নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

বেকারদের নিয়ে উপহাসের মাধ্যম যখন বিজ্ঞাপন

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সাম্প্রতিক সময়ে টেলিভিশন এবং জাতীয় পত্রিকাগুলোতে 'বিক্রয়.কম'-এর একটি বিজ্ঞাপন নিয়মিতই প্রচারিত হচ্ছে; যার কথাগুলো অনেকটা এমন- 'বেকার বসে ডিম পাড়ছিস; ডিম না পেড়ে ক্লিক কর, আর হাজারো চাকির ভিড় থেকে খুজে নিন পছন্দের চাকারি।' আমার আপত্তি এই কথাগুলোতেই। আসলে তারা 'বেকার বসে ডিম পাড়ছিস' কথাটি ধারা কি বুঝাতে চেয়েছে? আর চাকরি কি এতই সস্তা হয়ে গেছে যে ক্লিক করলেই পছন্দের চাকরিটি হয়ে যায় বা পাওয়া যায়? হাজারে নয়, লাখে এমন একটা ছেলে বা মেয়েকে দেখান যে গ্রেজুয়েশন শেষ করে কোন চেষ্টা ছাড়াই ইচ্ছাকৃত ভাবে বেকার বসে থাকে। বাংলাদেশের অর্থ-সামাজিক প্রেক্ষাপটে যে ছেলে বা মেয়েটা সদ্য গ্রেজুয়েশন শেষ করে বেকার উপাধিটা পেয়েছে সে কি পরিমান মানুষিক, পারিবারিক এবং সমাজিক চাপে থেকে তা ঐ ছেলেটি বা মেয়টি ছাড়া আর কেউ বুঝতে পারে বলে মনে হয়না বা বুঝার কথাও না। আর বুঝলেও হয়তো সে ব্যাক্তটি বুঝে যার সদ্য বেকারত্বের অধ্যায়টি শেষ হয়ছে অথবা খুব নিকট অতীতেই ঐ পরিস্থিতিটি অতিক্রম করেছে। বেকার উপাধি ঘুচাতে সংগ্রাম চালিয়ে যাওয়া ছেলে বা মেয়েটির নীরব অশ্রুবিন্দুগুলো লোকচক্ষুর আড়ালে নিরবেই ঝরে। এজন্য তা কেউ দেখেনা এবং বেশির ভাগ সময় তা অতি আপনজনদের নজরেও আসে না। এভাবে সংগ্রাম চালাতে চালাতে হতশায় ডুবে এক সময় জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছে এমন উদহারণ নিকট অতীতেই অনেক আছে। এমন একটি সার্বিক প্রেক্ষাপটে যেখানে দেশে বেকারত্বের হার চরম পর্যয়ে সেখানে এরপরও এমন একটি বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্য কি? 'বেকার বসে ডিম পাড়ছিস' এমন কথা দিয়েও বা কি বুঝাতে চাইছে তারা? জাতীয় ভাবে বিজ্ঞাপনের মাধ্যমে বেকারদের নিয়ে বিদ্রুপটা করার প্রয়োজনটাইবা কি? নাকি তারা চাইছে বেকারদের নিয়ে যে কেউ ঠাট্টা-বিদ্রুপ বা উপহাস করতে পারে অথবা যে কেউ মাজা নিতে পারে এই মেসেজটি ঘরে-ঘরে পৌছে দিতে!? আর এর সাথে-সাথে বেকারত্বের অভিশাপে হতাশায় ডুবে থাকা ছেলে-মেয়েগুলোর জীবনযাপনকে আরো দুর্বিষহ করে তুলতে???

জানিনা কি সেন্স থেকে এরা এমন একটি বিজ্ঞাপন তৈরি ও প্রচার করছে? অথবা এদের বোধদয় কবে হবে? বা বোধ বলে সত্যিই কিছু আছে কিনা!!?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আবু আবদুর রহমান বলেছেন: এরা অসহায় এবং হতাশদের নিয়ে ব্যবসা এবং তামাশা দু'টোই করছে । কেউ তো বলার মত নেই , সে জন্য যা ইচ্ছা তাই করছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: কিন্তু ব্যাক্তিগত ভাবে যার যার অবস্থান থেকে আমরাতো প্রতিবাদটা করতে পারি।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


ভালো, এতে যদি বেকারেরা নিজেদের অবস্হা বুঝতে পারে

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: তাহলে বেকাররা কি তাদের অবস্থানটা বর্তমানে উপলব্ধি করছে না???

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

অগ্নিপাখি বলেছেন: এই সব কর্পোরেট দালালেরা মানুষের হতাশাকেও পণ্য বানিয়ে ফেলেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: কিন্তু এ অবস্থারতো একটা প্রতিকার হওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.