নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য, সাহিত্য জীবনের অর্থ বোঝার জন্য৷

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর › বিস্তারিত পোস্টঃ

আমাদের যাত্রা কোন পথে হওয়া উচিত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

তৃতীয় বিশ্বের উন্নত সভ্যতার দিকে দৃষ্টি ফেরালে আমরা দেখতে পাই উন্নয়নের শৈল্পিক হাতছানি৷ মহাবিশ্বের প্রায় প্রতিটি কার্নিশে সামান্যতম হলেও সে জোয়ার বইছে৷ এই উন্নয়নের শিরোনাম দেওয়া যেতে পারে, 'উন্নয়নের ছড়াছড়ি, উন্নতি হবে তাড়াতাড়ি৷' এতদসত্ত্বেও, বিশ্বের কোন কোন প্রান্তরে এখনো ভাটা পড়ে রয়েছে৷ কোনোকোন অন্ধকার স্থানে এখনো উন্নয়নের আলোকের সাক্ষাৎ মেলেনি৷

উন্নত বিশ্ব যে উন্নয়নের চূড়ায় উঠতে পেরেছে তার মূলে রয়েছে জ্ঞানের মশাল শিক্ষা৷ পৃথিবীতে শিক্ষার চেয়ে বড় কোন সম্পত্তি এখনো আবিষ্কার হয়নি এবং মহাপ্রলয়পূর্ব পর্যন্ত হবেওনা৷ পাশ্চাত্য রাষ্ট্রগুলোর দিকে চোখ দিলেই দেখতে পাই, সেখানকার প্রতিটি মানুষের মনে ও মননে শিক্ষার আলো প্রভাতের রবির মতো জ্বলজ্বল করছে৷ শিক্ষা দ্বারা জ্ঞানপ্রাপ্ত হয়ে গবেষণা করতে করতে তারা নতুন পথের সন্ধান পেয়েছে৷ যেতে পেরেছে চাঁদে-মঙ্গলে, সৃষ্টি করতে পেরেছে গুগল নামক সার্চইঞ্জিন৷ আবিষ্কার করেছে আরো হাজার হাজার নতুন পণ্য৷

আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশেও উন্নয়নের ছোঁয়া লেগেছে৷ উন্নয়নের মহাসড়কে হাঁটছি আমরা৷ কিন্তু কেবল হাঁটলেই চলবে না৷ দৌড়াতে হবে আমাদের৷ আর তার জন্য প্রয়োজন শিক্ষা৷ সমৃদ্ধির দিকে যেতে হলে প্রয়োজন সকলের জন্য সুশিক্ষা, গবেষণালব্ধ শিক্ষা৷

কিন্তু আমাদের দেশে মুখস্থবিদ্যা প্রথা এখনো বিদ্যমান৷ ফলস্বরূপ, আমাদের ছেলেমেয়েদের স্বপ্ন এখনো কেবল সরকারি আমলা হওয়া পর্যন্ত সীমাবদ্ধ৷ বেশিরভাগ ছাত্রছাত্রীর এর চেয়ে বড় কোন স্বপ্ন নাই৷ আসলে আমাদের এ মনোভাব বদলাতে হবে৷ স্বপ্নটার শিরোনাম দিতে হবে, 'নতুনত্বের সন্ধান৷' তবেই আমরা পারব উন্নয়নের মহাসড়কে দৌড়াতে৷ আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে জ্ঞান ও গবেষণালব্ধ৷ প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের এ বিষয়ে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে৷ আমাদের স্লোগান হতে হবে,
'জ্ঞানলব্ধ শিক্ষা চাই
উন্নয়নের মহাসড়কে দৌড়াতে চাই৷'

লেখক: নাসিম আহমদ লস্কর
শিক্ষার্থী; ব্যবসায় প্রশাসন বিভাগ (সম্মান ১ম বর্ষ)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট৷
তাং: ২০/০২/'১৮ খ্রি.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার ভাই ৮ লেনের মহাসড়ক, পোলাও, কোর্মার দরকার নাই, দুটো ডালভাত হলেই চলবে। কিন্তু ভালো মানুষ চাই, শান্তি চাই। দুর্নীতিবাজ, ঘুসখোর অফিসার দিয়ে আমি কী করব??

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: আমাদের প্রধান সমস্যা, যোগ্য লোকের আমাদের খুব অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.