নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ পৃথিবীটাকে তুমি যেমন পেয়েছ তার চেয়ে আর একটু সুন্দর করে রেখে যাও

র্।

মোঃ গাউছুল আজম

পজিটিভ ধরনের মানুষ মনে করি নিজেকে।সবার প্রতি আমার ভালবাসা থাকবে কারো প্রতি বিদ্বেষ নয়।

মোঃ গাউছুল আজম › বিস্তারিত পোস্টঃ

উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন: আপনার বিএম আই(Body mass index) কত? জেনে নিন।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫

গতকালের পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম উচ্চতা অনুযায়ী ওজন নির্নয়ের একটি সহজ ফর্মুলা।আজ জানাব প্রাপ্তবয়স্কদের নিউট্রিশনাল স্ট্যাটাস পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতিটির কথা।

বি এম আই বের করার জন্য আপনার ওজন(কেজিতে) জানতে হবে এবং উচ্চতা (মিটারে) পরিমাপ করতে হবে।



ওজন(কেজি)

সূত্রটি হল,বিএম আই=---------------------------------

উচ্চতা স্কয়ার(মিটারে)

ধরা যাক একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির ওজন ৬৫ কেজি এবং উচ্চতা ১.৬০মিটার তাহলে বিএমআইহবে=৬৫/১.৬০*১.৬০=২৫.৩৯।

স্বাভাবিক বিএমআই স্টান্ডার্ড বিএমআই

পুরুষ২০.৬০থেকে২৫.০ ২২.১

মহিলা১৯.৬থেকে২৩.৮ ২০.০

%বিএমআই=প্রাপ্ত বিএমআই/স্ট্যান্ডার্ড বিএমআই*(গুনন)১০০

%বিএমআই অনুযায়ী পু্স্টি মান:



%বিএমআই মান নিউট্রিশনাল স্ট্যাটাস

৮০ অপুস্টি

৮০-১১৯ নরমাল

১২০-১৩৯ ওভার ওয়েট

১৪০+ ওবেসিটি



ভাল থাকুন এই কামনায়।





মন্তব্য ১০ টি রেটিং +৪/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২০

হাসিব মাহমুদ বলেছেন: গ্যাঞ্জাম আছে । ২৪.৮২ হৈলো আমার বিএমআই । আপ্নের দেয়া নিউট্রিশনাল স্ট্যাটাস অনুযায়ী আমি অপুষ্টিরও নিচে অবস্থান কর্তেছি ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

মোঃ গাউছুল আজম বলেছেন: ২৪.৮২কে ২২.১ দ্বারা ভাগ করে ভাগফলকে১০০ দ্বারা গুন করলে আপনার স্ট্যাটাস স্বাভাবিক। কোন গ্যানজাম নেই হাসিবভাই।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১

নৈঃশব্দ্যের কথন বলেছেন: এই মানদন্ড নিয়ে কনফিউশন আছে। অনুমান করছি এটা এই অঞ্চলের মানুষের জন্য প্রণিত নয়। ককেশিয়ান অঞ্চলের জন্য যা প্রযোজ্য, আমাদের তো তা দিয়ে হবেনা!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

মোঃ গাউছুল আজম বলেছেন:

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩

মোঃ গাউছুল আজম বলেছেন: ধন্যবাদ আপনাকে।আমিও জানিনা।তবে বিষয়টি গবেষনার দাবী রাখে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০

আসিফ বলেছেন: বিএমআই = ৬৫ / (১.৬০ * ১.৬০) = ২৫.৩৯

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩

সমকালের গান বলেছেন: "আসিফ বলেছেন: বিএমআই = ৬৫ / (১.৬০ * ১.৬০) = ২৫.৩৯ "

হি হি...

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

সক্রেটিস বলেছেন: বিএমআই = ৭০ / (১.৭২ * ১.৭২) = ২৩.৬৬
আন্ডারে আচি নাকি? স্ট্যান্ডার্ড বিএমআই এর লিস্টি কই?

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

সক্রেটিস বলেছেন: বিএমআই = ৭০ / (১.৭২ * ১.৭২) = ২৩.৬৬
আন্ডারে আচি নাকি? স্ট্যান্ডার্ড বিএমআই এর লিস্টি কই?

৯| ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫

সবুজপাতা বলেছেন: স্ট্যান্ডার্ড বিএমআই এর লিস্টি কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.