নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দার্শনিক

তানভীর নাঈম

এককথায় আমজনতা

তানভীর নাঈম › বিস্তারিত পোস্টঃ

ধৈর্য্য ধরুন, প্লেয়ারদের সম্মান করতে শিখুন।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৫২

লাস্ট দুইবছরেও বোধহয় ক্রিকেট নিয়ে এতো কিছু বলিনি; আজ যা যা বলছি। হয়তো এতোদিনের জমানো আবেগ ধরে রাখতে পারিনি।

২০০৩ বিশ্বকাপ এর বাংলাদেশ টিমের চিত্র আমার এখনও চোখে ভাসে। কতটা অসহায় ছিলো তখনকার ওই দলটা। হয়তো বাংলাদেশের সর্বকালের বাজে টিম ছিলো সেটা; যে কিনা কানাডার মত দলের সাথে জিততে পারেনি! অথচ '৯৯, '০৭, '১১, '১৫ এই চার বিশ্বকাপে যে কি কি হয়েছে সমস্তই সকলের জ্ঞাত। হ্যাঁ, প্রতিবারই বলা হয়েছে যে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ। কিন্তু আমি বলবো, এখানে নতুনত্বের কিছু নেই। শুধুমাত্র ক্লাস এর আপগ্রেড হচ্ছে। আর হ্যাঁ, সে আপগ্রেডটা সর্বোচ্চ পর্যায়ের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে।

এবার আসি প্লেয়ার সংক্রান্ত কিছু কথায়। বাংলাদেশের ওপেনিং নিয়ে লাস্ট দুই-আড়াই বছর ধরে সমালোচকদের সমালোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে। আর আমাদের, মানে বাঙালিদের একটা বাজে স্বভাব হলো ধৈর্য্য হারিয়ে ফেলা; যেটা সমালোচকরা দেখিয়েছেন। এখন যখন আবার ওপেনিং জুটি ভালো করছে তখনই বাহবা দিচ্ছেন। ভাই, একটু ধৈর্য্য ধরুন। সবুরে মেওয়া ফলে। লাস্ট ওয়ার্ল্ডকাপেও তামিম-ইমরুল দুজনকে নিয়ে কতই না কটূক্তি, কতই না ট্রোল করা হলো! অথচ তারা যখন ফর্মে ফিরলেন তখন সব ভুলে বাহবা দেওয়া শুরু হলো। ভাই থামেন, ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এদের চেয়েও অনেক বাজে সময় গিয়েছে। টানা ৩০-৪০ ইনিংসে মোট রান ৪০-৫০(!) এরকমও হয়েছে। কিন্তু কই, তাকে নিয়ে তো কোনো ট্রোল তৈরি হয়নি; আর এতো কটূক্তিও আসেনি

ধৈর্য্য ধরুন, প্লেয়ারদের সম্মান করতে শিখুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: একমত।

২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সহমত ভাই, খেলা খেলাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধও না, মুক্তিযুদ্ধও না।

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:২৬

তানভীর নাঈম বলেছেন: "খেলা খেলাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধও না, মুক্তিযুদ্ধও না।"- সবাই এই কথাটা বুঝলেই হতো।

৩| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: মনে কথা ভাষায় প্রকাশ করায় সহমত জানাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.