নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দার্শনিক

তানভীর নাঈম

এককথায় আমজনতা

তানভীর নাঈম › বিস্তারিত পোস্টঃ

"হতাশা" একটি শক্তির নাম

০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:০৬

লিখাটি বেশি বড় নয়। তবে যারা হতাশাগ্রস্ত তাদের আশা করি কাজে দেবে।

১। হতাশা কি?
* মানুষ অনেকসময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যদি ভবিষ্যতের কথা চিন্তা করে এবং দেখে যে ভবিষ্যৎ অন্ধকার তার নামই হতাশা।

২। কেন হয়?
* পড়াশুনা কম হলে, পরীক্ষায় বাজে রেজাল্ট করলে, কোনো কাজ অনেকবার চেষ্টা করার পরও না করতে পারলে, লাইফ নিয়ে স্থির না থাকতে পারলে; ইত্যাদি ইত্যাদি।

এবার আসি "কি উদ্দেশ্যে এই লিখা?"-এ নিয়ে আলোচনায়।

হতাশা খুব বাজে একটা সাইকোলজিক্যাল বিষয়। ডিপ্রেসড মানুষজন পারে না এমন কোনো কাজ নেই; যেসব কাজ শুধুমাত্র কাপুরুষতার প্রতীক। মানুষ সাধারণত এই ভেবে হতাশ হয় যে, কোনো একটি কাজে সে সকলের থেকে পিছিয়ে আছে। এই ভেবে সে আরো পিছিয়ে যায়। তাদের জন্য আমি বলবো,"পিছুহটা মানে ভীরুতা বা কাপুরুষতা নয়, পিছুহটা মানেই বীরবেশে নতুন উদ্যমে আবারও ঝাপিয়ে পড়া।" আপনাদের নিশ্চয় কিং রবার্ট ব্রুস আর সেই মাকড়সার গল্পটা মনে আছে। যে মাকড়সা প্রায় হাজারবার চেষ্টার পর জাল বুনতে সমর্থ্য হয়েছিলো। আপনি যে বিষয় নিয়ে হতাশ সে বিষয় বার বার চেষ্টা করতে থাকুন। শেষবারে আপনার সাফল্য নিশ্চিত। আর সেই সাফল্য আপনি পাবেন হতাশার পর ওই শক্তিকে পুঁজি করেই। বিশ্বাস হচ্ছে না? একবার নিজেই চেষ্টা করে দেখুন। কাজ হবেই, আমি গ্যারান্টি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:২০

কানাই স্যার বলেছেন: ভাল লিখেছেন ভাই। ধন্যবাদ। হাত খুব ভাল লেখার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.