![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
১৪ ফেব্রুয়ারি!
মানুষ যখন বিশ্ব ভালবাসা দিবস সম্পর্কে জানত না, তখন পৃথিবীতে ভালবাসার অভাব ছিলনা। আজ পৃথিবীতে ভালবাসার বড় অভাব। তাই দিবস পালন করে ভালবাসার কথা স্মরণ করিয়ে দিতে হয়! আর হবেই না কেন! অপবিত্রতা নোংরামি আর শঠতার মাঝে তো আর ভালবাসা নামক ভালো বস্তু থাকতে পারে না।
প্রতিটা মানুষ এর জন্য ভালোবাসা প্রয়োজন এটা ছাড়া মানুষ কেন কোন প্রানী-ই বাছতে পারে না। স্নেহ - মমতা ও ভালবাসা।
ভালাবাসার জন্য চিল্লাইয়া I love you. I love you বলতে হয় না। মন থেকে ভালোবাসলে আপনা আপনি একটা টান অনুভব হয়।
ভালোবাসা কি শুদু প্রেমিক-প্রেমিকা কেই মিন করে??? এছাড়া কি ভালোবাসা হয় না।
ভালবাসা হল সব ছেয়ে পবিত্র আর সম্মান জনক অনুভুতি।
কিন্তু এই কি?
এখন ভালোবাসা তো নয় বরং নোংরামি। আমাদের মেন্টালিটি এমনি এক অবস্থা অশ্লীলতা হয়েগেছে আমাদের সভ্যতা!
আজ ভালোবাসি বলে অপর এক জনের হাত ধরছ, জার কোন গ্যারেন্টি নাই তাকে নিজের সব কিছু উঝাড় করে দিতেছ। আর সুযোগ পেলে তো মুখের জত জার্ম আর স্পাম গুলা একে অন্যর মুখে ট্রান্সপার করছো।
যেই মেলা-মেশা,ঘশা- ঘশি, হাতা-হাতি আজ তোমার- তোমাদের জন্য সামান্য আনন্দ বয়ে আনছে সেটা এক সময় অনেক পরিতাপের কারন হবে।
শুদু যে ছেলেরাই ফ্রট তাই নয় মেয়েরাও!
৯৯% ভালভাসা মানে কোন রেস্টুরেন্ট এ ভালোখাবার খাওয়া, বাসে উঠে হাত ধরে আর বাকিদের শেখানো নোংরামি কাকে বলে।। কিংবা পার্ক এ বসে মিটিং করা, আর ঘাস্ফুলের এলাকা হলে কিস-মিস খাওয়া, কিংবা নৌকা নিয়ে ঘোরাঘুরি করা।
আজকের অনন্দ টা কেউ না জানুক, যদি আস্লেই মানুষ হয়ে থাকে তাহলে এক দিন এর পরিতাপ করতে হবে।
এক নোংরা ও জঘন্য ইতিহাসের স্মৃতিচারণের নাম বিশ্ব ভালবাসা দিবস। এ ইতিহাসটির বয়স সতের শত সাঁইত্রিশ বছর হলেও ‘বিশ্ব ভালবাসা দিবস’ নামে এর চর্চা শুরু হয় সাম্প্রতিক কালেই।
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। (copy)
ভালবাসা''সম্ভবত পৃথিবীর সবচেয়ে দুর্লভ আর আকাঙ্খিত একটি আবেদন। ঠিক কবে ভালবাসার উৎপত্তি তা জানা সম্ভব না হলেও এতটুকু ভেবে নেয়া যায়যে এর ইতিহাস বিবর্তনের চেয়েও আদিম ও পুরোনো। প্রাণীজগতের অন্যান্য সব প্রাণের মাঝে ভালবাসা পরিলক্ষিত হলেও মানুষ যেভাবে একে জীবন ও প্রেরণার অনুষঙ্গ করেছে তা আর কেউ পারেনি।
তবে অশ্লীলতা আর নোংরামি বাদ দিয়ে পবিত্র ভালবাসা কে ভালবাসি তাহলে পৃথিবীতেও সামান্য হলেও সরগের সুখ অনুভব করা যাবে।
just thinks yourself and try to know who are you? and what you done! is it right or wrong! Be sure you have a lot of things that's only your to keep it in your won future!
just a few moment make a lot of sorrow in your next life. just a few moments can't hide you the biggest world's in one side....
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
নাজমুল হাসান স বলেছেন: হ্যা। আমাদের দৃষ্টিভঙ্গি টা একটু চেঞ্জ করার প্রয়োজন। ভালোকে ভালো ভাবে গ্রহন করলে আর অশ্লিনতা বা অপিত্রতা কোন স্থান পাবে না।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
নাজমুল হাসান স বলেছেন: Click This Link
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
নাজমুল হাসান স বলেছেন: উপরের লিং টা আমার ফেবু লিংক
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগা রইলো।
দিবসকে নয় কর্মকান্ডকে পাল্টাতে হবে।