নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিরউদ্দিনখান

নাসিরউদ্দিনখান › বিস্তারিত পোস্টঃ

এসো জ্ঞান শিখি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

লুঙ্গি বাঙ্গালির জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এটি দেখতে অনেকটা পেটিকোটের মতই, তবে এতে কোন ফিতা নেই।

ধারণা করা হয়, পেটিকোট এবং লুঙ্গি উভয়ের আবিষ্কারক একজন পুরুষবিদ্বেষী নারী। তাই তিনি নিজ পোষাকে ফিতা ব্যবহার করলেও, বিদ্বেষবশতঃ অন্যটিতে করেননি।

সম্প্রতি বলিউডি ফিল্মে লুঙ্গি সংক্রান্ত একটি গীত রচিত হয়েছে। তবে এটিই লুঙ্গি নিয়ে প্রথম গান, তা কিন্তু না। এখানে অনেক আগেই এ নিয়ে গান হয়ে গেছে। গানের কথাগুলো ঠিক মনে না থাকলেও, গানটি অনেকটা এরকম;

“ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভাল,
জেগে দেখি- লুঙ্গি নাই, লুঙ্গি নাই,
কোনবা পথে…♪♫•*¨*•.¸¸♫♪”

যাইহোক, গান বাদ। এবার আসল কথায় আসি।
এপোষাকটি যেমন আরামপ্রদ তেমনি ভীতিকরও বটে। যাঁরা লুঙ্গি পছন্দ করেন কিন্তু পড়তে পারেন না, কিংবা আপদ ভেবে এড়িয়ে চলেন, তাঁদের জ্ঞাতার্থে কিছু টিপস্।

পরিধান প্রণালীঃ
প্রথমেই ভাঁজ খুলে লুঙ্গিটি ভাল ভাবে ঝেড়ে নিন। নইলে ভাঁজের আড়ালে বিষাক্ত পোকামাকড় লুকিয়ে থাকতে পারে। একটি মোক্ষম দুর্ঘটনা হয়ে যেতে পারে সারাজীবনের কান্না।
তারপর লুঙ্গির যেকোন একটি হা করা অংশ, পা কিংবা মাথার দিকে ন্যাংটো দেহে গলিয়ে নিন।
এবার গিঁট দিতে হবে।

দু’হাত প্রসারিত করে কোমরের দিকের হা করা অংশটি ধরুন (ভিতরের দিকে তাকানোর দরকার নেই)।

এবার চট করে লুঙ্গির প্রান্ত সমেত হাত দু’টিকে নাভি বরাবর টেনে নিয়ে আসুন, তারপর একটি মোচড় দিন। তারপর আরো একটি মোচড় দিন, তাহলে গিঁটটি পোক্ত হবে। মোচড়ের ফলে রাম ছাগলের কানের মত দু’টি কানের সৃষ্টি হবে। এবার সেই কান দু’টি মলে ভিতরের দিকে সেঁধিয়ে দিন।

ব্যাস, হয়ে গেল লুঙ্গি পরিধান।

সতর্কতাঃ
রাতে ঘুমানোর সময়, গিঁটের নীচে একটি বেল্ট পড়ে নিলে ভাল হয়।

বাড়তি সতর্কতাঃ
গোড়ালির দিকে দু’পায়ের মাঝখানে, লুঙ্গির প্রান্ত দু’টি টেনে এনে, ছোট্ট একটি গিঁট দিয়ে নিলে নিশ্চিন্ত হওয়া যায়।

বিশেষ সতর্কতাঃ
ঘুমের ঘোরে যেকোন একদিকে পাশ ফিরে থাকাই বাঞ্চনীয়। চিৎ হয়ে থাকলে, কিম্ভূতকিমাকার দৃশ্যের অবতাড়না হতে পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

আরণ্যক রাখাল বলেছেন: এটি দেখতে অনেকটা পেটিকোটের মতই, তবে এতে কোন ফিতা নেই।
হা হা। মজা পাইলাম। মজা পাওয়া কি ঠিক হইল। আপনি যদি সিরিয়াসলি লিখেন তাইলে তো ঠিক হয় নাই

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

নাসিরউদ্দিনখান বলেছেন: মজার কোন বেরিকেড নাই। যেকোন কিছুতেই মজা পাওয়ব জায়েজ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.