নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক অপ্রকৃতিস্থ

জনৈক অপ্রকৃতিস্থ

আমি অকৃতী অধম...

জনৈক অপ্রকৃতিস্থ › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভুমিকম্প,ফেসবুকে সেফটি চেক এবং আমরা

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩০

ওয়েল ব্যাপারটা নিয়ে কিছু বলার ইচ্ছা ছিলোনা,এত বড় ক্ষয়ক্ষতির পর সামান্য বিষয় নিয়ে ত্যানা প্যাচানো ভালো লাগেনা।কিন্তু গত কয়েকদিনে বিষয় টা এমন পর্যায়ে চলে গেছে যে,নিজের জায়গা থেকে কন্সেপ্ট টা ক্লিয়ার করার দরকার মনে করছি।

২৫ এপ্রিল Nepal Earthquake এর পর আমার আইডিতে একটা নোটিফিকেশন আসে যে,আমি এফেক্টেড এরিয়া তে আছি।আমি যেনো আমার বন্ধুদের জানাই আমি সেইফ আছি।প্রথমে তেমন একটা মাথা ব্যাথা না থাকায় বিষয় টা স্কিপ করে যাই।কিন্তু বার বার একই নোটিফিকেশন আসার কারনে অনেক টা বিরক্ত হয়েই I Am Safe চেক ইন দিয়া আসলাম।আমার ফ্রেন্ডলিস্টে থাকা অনেকেই দেয়।কিছুক্ষন পর ফেসবুকে ঢুকে দেখি কিছু মানুষের এই বিষয়ে মাথা খারাপ হওয়ার দশা।তাদের মতে,"ফেসবুক নেপালের ভুমিকম্পের ক্ষয়ক্ষতি আর এফেক্টেড মানুষদের একটা তালিকা করছে,আর এই এই তালিকার উপর ভিত্তি করে তাদের ত্রান দেয়া হবে।আর যারা চেক-ইব্লন দিয়েছে তাদের মতে তারা আবা* জাতি।তারা এভাবে চেক-ইন দিয়ে নেপালের মানুষের ত্রানের তালিকায় সমস্যা করছে!আর এটা বোঝাতে তারা তাদের কথার আগে পিছে গালি যুক্ত করছে!কারন যারা চেক-ইন দিসে তারা বেশী বুঝে দিসে!

আচ্ছা বাদ দেই । আমার কথা হচ্ছে,
আমরা যদি সেইফ এরিয়ায় থেকে থাকি তাহলে আমাদের কাছে এমন নোটিফিকেশন কেনো আসবে।ভুমিকম্পে ফেসবুকের সিস্টেমে সমস্যা হয়েছে,যার কারনে ভুলে আমাদের কাছে চলে আসছে?

আমরা যদি সেইফ হিসেবে চেক-ইন দেই,তাহলে সেটা কিভাবে নেপালে ত্রান দিতে সমস্যা হবে?নাকি আমরা সেইফ হিসেবে চেক-ইন দিলে নেপালে ক্ষয়ক্ষতির পরিমান কমে যাবে বা এফেক্টেড মানুষের সংখ্যা কমে যাবে!?

সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে সেইফটি চেক এর পেইজ টাতে যে বর্ননা দেয়া হয়েছে সেখানে ত্রানের কোন কথাই আমি দেখলাম না,এমন কি তারা একটা পরিসংখ্যান করছে কিনা তেমন কিছুর আশে পাশেও কিছু পাইনাই!(লিংকঃ Click This Link) তারা কোথায় কিভাবে ত্রানের ব্যাপারটা মাথায় আনলো আমি বুঝতেসিনা!

আমার প্রথম মন্তব্য টা ভালো করে ক্লিয়ার করার জন্য মার্ক জুকারবার্গ এর এই সম্পর্কে স্ট্যাটাস টা পড়ুন।

"This morning we activated Safety Check for people affected by the earthquake in Nepal. It's a simple way to let family and friends know you're okay.

If you're in one of the areas affected by the earthquake, you'll get a notification asking if you're safe, and whether you want to check on any of your friends.

When disasters happen, people need to know their loved ones are safe. It's moments like this that being able to connect really matters.

My thoughts are with everyone who's been caught..."

( লিংকঃ Click This Link)

ভালো করে পড়েন,"If you're in one of the areas affected the earthquake,you'll get a notification."

এখন বলেন,বাংলাদেশ দুই তিন বার দোলা খাওয়ার কারনেই কি ভুলে সব বাংলাদেশিদের কাছে এই নোটিফিকেশন গেছে?নাকি আমরা যে এফেক্টেড এরিয়া তে আছি তা প্রমান করার জন্য আমাদের ১০/১২ টা বিল্ডিং ধসে পড়তে হবে,১/২ হাজার মানুষ মারা যেতে হবে?

আমার জানামতে এই নোটিফিকেশন যায় নেপাল সহ এর আশে পাশের এলাকায়,যেমন বাংলাদেশ,ভারতের উত্তর ভাগ,চায়নার উত্তর-দক্ষিন দিকের ফেসবুক ইউজার দের কাছে।আর আপনি যদি না জানেন তাহলে জেনে রাখেন ভুমিকম্পের উৎপত্তি স্থান অনুসারেই এর নাম করা হয়,যেমন নেপালে উৎপত্তি হওয়ার কারনে এর নাম করা হয় Nepal Earthquake।এই ভুমিকম্পে যদি পুরো পৃথীবির অর্ধেক ও যদি ক্ষতিগ্রস্থ হতো তাহলেও এর নাম হতো Nepal Earthquake.

আশা বুঝতে পেরেছেন।তারপরেও যদি আপনি মানতে নারাজ হন তাহলে যুক্তি দেখান।প্রমান দেখান,তর্ক করেন তবুও প্লিজ গালিগালাজ করবেন না কাউকে।আমাদের তো আবার সবকিছুতে মা বোন কে টেনে আনার অভ্যাস।গালি দিলেও তাদের নামেই দেই।চেতনা দেখাইতেও তাদের নামে দেখাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১২

ইমাম হাসান রনি বলেছেন: সহমত ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:২৪

বটপাকুড় বলেছেন: আপনি চেক ইন করতে চাইলে সেটা ভুল না, আপনি আক্রান্ত এলাকাতেই আছেন। কিন্তু চিন্তা করে দেখেন সব কিছু চেক ইন করা কি উচিত? আপনি তো প্রতিদিন বাথরুমে যান, সেই সময় কি চেক ইন দেন? আমি এখন বাথরুমে ফিলিং ওয়ান্ডারফুল।

আসলে নেপালি দের জন্য এটা করা হছেইল যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে, তারা যাতে পরিজনদের সম্পর্কে জানতে পারে। আপনি তো আশা করি ভূমিকম্পের সময় নিরাপদে ছিলেন। আমি আপনাকে কিছুটা হলেও ব্যাপারটা বোঝাতে পেরেছি।

তবে কেঊ না বুঝে করলে সাথে সাথে তাকে অহেতুক গালিদেয়া কোন ভদ্র লোকের আচরণ নয়। সে ব্যাপারে আমি সহমত।

ফেসসবুকে বা অন্যান্য সামাজিক মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয় সে সে ব্যাপারে অধিকাংশ মানুষের ধারণা নেই । আমি তো অনেকই দেখি নিজের দেয়া স্ট্যাটাস নিজে লাইক দিয়ে বসে থাকে... কি বলবো বলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.