জায়গায় কোন মুসলিম নেতা থাকলে চিৎকার করতে থাকতো। মুহাম্মদ আসাদের এই বইতেই আছে ইবনে সউদ বা অন্য আরব নেতাদের প্রকৃতি বর্ণনা।

ধন্যবাদ আপনাকে।

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬

নরাধম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লংকার রাজা বলেছেন: চমৎকার লেখা,ধন্যবাদ।

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬

নরাধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০২

নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
চমৎকার।

Click This Link

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

নরাধম বলেছেন: পোস্ট তো নাই।

১৩| ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

আলী আরাফাত শান্ত বলেছেন: ভ্রাতা দেখি এই ব্যাপার নিয়া ভালো পড়াশুনা করছেন
এই পোস্ট মারফত অনেক কিছু জানা গেলো
যাক +টা বিফলে যায় নাই:)

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৮

নরাধম বলেছেন:

তাহলে আরেকটা পিলাস দেন ভ্রাত!!

১৪| ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৮

তায়েফ আহমাদ বলেছেন: মজার ব্যাপার হলো, 'রোড টু মক্কা'র শাহেদ আলী কৃত অনুবাদটি নিয়ে আমি আজ ক'দিন ধরেই লেগে আছি। এই মুহুর্তে একেবারে শেষ অধ্যায়ে আছ। ইচ্ছে আছে, ব্লগে একটা রিভিউ দেবার। এ সময় আপনার রেফারেন্সভিত্তিক লেখাটা পড়ে বুকে বল পেলাম!
অনুবাদ ভালো হয়েছে। সেজন্য আলাদা করে ধন্যবাদ।

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৯

নরাধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ২০ শে জুন, ২০০৯ রাত ৮:৩৬

শূন্য আরণ্যক বলেছেন: ++++++

আগে প্লাস তারপর কথা ।

অনুবাদটা চমৎকার হয়েছে।

হাতে ক্ষমতা থাকলে যুক্তি নিজের মন মতো বানিয়ে নেয়া যায় ;)-- ঈশপের গল্পই সকল জ্ঞানের উৎস
:D

২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২০

নরাধম বলেছেন: ধন্যবাদ অনেক।

১৬| ২২ শে জুন, ২০০৯ দুপুর ২:০৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: +

২৪ শে জুন, ২০০৯ রাত ১:৩৬

নরাধম বলেছেন: ধন্যবাদ মেহরাব।

১৭| ২৭ শে জুন, ২০০৯ রাত ২:৪২

ফারহান দাউদ বলেছেন: মন্তব্য করবো না, খালি বলি চালায়া যান। যা যা লিখবেন বললেন সেগুলি লিখতে থাকেন।

২৭ শে জুন, ২০০৯ রাত ৩:৪৮

নরাধম বলেছেন:
ফারহান, ধন্যবাদ অনেক।

১৮| ২৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৩

আকাশ অম্বর বলেছেন: হুম। ভালো পোষ্ট। চালিয়ে যান ভ্রাতা।

০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৮

নরাধম বলেছেন: ধন্যবাদ ভ্রাত।

১৯| ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:১০

রাশেদ বলেছেন: হুমম...

০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৮

নরাধম বলেছেন: দিলা হুমাইয়া?? :):);)

২০| ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

দারুণ একটা কাজ হইছে নারু ! এতোদিন দেখি নাই !
এই একটা পর্ব দিয়া থাইমা গেলে ক্যামনে হবে,ভাইডু ?
আরো ছাড়ো ।

তারপর খবর কি ?
মাঝে-সাঝে ব্লগে উঁকি ঝুঁকি দিও... !

ভালো থাইকো ।

০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪৬

নরাধম বলেছেন: আরাশি বদ্দা কেমন আছ তুমি?? দেখায় হয়না তোমগ লগে, ব্লগে আগের মত আসতে ইচ্ছে হয়না!! এমনিতে চলতাছে ভালই, তোমার কি অবস্থা?? প্রমোদবিহারে যাচ্ছি বেশকিছুদিনের জন্য (তাবলীগে) এরপরে এসে ইনশাআল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। ভাল থেক, দেখা হবে।

২১| ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

বহুরূপী মহাজন বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকিলাম, এবং লেখা পড়িয়া ভাল লাগিল। খবর কি?

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

নরাধম বলেছেন: স্যরি, আমি তো কমেন্টটা খেয়ালই করিনি! আপনাকে তো একদমই দেখা যায়না, আছেন কেমন?

২২| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৭

জনৈক আরাফাত বলেছেন: প্লাস!

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২

নরাধম বলেছেন: ধন্যবাদ।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১১

মেঘকন্যা বলেছেন: একটু দেরিতে পড়লাম,খুব ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২

নরাধম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

নাজমুল আহমেদ বলেছেন: অনেক কিছু জানা গেল +++



নারু'দা রেগুলার হন। আপনাদের মিস্করি

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৮

নরাধম বলেছেন: অনেক ধন্যবাদ!

২৫| ১০ ই জুন, ২০১০ দুপুর ২:৫৯

হুপফূলফরইভার বলেছেন: প্লাসের চিহ্ন রেখে গেলাম!

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৮

নরাধম বলেছেন: ধন্যবাদ!

২৬| ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৩৯

সোহায়লা রিদওয়ান বলেছেন: মক্কার পথ... ... অ-সা-ধা-র-ণ একটা বই , অ-সা-ধা-র-ণ একটা লেখা !! প্রতিটা পাতা অসম্ভব রিদমিক !!! স্কুলে থাকতে মুজতবা আলী পড়ে কম্পন টের পেয়েছি , আর কলেজ লাইফে রোড টু মেক্কা হাতে পেয়ে আরেকদফা কম্পিত হয়েছি !! বার বার পড়ার মত একটা বই ...


ধন্যবাদ নরাধম ভাই।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৯

নরাধম বলেছেন: ধন্যবাদ!

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪২

শিবলী নোমান বলেছেন: excellent.........................

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫০

নরাধম বলেছেন: ধন্যবাদ।

২৮| ০৮ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৫২

তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
অনেক আগের পোস্ট। তবুও পড়ে ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫০

নরাধম বলেছেন: অনেক আগের কমেন্ট, তবুও উত্তর দিয়ে ভাল লাগল! হাহা...। ধন্যবাদ!

২৯| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: মক্কার পথ......এত বিশাল যে পড়তে পড়তে ক্লান্তি চলে আসে কিন্তু এক পৃষ্টা শেষ হতে না হতেই পরের পৃষ্টা উল্টাতে বাধ্য হতে হয়। প্রতিটি শব্দে আছে মরুভূমির গন্ধ...প্রতিটি অক্ষর একরাশ আবেগে ভরপূর, এমন এক তমুদ্দুনের জন্য যারা
"জানে যে, ওদের কাছ থেকে যা আশা করা হয়েছিলো তা থেকে ওরা পড়ে গেছে পেছনে এবং বহু শতকের পরিক্রমায় ওদের হৃদয় হয়ে উঠেছে ছোট্ট, সংকীর্ণঃ এবং তবু সাফল্যের প্রতিশ্রুতি প্রত্যাহার করা হয়নি ওদের নিকট থেকে, আমাদের কাছ থেকে..।!" (শাহেদ আলী অনূদিত)
----------------
নরাধম ভাই আপনি এত ভালো লেখেন কেন ?

২৯ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৩৪

নরাধম বলেছেন: অনেক ধন্যবাদ পড়া এবং মন্তব্যের জন্য। আপনার শেষ বাক্য আমার আজকের দিনটা খুব খুশি করে দিয়েছে! :)

৩০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১০

পবিত্র মিত্র বলেছেন: বইটি কোথায় পাওয়া যাবে ??

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৫

নরাধম বলেছেন: মনে হয় বাংলা অনুবাদ পাওয়া যায় নীলক্ষেতে। ইংরেজীও সেখানে পাওয়া যাবে।

৩১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



ভাল লাগলো। সুন্দর পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.