নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ামার বাংলা

নাসির

নাছি১২৩৪৫

টাইগার

নাছি১২৩৪৫ › বিস্তারিত পোস্টঃ

আ. লীগের ওয়েবসাইট হ্যাক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

যুদ্ধাপরাধের মামলায় কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওয়েবসাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়েছে হ্যাকারদের একটি সংগঠন।



বুধবার সকালে আওয়ামী লীগের ওয়েবসাইটে (http://www.albd.org/) গেলে কালো পৃষ্ঠায় হ্যাক করার একটি নোটিস দেখা যায়। সকালে ওয়েব সাইট স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ শুরু হলে সেখানে নোটিস দেখা যায় ‘রক্ষণাবেক্ষণ চলছে’।



বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফেরে।



এ ওয়েবসাইটের তদারকির দায়িত্বে রয়েছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল।



সেলের একজন কর্মকর্তা ওয়েবসাইট আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করছেন।



ফিনিস্ক ৬৪ নামে হ্যাকারদের সংগঠনটি তাদের নোটিশে বলে, ৩০ লাখ শহীদ ও চার লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চালানো হয়েছে এবং তার মধ্য দিয়ে বাঙালি জাতির নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, অসম্মান করা হয়েছে শহীদদের।



“আমরা চাই, রাজাকার কুত্তার বাচ্চাদের যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি। চাই সমগ্র রাজাকারের ফাঁসি হোক।”



একাত্তরে গণহত্যা, মুক্তিকামী বাঙালিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি চালানোর দৃশ্য এবং হানাদারের হাতে নিহত বাঙালির ছিন্ন-ভিন্ন লাশের তিনটি ছবিও দেয়া হয় ওই নোটিসের সঙ্গে

গুঁতো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.