![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমারা অনেকে প্রায় সময় কল্পনার জগতে বসবাস করতে পছন্দ করি । এবং কল্পনার জগতে বসবাস করিও। আমরা কল্পনা করতে এবং স্বপ্ন দেখতে পছন্দ করি। নানা ধরনের কল্পনা ,স্বপ্ন প্রতি নিয়ত আমাদের মনে এসে বাসা বাধে। আমরা শুধু ভাবি আর ভাবি। কি ভাবি আমরা? বেশির ভাগ সময়ই আমরা অলীক কল্পনা করি। অলীক শব্দের অর্থ অসার, অমূলক,মিথ্যা, বা সত্য নয় এমন। আমার এক গুরু আছে তিনি আমাদের কে বলেছেন আমারা মানুষ হয়েও বেশির ভাগ সময় অলীক কল্পনায় ব্যস্ত থাকি। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম , যেমন আমারা কল্পনা করি আমি যদি রাজা হতাম অথবা প্রধান মন্ত্রী হতাম, যদি আমার কোটি কোটি টাকা থাকতো বা আমি যদি বিশাল বড় লোক হতাম, যদি ধনীর অথবা রাজার ঘরে আমার জন্ম হত, যদি আমি ডাক্তার /ইন্জিনিয়ার অথবা বড় কোন ব্যক্তিত্ব হতে পারতাম, যদি আমি পরীক্ষায় এ প্লাস পেতাম, যদি খুব ভাল স্বামী / বউ পেতাম, যদি বিশাল ধনী হতে পারতাম,যদি আমার গাড়ী/ বাড়ী থকাতো, আমার বাবার যদি অনেক টাকা থাকতো কিংবা যদি এটা /ওমক হতাম ইত্যাদি সকল কথাই হচ্ছে অলীক কল্পনা। এই অলীক কথাটাই আমাদের জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অলীক কল্পনার মধ্যে দিয়ে আমরা সাময়িক সুখ লাভ করছি। ফলে আমাদের জীবন হতাশায় বন্দী হয়ে যাচ্ছে , আমরা আমাদের আসল চাওয়া থেকে লাইন চুত্য হচ্ছি। অবাস্তব ,সটকাট চাওয়া, অসম্ভব কথা বিশ্বাস করাই হচ্ছে অলীক স্বপ্ন বা অলীক ভাবনা। আমরা যারা অলীক কথায় সব সময় বিশ্বাস করি বা অলীক কল্পনা করি তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি । আর এই অলীক চাওয়া /ভাবনাই হচ্ছে আমাদের জীবনের প্রথম চোরাবালি। আমরা প্রতি নিয়ত আমাদের সৃষ্ট কর্মের দ্বারা অলীক ভাবনায় চোরাবালিতে ডুবে থাকি। আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অলীক স্বপ্ন, অলীক প্রত্যাশার জন্য। যা আমাদের কে ভবিষ্যতে এগুতে দেয় না। সেই সাথে আমারা অতীত নিয়ে বেশি ভাবি। বর্তমান এবং ভবিষ্যত নিয়ে কম ভাবি। অতীত থেকে কোন জিনিস আসলে শুরু করা যায় না । যা চলে যায় তা কখনও আমারা ফিরে পাই না। অতীত সব সময়ই অতীত। এর কোন ক্ষমতা নেই। অতীত থেকে আমারা শুধু শিক্ষাই নিতে পারি আর কিছু নয়। সবসময় যা শুরু করার দরকার তা বর্তমানের অবস্থান থেকেই শুরু করতে হয়। আমার যা আছে তা থেকেই। এবং আমার যা আছে সেটা কেই সর্বোত্তম ভাবে ব্যবহার করতে হবে। তা থেকেই শুরু করতে হবে। চোরা বালি থেকে নয়, অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে। এই শুরুর জন্য সব সময় বড় কিছুর প্রয়োজন নেই ,আমার যা আছে তা থেকেই যদি শুরুটা করা যায় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা ।সাথে আমার জীবনের চাওয়া টাকে অব্শ্যই নিজের কাছে পরিষ্কার করতে হবে অতীত নয়, আসলে আমি কি চাই? আগামী কালের কর্ম কি হবে? আমি কি হতে চাই, সর্ব প্রথম আমাকেই আমার মনছবি তৈরী করে তার জন্য লক্ষ ঠিক করে কর্ম পরিকল্পনা করা এবং সেই মাফিক কাজ করে যাওয়াই হবে সঠিক পথ। কারণ কেও আমাকে কিছু করে দেবে না,আমাকে কেও কিছু বানিয়েও দেবে না, যদি দেয় সেটা হেব সাময়িক, সেটা স্থায়িত্ব হবে না। আমাদের জীবন খুব ছোট, আমরা সব সময় চাই বেশি, কাজ করি কম।আমাদের চাওয়া টা হয় সব সময় সটকাট, রেডিমেট,এখনই হয়, ফলে আমারা সব কাজে ব্যর্থ হয়। আমাদের মধ্যে সব সময় লোভ-লালসা, ক্ষোভ,হিংসা, অন্যের প্রতি অতি উৎসাহ কাজ করে । আমাদের বিশ্বাসের ভিত খুব দূর্বল। যা আমাদের ভবিষ্যতকে নষ্ট করে, আমাদের জীবনকে ধ্বংস করে, সামনে এগুতে দেয় না। আমরা চোরা বালিতে পড়ে যায়। সুতরাং আমাদের নিজের প্রতি নিজের পরামর্শ হচ্ছে , কোন অলীক /অবাস্তব কথা বললে বিশ্বাস করো না। কোন জিনিস/উপদেশ জানা কোন বড় কথা নয়,বাস্তবে প্রয়োগ /মানাই করাই বড় কথা। যা তুমি হারিয়ে ফেলেছো ,যা অতীত হয়ে গেছে তা নিয়ে কখনও আফসোস করো না। এবং তোমার শুরু টা হোক আজ এবং এখন থেকেই।
২| ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার......
////////////////////////////////////////////////////////////
****************************************
কিছু শব্দ আছে
কিছু দুঃখ আছে
কিছু কথা আছে যা কখনও ভুলা যায় না। সময়ে-অসময়ে মনে পরে স্মৃতিগুলো। তাই গত ৩৮ বছরেও ভুলিনি আমাদের স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৩| ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২২
রাড্ডা বলেছেন:
দৃষ্টিভঙ্গি বদলান জীবনে বদল আসতে শুরু করবে। বাস্তব ভিত্তক জীবন হওয়া দরকার। নিয়মীত কর্ম করলে/আমল করলে পরিবর্তন আসতে বাধ্য।
রাষ্ট্র,সরকার,সুশীল সমাজ, সাধারন জনগোষ্টি সবাইকে একসাথে নিয়ে কাজ করলে মহান স্বাধীনতা অর্থবহ হবে। আর না হয় শুধু গত ৩৮ বছরের তীক্ত অভিজ্ঞতা জাতি বেঁচে থাকবে।
দেশের প্রায় ৭ কোটি মানুষের দৈনিক আয় এক ডলারের কম, তারা কি আমাদের কথা শুনতে পায়। পাওয়ার জন্য কি কিছু ব্যবস্তা নিয়েছি না শুধু শুধু মায়া কান্না করে ৩৮ বছর পার করেছি।
সবাইকে চেষ্টা করতে হবে।
ধন্যবাদ।
৪| ০৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৫
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: সপ্ন দেখতে ভালবাসি তাই দেখি?
পাওয়ার মধ্যে সুখ নেই,
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২০
মুক্ত বয়ান বলেছেন: আপনার তো ব্যাপক প্রতিভা!!
পোস্ট আর্কাইভ:
# ফেব্রুয়ারী,২০০৯(১)
# জানুয়ারী,২০০৯(৭)
# ডিসেম্বর,২০০৮(২)
# নভেম্বর,২০০৮(১)
# অক্টোবর,২০০৮(১)
আর আজ ৩ ঘন্টায় ২টা লিখে ফেললেন!!!
চালিয়ে যান!!!