![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
শেষ পরীক্ষা আসিলে আমার মতন কালেভদ্রে পড়ুয়ার দলের মধ্যে শুরু হয়ে যায় এক মহাতর্ক, "শেষ পরীক্ষাটা আগে হইলে কি সমস্যা হইতো?" তাহা লইয়া।
বন্ধুকুলের দুষ্টের শিরোমণি শাওন কহিলো, " শেষ পরীক্ষাটা সবার শুরুতে হলে আর কোন সমস্যাই থাকতো না।" সকলেই সমস্বরে চেচিয়া উঠিলাম, "ঠিক ঠিক।"
সর্বদা সেইফ সাইডে ঘাপটি মেরে থাকা ওয়াহিদ কহিল," নাহ, শেষ পরীক্ষাটা ভার্চুয়াল হওয়া উচিত, কেউ জানবেই না কোনটা শেষ পরীক্ষা, একদিন পরীক্ষা দিয়ে বের হবে আরে জানতে পারবে যে আর কোন পরীক্ষা ই নেই। সারপ্রাইজ! " সকলে বাহবা তালিয়া দিয়া উঠিল।
এতসব দুর্দান্ত বুদ্ধির পরেও শেষ পরীক্ষাটা শেষ থাকা লইয়া আক্ষেপ রইয়া ই গেল !
বেলা শেষে আমরা বুঝিয়া উঠিলাম মনুষ্যকুল কেন "ডিম আগে না মুরগি আগে?" নিয়ে ধরিত্রী সৃষ্টির পর থেকেই বিতর্ক চালাইয়া যাচ্ছে !
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
আমরা সবাই নিজের কথা বলতে খুব ভালোবাসি, নিজেদের গল্প অন্যকে শোনাতে পারলে খুব স্বস্তি পাই, আমাদের বাঙ্গালীদের এই স্বস্তিবোধ আবার আরামপ্রদ হয়ে গেছে, আর সেই জন্যেই আমার ও কিছু কথা এভাবেই ছোট ছোট পর্ব আকারে লিখে যাচ্ছি।
আত্মকথন (অনুপর্ব-০১)
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো তো। এই রকম স্মৃতি চারন ভালো লাগে।