![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আকাশের নীলে চোখ রাখিনা, আকাশের নীলিমায় আমার দু:খগুলো ভেসে যায় বলে। আমি বৃষ্টিতে ভিজিনা, আকাশের কান্না আমার কান্নাগুলোকেও শুষে নেয় বলে। আমি শুধু জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে এক চিলতে আকাশকেই দেখি। যে আকাশের বিশালতা নেই, যে আকাশের চোখ ধাঁধানো নীল নেই, যে আকাশ কাঁদতে ভুলে গেছে।
©somewhere in net ltd.