নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দার্শনিক

তানভীর নাঈম

এককথায় আমজনতা

তানভীর নাঈম › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন সাইকোলজি

১৯ শে মে, ২০১৫ রাত ১:৫৪

অল্পকিছু কথা বলবো।

তবে তার আগে একটা ঘটনা শেয়ার করি।

প্রায় ১মাস আগের কথা। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনা করেন বা করেছেন তারা সেমিস্টার ফাইনাল এক্সাম এবং ড্রপ সম্পর্কে বিশেষ অবগত। যাই হোক, পরদিন সেমিস্টার ফাইনাল। পড়াশুনার দফারফা অবস্থা। বন্ধুদের আমার চেয়ে অনেক ভালো অবস্থা ছিলো। হঠাৎ করেই সবার মাথায় ড্রপের চিন্তা আসলো। ব্যাস, আর কি! পড়াশুনা ফেলে আড্ডা চললো গভীর রাত পর্যন্ত। সাড়ে তিনটার দিকে ঘুমাতে গেলো সবাই। আমি আর ঘুমালাম না। হতাশ অবস্থাতেই ট্রাই করলাম; দেখি, যুদ্ধে জিততে পারি কি না। সকালে এক্সাম দিতে গেলাম। প্রশ্নও মোটামুটি অনুকূলে ছিলো। ড্রপ আর দিলাম না। যুদ্ধে জয়ী হলাম। কিন্তু বন্ধুরা ড্রপ দিলো। আমি ওদের কিছু বললাম না। অথচ ওদের ড্রপের কারণ হিসেবে আমাকে দায়ী করা হলো। ইভেন, পরের ফাইনালে কেউ আমাকে হেল্পও করলো না। খুব অদ্ভুত লাগলো, এরকম অবস্থা দেখে। এখনও এই অবস্থাই চলছে।

এবার আসি মূল কথায়। কেউ যদি তার অপারগতাকে অন্যের দোষ বলে চাপিয়ে দেয় তাহলে তার মত গর্ধব আর নেই। যুদ্ধে পরাজিত হয়ে প্রতিপক্ষকে যতই গালমন্দ করো কোনো লাভ নেই; কারণ তুমি পরাজিত। আর হ্যাঁ, যদি জয় চাও তাহলে একটু পিছুহটো। আবার নতুন উদ্যমে ঝাপিয়ে পড়ো। আমি বলবো,

"পিছুহটা মানে ভীরুতা বা কাপুরুষতা নয়;
পিছুহটা মানেই নতুন উদ্যমে বীরবেশে ঝাপিয়ে পড়া।"


কে কি বলল বা করলো সেটা কোনো বিষয় না; তুমি কি করেছো সেটাই বিষয়। যতই ভালো কিছু করবে বাঁধা ততই বৃদ্ধি পাবে। এমনকি সেসব বাঁধা তোমার কাছের বন্ধুরাই সৃষ্টি করবে। কারণ তুমি তাদের মত লুজার নও।

So, do whatever you want or like. Never become curious to others.

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.