![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধ্যাত্বিক চিন্তা আর বৈশ্বয়িক চিন্তা এই দুটো নিয়েই মূলত একজন মানুষ তৈরি হয় । এর কোনো একটা বাদ গেলে সে আর পূর্ণাঙ্গ মানুষ থাকে না । আমাদের দেশে কমিনিজম এ আধ্যাত্বিক চিন্তাটাকে বাদ দেয়া হয়েছিল । যা ছিলো চরম ভুল । আপনি আধ্যাত্বিক ও বৈশ্বয়িক এই দুটো মিলিয়ে আগে একজন পূর্ণাঙ্গ কমরেড় এর মডেল তৈরি করেন । তার পর অন্যদেরকে তাকে ফলো করতে বলেন । কাঠামো দিয়ে মানুষকে পরির্বতন করা যায় না । তাহলে তা হয় সৈরাতন্ত্র । যে ভুল আমরা অতীতে করেছি । তার ছেয়ে ভালো ও গ্রহনযোগ্য পথ হলো মানুষ দিয়ে কাঠামো পরির্বতন করা ।
©somewhere in net ltd.