নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।

এস,এম,মনিরুজ্জামান মিন্টু

দলমত নির্বিশেষে একতাবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি!

এস,এম,মনিরুজ্জামান মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীর গান

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫


বন্ধু; আমায় বলে দে,
কবে ফিরব স্বদেশে?
যেথায় আমার মা রয়েছে;
যাব মায়েরই কাছে।
ফিরব কবে স্বদেশে?

সবুজ গাঁয়ের ছোট্ট নীড়ে,
সোনামনি মা থাকেরে,
আলোয় ভরে আঁধার গৃহ
মা যখন হাসে।
আমার সকল ব্যাথা যাইরে ভুলে-
লক্ষী মায়ের পরশে।
ফিরব কবে স্বদেশে?

মধু মাখা কন্ঠ মায়ের,
স্নেহ-মমতা হৃদয়ের,
মায়ের মত এই জগতে
কে ভালোবাসে?
আমার দুঃখগুলো সুখ হয়ে যায়-
থাকলে মায়েরই পাশে।
ফিরব কবে স্বদেশে?

মাতৃহীনের কি যে ব্যাথা!
বুঝেছি এসে হেথা,
মায়ের মুখের ডাক শুনিনা
নিঠুর বিদেশে!
মায়ের আঁচল তলের শীতল ছায়া-
পাইনা খুঁজে এ’দেশে।
ফিরব কবে স্বদেশে?


উৎসর্গ: আমার প্রাণ প্রিয় মা’কে (যিনি সন্ধ্যা নদীর তীরে চির নিদ্রায় শায়িত।)
(ছবি: নেট থেকে।)

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আছি নানাভাই।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আসসালামু আলাইকুম নানাভাই। আপনাকে পেয়ে ভালো লাগছে।

২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: জীবনে প্রথম যখন মা’কে ছেড়ে দীর্ঘদিনের জন্য ঢাকায় এসেছিলাম। তখন মা’কে মনে করে এই গানটি লিখেছিলাম। মা’কে মনে পড়লে আপনমনে গুনগুন করে গাইতাম। মোবাইলে রেকর্ড করেছি। কেউ শুনতে চাইলে লিংক দেব।

৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই কী বলব আমি জানি না :(

৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে লিংক দাও।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অবশ্যই দিব। তবে একটু দেরী হবে। সন্ধ্যার পড়ে দিব ইনশা আল্লাহ। কোন প্রকার বাদ্যযন্ত্র ছাড়া আমার স্বকন্ঠে গাওয়া। কেমন লাগবে জানিনা।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: এখণ একটু আসছি নানাভাই। আছরের নামাজ পড়তে হবে।

৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫

জগতারন বলেছেন:
আমার দুঃখগুলো সুখ হয়ে যায়-
থাকলে মায়েরই পাশে।


ভালোলাগা রইলো।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই জগতারন।
শুভকামনা জানবেন।

৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ঠিকঠাক করে দেব। আমার যে গজল শুনেছিলে ওটা আমি নিজে রেকডিং করেছি। ৪০ টা গান এবং ১১ টা গজল আছে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুশি হলাম নানাভাই। আপনার সবগুলো গান শোানার আশা রাখি। যাচ্ছি নানাভাই। ইফতারের পরে আসব ইনশাআল্লাহ।

৭| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার জন্য দোয়া করবে।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানাভাই গানটা আমার ফেসবুক ওয়ালে দেয়া আছে (১১ নং মন্তব্যে লিংক দিয়েছি)। কষ্ট করে ওখান থেকে শুনে নিতে হবে। চেষ্টা করছিলাম উপরে কবিতার সাথে শুধু গানের লিংকটা দেব। কিন্তু ব্যার্থ হলাম। প্লিজ ডোন্ট মাইন্ড।

৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ বাংলাদেশ ছেড়ে পালাতে চাচ্ছে

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আমি যেখানে থাকি বাসাভাড়া তুলনামূলক কম। তারপরও ১০০০/- টাকা বেড়েছে। গ্যাস বিল প্রায় দ্বিগুন। চাল প্রতি বস্তায় ১০০০/- টাকার বেশী দাম বেড়েছে। ছেলের স্কুলের খরচ বেড়েছে। শুধু বাড়েনি বেতন।
সুতরাং আপনার কথা অগ্রাহ্য করা যাচ্ছেনা।

তবু নাড়ীর টান বলে কথা।

৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬

সত্যের ছায়া বলেছেন: প্রবাসী স ক ল ভাইদের প্রতি থাক ল লাল সালাম এবং স ক ল মায়েদের প্রতি থাক ল মাতৃভক্তি, শ্রদ্ধা এবং ভালবাসা।


আপনার কবিতা/গান ভাল লেগেছে।

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:০০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন ভাই সত্যের ছায়া।

আপনাদের ভালো লাগা আমার অনুপ্ররণা।

১০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আমার সকল ব্যাথা যাইরে ভুলে-
লক্ষী মায়ের পরশে।
ফিরব কবে স্বদেশে?

খুব সুন্দর অভিব্যক্তি +++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:০১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই ধ্রুবক আলো।
এতগুলো প্লাসের জন্য কৃত্জ্ঞতা।

১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই, গান শুনে গায় কাঁটা দিয়েছে!

এড করেছি, একসেপ্ট করলে খুশি হব।

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: এ্যাড করার জন্য ধন্যবাদ নানাভাই। একসেপ্ট করে নিয়েছি।
হেড়ে গলায় গান কি আপনার ভালোলেগেছে?

১২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনের কথা যখন মুখে আসে তখন বাতাস স্তম্ভিত হয়।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ভালোবাসা জানবেন নানাভাই।

১৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন+++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৪| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আলহামদুলিল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে আপনার লেখাটি পড়ে আবেগে আপ্লুত হলাম।
মা যে আমাদের জীবনে কতখানি জুড়ে আছে সেটি মনে হয় মা না থাকলেই আমরা বুঝি।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মা যে আমাদের জীবনে কতখানি জুড়ে আছে সেটি মনে হয় মা না থাকলেই আমরা বুঝি।
সত্যিই ভাই। মায়ের তুলনা কেবল মা’ই হতে পারে।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃত্জ্ঞতা।

১৬| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪০

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কথামালা কবিতায়। +++++

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।
এতগুলো প্লাসের জন্য কৃতজ্ঞ।

১৭| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: কবিতাটিতে আপনার হৃদয় গভীরভাবে জড়িত।

এজন্য এত বাল হয়েছে।
++++

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই বিজন রয়।

তবে শেষের দিকে বুঝলাম না, প্রশংসা করলেন নাকি গালি দিলেন? (বাল হবে নাকি ভাল হবে? হা হা হা)

১৮| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: দুঃখিত, ভাল হবে।

টাইপিং মিসটেক।

ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
ফিরে এসে শুধরে দেয়ার জন্য কৃতজ্ঞতা।

আন্তরিক ভালোবাসা জানবেন।

১৯| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই সুমন কর।

২০| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কয়েকদিন অনিয়মিত থাকায় অনেক সুন্দর কবিতা মিস করে ছিলাম।
আজ পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে কৃতজ্ঞ হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।

২১| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: পুর্বের (লিঙ্ক যুক্ত) ১১ নং মন্তব্যটি ‍মুছে ফেলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.