নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-২

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

অতি অল্প সময়ে আমাকে প্রথম পাতায় জায়গা দেয়ায় মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাই। এই কবিতাটি ওনাকে উৎসর্গ করলাম।





অতলান্ত মায়ার দিনে
সাঁতারু প্রেমিকার পঙ্খিরাজ ভালোবাসা সুগোপনে ঝাপটায় পাখা।
আলোকিত চোখের একটা নির্ঘুম রূপকথা
সঠিক পোকা’র সুর যাচাইয়ের
মায়া ।
হয়তো প্রেমাস্পদ রাতের বাতিটা
সারারাত- নিভে মাতিয়ে যখন শেষে
জিতলো পেতে দালানের
জানালায় একটু
গেরস্থালি আর ছুটির ভালোবাসায়।
জানিস আবারো আঁধারে লীন করে তাকে
আমার মৌনতায় ।
আমার খেয়ালও সাদাটে আর
নিঃশর্তে মিলেমিশে অশ্রু হয়ে থাকে
দ্রৌপদীর ম্যাসেন্জারে প্লাবন হয়ে
ব্যাধি জাগাতে।

রোদে ভাবে
সূর্য তোমার
পথে অনিয়ম দেখলো।
অলিম্পাসে
যেটা বাতাস হয়ে গেছে।
অক্টোপাসের ভয়ংকর জিহ্বাটা
একটা হাসনাহেনা
দয়ালু বা ক্রুদ্ধ ঈশ্বর ছাড়া
আজকাল
জীবন
কিংবা উইকেট ফুরালো, ফুরালো প্রেমিকার গান।



ছবি: উইলিয়াম ব্লেকের পেইন্টিং থেকে নেয়া।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১১

নুরহোসেন নুর বলেছেন: প্রথম পাতায় স্বাগতম!
লিখতে থাকুন ভরিয়ে দিন আপনার ব্লগ বাড়ির কবিতা অঙ্গন।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: ব্লগে স্বাগতম আপনাকে।
কবিতা কম বুঝি, লেখাটা পড়লাম দু'একবার। পড়তে ভাল লাগছিল, প্রেম, ধরা অধরার একটা মিশেলে চিন্তা ও মনোজগতের এক ঘোর অবস্থান মনে হলো।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

হাবিব বলেছেন: বেশ কঠিন কবিতা

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

নার্গিস জামান বলেছেন: :(

রাজীব ভাইয়া তো বললো সহজ সরল :)
ধন্যবাদ :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

রূপম রিজওয়ান বলেছেন: বাহ! দারুণ লিখেছেন। ++

আমিও নতুন সামুপাড়ায়। সাতদিন বয়স,সেফ হলাম আজ নিয়ে চারদিন।আমার পাতায়ও নেমন্তন্ন রইল।

হ্যাপি ব্লগিং।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
অবশ্যই আসবো :)

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

নার্গিস জামান বলেছেন: আপনার পাতায় গিয়েছিলাম। বিষয় আমার দাঁত ফোটানোর বাইরে, ভয় পেয়ে চলে এসেছি। :(

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভিন্ন স্বাদের কঠিন কবিতা,
বুঝতে চেষ্টা করছি !!!

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

আসোয়াদ লোদি বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর আপি
স্বাগতম আপনাকে প্রথম পাতায়

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

নার্গিস জামান বলেছেন: আপু, অনেক অনেক ধন্যবাদ :)

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

কিরমানী লিটন বলেছেন: গবীর উপলব্ধির কবিতা। আপনাকে সুস্বাগত ব্লগের আঙিনার খিড়কি দরজায়। শুভকামা রইলো সব সময়.....

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ যাদুকর ভাইয়া :)

১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগলো দিদি।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যাক, কাভা ভাই এখন একটা ঢেকুর দিবেন, তৃপ্তির ঢেকুর; আর সেই ঢেকুর দেখতে চাইলে আপনি চলে আসুন আগামী ব্লগ ডে'র মিলনমেলায়।

কবিতা ভালো হয়েছে।

৷ ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

শুভকামনা থাকলো নিরন্তর।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

ইসিয়াক বলেছেন: চমৎকার।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যরকম ভাবনার কবিতা ও ছবি এক কথায় দারুন।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কোন ভাবেই পোস্টটি সময়ে চোখে পড়েনি। প্রথম পেজে স্থান পাওয়াতে বিলম্বিত অভিনন্দন জানিয়ে রাখলাম।
আপনার ইমাজিনারি পাওয়ার খুবই স্ট্রং।
কাব্যে ভালো লাগে।
দুটি বানানে একটু খটকা লাগছে,
পঙ্খিরাজ, রূপকথা বানান দুটি কাইন্ডলি একবার দেখে নিন।

শুভকামনা জানবেন।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

নার্গিস জামান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)
'রুপকথা' নিঃসন্দেহে ভুল, কিস্ট্রোক ঠিক মতো না হবার কারনে এমনটা হয়েছে।
'পংক্ষীরাজ' বানানটা আমার জানার ভুল ছিলো, অভিধান দেখে নিলাম। সংসদ বাংলা আভিধান বলছে ওটা 'পক্ষীরাজ' বা 'পক্ষিরাজ' হবে, তবে কথ্য হিসেবে 'পঙ্খিরাজ' চলবে। ঠাকুরমার ঝুলিতে একটা 'ঙ' দিয়ে পড়েছি, সে হিসেব আপনার দেয়া 'পঙ্খিরাজ' ই বেশি শুদ্ধ :)
দুটোই ঠিক করে দিচ্ছি:)
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ :)
অশেষ শুভকামনা :)

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগের প্রথম পাতায় কবিতাটি স্থান পাওয়ায় বিলম্বিত অভিনন্দন। আপনার ব্লগযাত্রা নির্বিঘ্ন হোক!
কবিতাটি আরেকটু সহজবোধ্য হলে ভাল হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.