![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
রাজা: কী মন্ত্রী, আছো কেমন?তা দেখা নাই কত দিন?
মন্ত্রী: নমস্কার, হীরকের রাজা মহান,
এ কদিনে শুধিয়াছি অনেক মানুষের ঋণ !
রাজা: বল কি? হঠাত তোমার এ সুমতি?
মন্ত্রী: ভুল বুঝবেন না,
যারা খুব গোল করছিল, তাদেরই করেছি একটা গতি !
রাজা: ও। তা জনগণ আছে কেমন কেউ কি কিছু কয়?
মন্ত্রী: কওনের মতো কিছু আছে নাকি ঢুকিয়ে দিয়েছি গুমের ভয়,
সব কটার এখন মুখে কুলুপ যা সওয়াবেন তাই সয়।
রাজা: আহা বেশ বেশ, এটাই তো চাই!
মন্ত্রী: জি জনাব, আমি ই যে মন্ত্রণালয় চালাই।
রাজা: আচ্ছা, তোমার মাথায়ে এতো বুদ্ধি, রাতে ঘুমাও কি করে?
মন্ত্রী: কালো বিড়ালের টাকাগুলো বালিশে ভর্তি করে !
রাজা: শুনিলাম "ও" আর "সে" লাফাচ্ছে খুব ভারি
তাদের জন্য কি ব্যবস্থা? নো ছাড়াছাড়ি।
মন্ত্রী: তা আর বলতে,
এক ফোঁটা মুখ ছুটালেই ভরে দেবো জেলে,
এই জগতে আপনি ই ম্যারাডোনা, রাখবো না কোন পেলে !
রাজা: ধন্য হোক তোমার জনম,ধন্য তোমার 'সেবা'র
মন্ত্রী: মহারাজের আজ্ঞায় হলমার্কে লুটিয়াছি যা নেবার !
রাজা: আচ্ছা, দশ টাকার চাল আর বিনামূল্যে সার
ওগুলো নিয়ে তোমার কি আছে ভাববার?
মন্ত্রী: মাফ করিবেন মশাই, বলছেন কিসব?
আপনার রাজ্যে মাত্র দশ টাকায় চাল চাইবে আছে কোন যত্তসব?
'বিনামূল্যে সার'? এ কি মগের মুল্লুক?
পদ্মা, ডেস্টিনি ওগুলোই শুধুই বিনামূল্য; বাকি সব উল্লুক ।
রাজা: তা বটে, তো মন্ত্রী?
রাস্তায় যারা ক্ষোভ দেখাল তাদের কি করলে তুমি?
মন্ত্রী: হে হে, মহাশয়,
বন্দুকের গুলি দিয়ে সাফা করেছি, এক্কেবারে বিরান ভূমি !
রাজা: আর ঐ যে মিডিয়া আর সুশীল-বুদ্ধিজীবি ?
মন্ত্রী: খেক খেক, মিডিয়া-সুশীল তো আমাদের দুধের গাভি !
রাজা: আর আইন শৃঙ্খলা মানবাধিকারের কি ই বা খবর?
মন্ত্রী: মানবাধিকার? হে হে, লজ্জা দিলেন, সে তো কবেই কবর!
আমাদের সামন্তের হাতে একে-৪৭ আর চাপাতির ধাঁর
তারা কুপিয়েই যাচ্ছে বিশ্বজিত,বাবু,লোকমানের বাহার !
রাজা: চমৎকার, সাধে কি তোমায় মন্ত্রী বানিয়েছি ,হরি হরি !
(চুপি চুপি) ওপারের দাদাদের জন্য কি করেছো, মরি মরি !
মন্ত্রী: সীমান্তে ফেলানি দিয়েছি,
বিডিআর দুহাতে মেরেছি,
ফারাক্কা আগের দেয়া, টিপাইমুখ নূতন
ট্রানজিট আর বাজার দিয়ে পুরো রাজ্যে তাদেরই ভুবন।
এখন শুধু রাজ্যটা লিখে দেয়া বাকি।
মহারাজের আজ্ঞা পেলে ওটাও তাদের নামে বুকিং দিয়ে রাখি !
রাজা: বাহ বাহ, বেশ বেশ, আমি সার্থক
তোমার নাম "মখা" হিসেবে খুবই অর্থক।
রাজা ও মন্ত্রীঃ (একসাথে) জয় বাংলা !
ওপারের দাদারা, প্লিজ আমাদের রাজ্যটা ও সামলা !
-----------------------------------------------------------------------
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬
নীল_সুপ্ত বলেছেন: কিচ্ছুটি করার নেই, এমনেও যাচ্ছে ওমনিও যাচ্ছে :-&
২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩১
খাটাস বলেছেন: কি শুনাইলেন !!!!
পলাস
২৮ শে মে, ২০১৩ রাত ৮:৩৯
নীল_সুপ্ত বলেছেন: ধইনে পাতা
৩| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:১৩
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ভালো লিখেছেন।
২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৬
নীল_সুপ্ত বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২
মনিরা সুলতানা বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ রাত ১:১০
নীল_সুপ্ত বলেছেন: এত্ব খুশি হইয়েন না...
গুম কইরালবাম !!
৫| ৩০ শে মে, ২০১৩ রাত ২:২৮
ডি মুন বলেছেন: কিচ্ছুটি করার নেই, এমনেও যাচ্ছে ওমনিও যাচ্ছে :-&
(
০৭ ই জুন, ২০১৩ রাত ১:১১
নীল_সুপ্ত বলেছেন:
দুঃখ আর দুঃখ !
৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২০
অতিক্ষুদ্র বলেছেন: "মিডিয়া-সুশীল তো আমাদের দুধের গাভি !"
০৮ ই জুন, ২০১৩ রাত ২:০৯
নীল_সুপ্ত বলেছেন: তা আর বলতে...
৭| ১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এক ফোঁটা মুখ ছুটালেই ভরে দেবো জেলে,
এই জগতে আপনি ই ম্যারাডোনা, রাখবো না কোন পেলে ! "
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৩৫
নীল_সুপ্ত বলেছেন: বেশি হাইসেন না ভাই, জেলে কিন্তু...
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল,,,,,,,,তবে আপনার খবর আছে কইয়া দিলাম,,,,,,,প্রথমেতো ভালাই পাইলাম,,,শেষে কি শুনাইলেন !!!!