নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

আমার অভিমান

২০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯

তোমরা বলো, আমি নাকি যুক্তিহীন, আবেগহীন প্রাণ

আমার কাছে নাই নাকি প্রেম-ভালবাসার মান,

আমি বলি,"আরে বাবা,

ভালোবাসার একটা থাবা করলো আমায় ম্লান?

আমার তো সেখানেই তোমাদের সাথে অভিমান।"

বলছি আমি কেন লিখিনা ভালোবাসার গান।



তোমরা যখন রূপসী কন্যার এলোকেশের স্বপ্নে অভ্যস্ত

আমি দেখি হাজারো কন্যা,নারীর ধারণে ছিন্ন বস্ত্র,

আমার চোখে ভাসে তখন তাদের এলোমেলো কষ্ট

ভালোবাসার স্বপ্নটা আর্তনাদে বীজ বপনেই নষ্ট,

বলো আমি কেমনে লিখি ভালোবাসার গান।



তোমরা যখন প্রেয়সিনীর চোখ দেখে কুলহারা

আমি দেখি আমার মায়ের চোখ অশ্রুঝরা,

সংসারের সব কষ্ট সয়ে মা কাঁদেন আচল চেপে

পাশের বাড়ির মহিলারা ভেঙচি হাসেন মুখটা টিপে,

এ দৃশ্য দেখে আমার বুকটা খানখান,

বলো আমি কেমনে লিখি ভালোবাসার গান।



তোমার যখন কল্পনা আর স্বপ্নসুখে বিভোর নয়নে

ও পাড়ের নেকড়েগুলো সব ব্যস্ত আমার ভাইয়ের প্রাণহননে,

গোলাপের পাঁপড়ির প্রতি যখন তোমাদের পিছুটান

নেকড়েরা সব উতসবে মাতে; সেতো রক্তস্নান,

তারপরও কেমনে লিখি ভালোবাসার গান।



কভু আমার যুক্তিগুলোর হবে না শেষ,

যদিও তোমাদের যুক্তি নেই,

তবুও রয়ে যাবে আমার প্রতি রেষ।

তোমাদের কাছে ভালোবাসা মানে প্রেয়স-প্রেয়সিনী

আমার কাছে ভালোবাসার ধারা কীট থেকে জননী।

তোমরা খুঁজো তার কাছে চোখের মাঝে স্বপ্নসুখ,

আমি তখন খুঁজে বেড়াই কোন পথশিশুর একটি হাসিমুখ,

সেই হাসিটা অলীক পাওয়া; চেষ্টা আপ্রাণ,

তোমরা তবুও লিখতে থাকো অবিরাম ভালোবাসার গান!!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.