নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িাুৃুিা

ুাুিইাু্

নীল_পদ

যোগাযোগের জন্য...

নীল_পদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোকে মিস করছি খুব!

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

আজকের আগে বন্ধু হারানোর যন্ত্রনা খুব একটা বেশি বুঝতে পারিনি। বিকালে যখন ক্লাস নিয়ে বাসায় ফিরলাম, কেমন জানি খুব খালি খালি লাগছিল নিজেকে, তখন ও বুঝতে পারিনি কেন এমন মনে হচ্ছে। গোসল সেরে খাওয়া দাওয়া করার জন্য বসলাম অনুভব করলাম কিছু এক্টার শুন্যতা।



তখন অ খুব বেশি খারাপ লাগেনি, একটু পরে বিছানাতে শরীর এলায়ে চোখ বন্ধ করে ভাবছি, হঠাত মনে পরে গেল আমার সেই প্রিয় বন্ধুটির কথা, যার সাথে দীর্ঘ সাতটি বৎসর একসাথে পাশাপাশি বিছানায় কাটিয়েছি। আমার সেই বন্ধুটি আজ পাঁচ দিন হল চলে গেছে। এখন ও কানাডাতে আছে জানি না সে আমার মত করে আমাকে মনে করছে কিনা। আমি খুব মিস করছি তোকে, আমার চার পাশে আমি এখন যেন তোর ছায়া দেখতে পাচ্ছি।



এখনও আমার মনে হচ্ছে না যে তুই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিস। আমি দেখতে পাচ্ছি তুই আমার পাশে বসে, তোর কি বোর্ডের আওয়াজ আমাকে এখন শোনাচ্ছে। আমি ভাবতে পারছিনা না যে তোকে ছাড়া আমি আছি। আজকে আমার রুমে সব কিছু আছে সেই আগের মত করে, শুধু নেই তোর ছোয়া, শুধু নেই তুই। মানুষ হারানোর ব্যথা কেমন জানি নিজেকে কষ্ট দিএ যাই কিন্তু কেও জানতে পারে না। আর বন্ধু হারানোর ব্যাথা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।



তোর সাথে কত কথা নিয়ে খুটি নাটি লেগেই থাকতো কিছু মনে নিস না। আমাকে মাফ করে দিস, আজ না খুব কথা বলতে ইচ্ছে করছে তোর সাথে। তুই যেখানে থাকিস যেভাবে থাকিস ভাল থাকিস। তোর প্রতিভার আলো বিকাশিত করিস এই প্রত্যশাই রইল তোর কাছে।



ভাল থাকিস সব সময়।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১

জাফরিন বলেছেন: ঠিক এমনিভাবে আমি মিস করেছি আমার রুমমেট আপুদের। হলে এসে অদ্ভুত মায়াময় এক পরিবার পেয়েছিলাম। বড় ৩ আপুর আদরে আমি সারাদিন ফূর্তিতে থাকতাম। পরে একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল। এ অভাব কোনওভাবেই পূরণ করা সম্ভব না। এখনও মনে পরলেই চোখে পানি আসে। আমি আপনার আবেগটা বুঝতে পারছি

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮

নীল_পদ বলেছেন: মজার ব্যপার কি জানেন, ওর সাথে আমার পরিচয় হয়েছিল, ২০০৩ সালের ৩ মার্চ। সেই থেকে এক রুমে পাশাপাশি বিছানায় থাকা, কত কথা যে হয়েছে ওর সাথে। আরো মজার ব্যাপার হল আমরা দুইজন পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিয়েছিলাম একসাথে, বলেছিলাম আমরা কখনো আলাদা থাকব না। কিন্তু নিষ্ঠুর সময় সেটা কেড়ে নিল। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: জীবনটাই এমন হয়ত ।আপনার বন্ধুর হয়ত আপনার থেকে বেশী মনে পরছে ।
আমি আমার বন্ধুদের প্রায়ই বলি যদি সুযোগ থাকত তাহলে সত্যি দেশে চলে আসতাম ।
খুব একা লাগে জানেন ।
মাঝে মাঝে খুব কান্না করি কিন্তু কাউকে বলি না ,বললে ওরা কষ্ট পাবে ।

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

নীল_পদ বলেছেন: হয়তবা, হয়তবা না।
আপনার কথা শুনেতো আমার আর দেশের বাইরে যেতে ইচ্ছে করছে না। আপনি কি একা থাকেন?

আপনার অনেক বুদ্ধি আছে। অনেক বড় হন, দেশের জন্য কিছু করেন এই প্রত্যশায়। ভাল থাকবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

জাফরিন বলেছেন: আমরাও ঠিক করেছিলাম এক ফ্যামিলির ৪ ভাই কে বিয়ে করে ৪ জন সারা জীবন একসাথে থাকব। অথচ এখন! চাইলেও পাইনা আগের মত করে...। ভালোবাসা কমেনি, কিন্তু পরিস্থিতির কাছে অসহায়! কেন যে এমন হয়!

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

নীল_পদ বলেছেন: এটাই যে বাস্তবতা। ভাল থাকবেন।

৪| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

মেঘকন্যা বলেছেন: ইশশশসস.।দিলেনতো মনটা খারাপ করিয়ে :( আমিও আমার বন্ধুদের ভীষন মিস করি।

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫০

নীল_পদ বলেছেন: অত্যান্ত দুখিত আপনার মন খারাপ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫০

নিহন বলেছেন: +

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২

নীল_পদ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: একাই থাকি ।

আর কাছের বন্ধুগুলা সব দেশে থাকে ।ভাগ্যিস fb আর সামু ছিল ,
আর ফোন বিলটাও কম ,নাইলে হয়ত মরেই যেতাম ।

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫

নীল_পদ বলেছেন: আপনার লেখা গুলো পরলাম ভাল লাগল। হ ম ম। ভাল থাকবেন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৫

মাহমুদহাসান বলেছেন: স্যার, প্রিন্স ভাইকে অনেক মিস করছেন বুঝতে পারছি। আপনার অনুভূতিকে আমি শ্রদ্ধা জানাই। তবু তো দীর্ঘ ছয় বছর একসাথে ছিলেন, আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কখনো ১০ ঘন্টার বেশি থাকতে পারিনি! তাই মেনে নিয়েছি ব্যস্ততা সবচেয়ে বড় বন্ধু আমাদের মতো মানুষদের জীবনে, যে কখনও ছেড়ে যায় না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩

নীল_পদ বলেছেন: মাহমুদ, জানিনা সবচাইতে প্রিয় বন্ধুর সাথে কেন ১০ মিনিটের বেশি থাকতে পারনি। তবে এটাই বলব, যেখানে থাকনা কেন বন্ধু বানানোর চেষ্টা করো, তবে এমন বন্ধু যে তোমার জীবনে অনেক কাজে আসবে। হয়ত তুমিও তার জীবনে। ভাল থেক।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

মাহমুদহাসান বলেছেন: স্যার, ফেসবুক তো ডিলিট করে দিলেন, ডিপার্টমেন্টেও আসেন না। আপনার ভিসার কী হলো? পেয়েছেন?
আমি আপনাকে কাজটা যেভাবে বলেছিলাম, সেভাবে অনেক কমপ্লেক্স হয়ে গেছে, বাট আমিও জেদ ধরেছি, যেভাবেই হোক এটা শেষ করব। কাল অনেক্ষণ করেছি, আগাতে পারিনি, আজ আবার বসব সন্ধ্যায়। স্যার প্রথমটা হয়তো একটু সময় লাগছে, বাট আমি আশা করছি পরেরগুলো খুব দ্রুতই হবে। আর এক সপ্তাহ সময় নিব, আপনার কাছে, আশা করি শেষ হবে।
...........আপনি চলে গেলে ডিপার্টমেন্টে আমি খুব একা হয়ে যাব। জানি না, অদৃষ্ট কোথায় নিয়ে যাবে। ইদানিং প্রায়ই চুপচাপ শহীদ মিনারে বসে থাকি গভীর রাতে, সম্পূর্ণ ক্যাম্পাস যখন নিঃস্তব্ধ। নির্জনতারও এক ধরণের কোলাহল আছে, সেটাই উপভোগ করি। শীত কমে গেছে, তাই কপোলে অশ্রুর ছোঁয়ায় শিউরে উঠি না।..........................সবকিছুরই শেষ আছে, আমার এই পথ চলার শেষ কোথায়?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

নীল_পদ বলেছেন: লেখক বলেছেন: হাল ছেড়োনা বন্ধু তুমি বরং কন্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে অন্য গানের ভোরে.........

তোমার উপর আমার পুরা আস্থা আছে আমি জানি তুমি পারবা, কিন্তু তোমাকে সেটা নিতে হবে অন্তর দিয়ে, কাজটা অতটা সহজ ছিল না। তার পরও তোমার কাছে আশা করছি তুমি পারবা।

ভিসা ইনশাল্লাহ খুব তারাতাড়ি হয়ে যাবে, মেডিকেল দিয়ে এসেছি।আল্লাহ তায়ালা চাইতো ইনশাল্লাহ খুব তারাতাড়ি ভিসা পাব।

আমার জন্য দোয়া করো।

আমি তোমার সাথে আছি সব সময়। আর বন্ধু বানাও বন্ধুদের সাথে সময় কাটাও দেখবে ভাল লাগবে......

ভাল থেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.