নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগোছালো মানুষের পরিচয় খুব সীমিত!

নষ্ট অতীত

আমি আড্ডা দিতে ভালোবাসি, বিনয়ী মানুষ কে অনেক শ্রদ্ধা করি। আর মিশুক লোক সবসময় পছন্দনীয়!

নষ্ট অতীত › বিস্তারিত পোস্টঃ

ওয়ারফেইজ এর চমতকার একটি গান \'বৃষ্টি নেমেছে\'

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের
লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে মনে পড়ে যায়
আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির
ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের
লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিউজিকটাও অসাধারণ। বিশেষ করে ড্রাম বিট যখন ছোট থেকে বড় হয়।

২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৭

নষ্ট অতীত বলেছেন: ঠিক বলেছেন,বিচার মানি ভাই

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪৮

নষ্ট অতীত বলেছেন: প্রামানিক ভাই ধন্যবাদ, এটা খুব চমতকার একটা গান ওয়ারফেইজ ব্যান্ড এর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.