![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
নবাব সিরাজের বাসস্থান হীরঝিলের ধনাগার থেকে ইংরেজদের প্রাথমিক লুন্ঠন তালিকাঃ
১ কোটি ৭৬ লক্ষ রৌপ্য মুদ্রা, ৩২ লক্ষ স্বর্ণ মুদ্রা, ২ সিন্দুক স্বর্ণপিন্ড, ৪ বাক্স হীরা জহরত, ২ বাক্স চুন্নী-পান্না। তাছাড়া ৮ কোটি গোপনে লুকানো টাকা লুট করে ইংরেজরা, মীর জাফরের স্ত্রী মণি বেগম এবং রামচাঁদএবং নবকৃষ্ণ নামক রবার্ট ক্লাইভের দুই অনুচর।
রামচাঁদ
৬০ টাকা মাসিক বেতনের কর্মচারী
কোম্পানীর চাকরি করেছিল ১০ বছর
রেখে যায় ৭২ লক্ষ টাকা, ৮০টি স্বর্ণ কলস, ৩০০ এরও বেশি রৌপ্য কলস।
নবকৃষ্ণ
৬০ টাকা মাসিক বেতনের কর্মচারী
কোম্পানির চাকরি বহাল থাকা অবস্থায় মাতৃ শ্রাদ্ধে খরচ করে ৯ লক্ষ টাকা।
পলাশী যুদ্ধে অংশগ্রহণের (!!) ক্ষতিপূরণ স্বরুপঃ
বৃটিশ স্থল ও নৌ সেনারা পেলঃ ৪ লক্ষ পাউন্ড
সিলেক্ট কমিটির ৬ জন সদস্য পেলঃ ৯ লক্ষ পাউন্ড
কোম্পানির কাউন্সিল মেম্বাররা পেলঃ ৫ লক্ষ ৮০ হাজার পাউন্ড
রবার্ট ক্লাইভ নিজে পেলঃ ২ লক্ষ ৩৪ হাজার পাউন্ড এবং ২৪ পরগনার জমিদারী আর সেই সাথে “সাবাত জং” উপাধি।
এ ছাড়া সাধারণ ইংরেজরা কি পরিমাণ অর্থ এবং সম্পদ আত্মসাৎ করেছিল তা বলা দুঃসাধ্য।
শ্রী অক্ষয় কুমার মৈত্রেয় এর বই “মীর কাসিম” এর পৃষ্ঠা ১৮-১৯ এ উল্লেখ আছেঃ
“পলাশীর যুদ্ধাবসানে সেনাপতি ক্লাইভ গভর্নর ড্রেক সাহেবকে পত্র প্রেরণ করেন, সেই পত্রে ২৫ জুনে কলিকাতার ইংরেজমণ্ডলী এই দেবদুল্লভ বিজয়বার্তী প্রাপ্ত হইয়া আনন্দে উন্মত্ত হইয়া উঠিয়াছিলেন। কলিকাতার ইংরেজ দরবার কালক্ষয় না করিয়া এক ত্বরিতগতি জাহাজ সাজাইয়া মহাসমারোহে ম্যানিংহাম সাহেবকে তাহাতে উঠাইয়া দিয়া বিলাতে বিজয়বার্তা প্রেরণ করিলেন, এদিকে সেনাপতি ক্লাইভের অক্ষুণ্ণ অধ্যবসায়ে মুর্শিদাবাদের নবাব-দত্ত ধনরত্ন সাতশত সিন্দুকে বোজাই হইয়া একশত সুসজ্জিত তরুণী সংযোগে বৃটিশ-বিজয়-বৈজয়ন্তী সুবিস্তৃত করিয়া বৃটিশের রণবাদ্যনিনাদে ভাগীরথীর উভয় তীর প্রতিধ্বনিত করিতে করিতে নবদ্বীপে উপনীত হইলো।”
Early Record of British India এর পৃষ্ঠা-২৬ এ বলা হয়েছে যে
“ইতিহাসে এরকম হঠাৎ ভাগ্য পরিবর্তনের নজির খুবই কম। এতে ইংরেজরা যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়েছেন তা সাধারণত কেউ অল্প যুদ্ধ করে বিশাল কিছু জয় করলে যেরকম আনন্দ লাভ করেন অনেকটা সেরকম-ই অনুভূতি।”
অর্থ লুটপাট সংক্রান্ত তথ্যসূত্রঃ মুসলিম আমলে বাংলার শাসনকর্তা-আসকার ইবনে শাইখ
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
নীল_সুপ্ত বলেছেন: এরা সবাই লুটেরা সেটা নিয়ে সন্দেহ নেই, প্রার্থী মনোয়নের বোর্ডে নেত্রীরা জিগ্যেস করেন যে "জনাব, ৫ কোটি টাকা ব্যয় করতে পারবেন তো?" লাউ ঠেলা :-< :-&
তবে ইংরেজদের লুটেদের পরিমাণ ভয়ানক ছিল, জানেন কিনা জানিনা যে ৭৬ এর মন্বন্তর এর জন্য দায়ী কিন্তু ইংরেজরাই।
এ নিয়ে আরেকটা পর্ব লেখার ইচ্ছা আছে।
২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ঢাকাবাসী বলেছেন: লেখক আর রিওমারের মন্তব্য দুটোই পড়লুম, বে্শ মিল আছে!
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
নীল_সুপ্ত বলেছেন: এরা সবাই লুটেরা সেটা নিয়ে সন্দেহ নেই, প্রার্থী মনোয়নের বোর্ডে নেত্রীরা জিগ্যেস করেন যে "জনাব, ৫ কোটি টাকা ব্যয় করতে পারবেন তো?" লাউ ঠেলা :-< :-&
তবে ইংরেজদের লুটেদের পরিমাণ ভয়ানক ছিল, জানেন কিনা জানিনা যে ৭৬ এর মন্বন্তর এর জন্য দায়ী কিন্তু ইংরেজরাই।
এ নিয়ে আরেকটা পর্ব লেখার ইচ্ছা আছে।
আর হ্যাঁ, মিল আছে বৈকি, প্রথমে ভেবেছিলাম মিলটা তুলে ধরবো কিনা... পড়ে ভাবলাম একটা ইতিহাসের অংশকে রাজনৈতিক ঝক্কি ঝামেলায় ফেলে লাভ কি !!!
পড়ার জন্য ধন্যবাদ
৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
বাংলাদেশী দালাল বলেছেন: ঢাকাবাসী বলেছেন: লেখক আর রিওমারের মন্তব্য দুটোই পড়লুম, বে্শ মিল আছে!
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
নীল_সুপ্ত বলেছেন: এরা সবাই লুটেরা সেটা নিয়ে সন্দেহ নেই, প্রার্থী মনোয়নের বোর্ডে নেত্রীরা জিগ্যেস করেন যে "জনাব, ৫ কোটি টাকা ব্যয় করতে পারবেন তো?" লাউ ঠেলা :-< :-&
তবে ইংরেজদের লুটেদের পরিমাণ ভয়ানক ছিল, জানেন কিনা জানিনা যে ৭৬ এর মন্বন্তর এর জন্য দায়ী কিন্তু ইংরেজরাই।
এ নিয়ে আরেকটা পর্ব লেখার ইচ্ছা আছে।
আর হ্যাঁ, মিল আছে বৈকি, প্রথমে ভেবেছিলাম মিলটা তুলে ধরবো কিনা... পড়ে ভাবলাম একটা ইতিহাসের অংশকে রাজনৈতিক ঝক্কি ঝামেলায় ফেলে লাভ কি !!!
পড়ার জন্য ধন্যবাদ
৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০১
এম এম ইসলাম বলেছেন: একদা ব্রিটেনের তুলনায় ভারতবর্ষ (বাংলাসহ) ছিল অনেক সমৃদ্ধ। আজ তারা উন্নত, ধনী দেশ। আর আমরা অনুন্নত, দরিদ্র। তাদের পূর্বপুরষেরা আমাদের সম্পদ লুন্ঠন ও শোষন করে নীজদেশকে করেছে সমৃদ্ধ আর আমাদের নিঃস্ব। তাদের পূর্বপূরুষের ডাকাতির ফলেই আজ তারা ধনী আর আমরা দরিদ্র।
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭
নীল_সুপ্ত বলেছেন: ঠিক বলেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শুধু এই পরিমাণ অর্থ লুট করে ক্ষান্ত দিয়েছে তা কিন্তু নয়, তারা নতুন নতুন পন্থা আবিষ্কাড় করেছে লুটতরাজের, যেমন সবকিছুতে কর বসিয়ে...
৭৬ এর মন্বন্তর এর পিছনে একমাত্র কারণ ইংরেজদের এরকম লুটতরাজ।
৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪১
জুবায়ে১২ বলেছেন: এদেশ থেকে টাকা নিয়েই এরা আজ সভ্য সেজেছে । মানুষের রক্তচোষা টাকায় এদের ভিত্তি গড়ে উঠেছে । এদের বর্বরতা আজো রয়ে গেছে । যার সাক্ষি ইরাক , আফগানিস্থান , লিবিয়া , সিরিয়া ।
১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫৮
নীল_সুপ্ত বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭
রিওমারে বলেছেন: ইংরেজদের লুটের যে হিসাব দেখালেন তার থেকে সেখ হাসিনা খালেদা জিয়া-- জাতীয় নির্বাচন আসলে মার্কা বিক্রি করে বেশী টাকা লুট করে।