![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার SSC আর HSC সার্টিফিকেটে আমার বাবার নামের বংশীয় উপাধীটা বাদ দিতে চাই, কী করতে হবে কেউ জানালে খুবই উপকৃত হতাম।
উল্লেখ্য, আমি যশোর বোর্ড থেকে SSC এবং HSC পাশ করেছি, আর সংশোধন করতে কি আমাকে যশোর বোর্ড যেতে হবে ? কতদিন সময় লাগবে?
১৯ শে মে, ২০১২ দুপুর ১:৫৭
নাঈমূল হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই... আপনার নাম্বারটা ফোনবুকে সেভ করে রাখলাম।
২| ১২ ই মে, ২০১২ বিকাল ৫:৩২
তন্দ্রাহারা বলেছেন: ধন্যবাদ। আমারও এই তথ্য গুলো লাগত।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
শারমিন জেনি বলেছেন: আমার জে এস সি আর এস এস সি তে বাবা আর মা এর নাম ভুল আছে । আমি কিভাবে তা ঠিক করব। আমার এপ্রিলে এইচ এস সি পরীক্ষা । আমি যদি এখন নাম ঠিক করি তাহলে কি আমার প্রবেশ পএ তে নাম ঠিক আসবে?????
৪| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮
কলম-বাঁশ বলেছেন: নাঈম ভাই আপনার নিকট বিনীত অনুরোধ- আমার মোবাইল নম্বর সম্বলিত কমেন্টটা ডিলিট করে দেন। অন্ততপক্ষে মোবাইল নম্বর যদি মুছে দিতে পারেন- তবুও ভালো হয়। দিন-রাত অনেকেই ফোন দিয়ে বিরক্ত করছে। সাধারণ জিনিস যেটা বুঝা যায় সেটাও বুঝেছে না আবার বুঝার পরও ফোন দিচ্ছে যে তার বুঝটা ঠিক আছে নাকি।
ভাই আমার কমেন্টটি মুছে দিন।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১২ বিকাল ৪:০৬
কলমবাঁশ বলেছেন: প্রথমে একজন ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের থেকে নোটারী পাবলিক করে নিন। এরপর উক্ত নোটারী পাবলিক-এর বিষয়টি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিন। এরপর বোর্ড সরবরাহকৃত "নাম সংশোধন" ফরমে বর্তমান নাম কি হবে তা উল্লেখ পূর্বক যথাযথ ভাবে পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের সত্যায়ন ও সুপারিশ নিয়ে বোর্ড অনুমোদিত ব্যাংকের শাখা হতে নির্দিষ্ট পরিমাণ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (উক্ত ফরমে উল্লেখ আছে কত টাকা লাগবে এবং ছবি সহ আর কি কি লাগবে) বিজ্ঞাপনের কপি ও নোটারীর কপি সংযুক্ত করে দিন (ফটোকপি)।
বিস্তারিত না বুঝলে আমাকে কল করুন ০১৭১৩-৯২১১৪০। (আজকে শরীরটা ভালো নেই, কথা বলতে ইচ্ছা হচ্ছে না। আজ বাদে ফোন দিতে পারেন)
তবে বর্তমান যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তারা হাতে সংশোধন করে সার্টিফিকেটের উপরে সীল-স্বাক্ষর দিয়ে দেয়। আর মূল ডকুমেন্ট সহ তাদের কাছে সমস্ত ডকুমেন্টে সংশোধন করায় পরবর্তী সকল সনদে (যেমন এস.এস.সি-তে সংশোধন করালে পরবর্তী এইচ.এস.সি পরীক্ষা দিলে অটোমেটিক সংশোধন হয়ে আসবে) সংশোধিত নাম আসবে। এ জন্য এস.এস.সি ও এইচ.এস.সি দু'টোতেই এমন হলে সংশোধন না করানোই ভালো।
আর বিদেশে যাওয়ার জন্য যদি ইংরেজীতে অনুবাদ করাতে হয় তাহলে করতে পারেন।