| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল_সুপ্ত
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
দেশটা আমার বাপের ছিল
দেশটা এখন আমার
আমার কথার উলটো গিয়ে
তুই কে কথা কওয়ার ?
বাড় বাড়ছস? সাহস বেশি?
টেংরি ভাইঙ্গা ঘাড়ে !
ভোট দেস নাই আমারে তোরা,
মনু, কারেন্ট দিমু না রে।
মুক্তিযুদ্ধ আমার সম্পদ
কোটা হইলো দলের
তোরা সব চামচা চাকর
আর গুটি আমার চালের।
ফটো দেইখা চিনা রাখছি
তোরা কারা কারা,
ধইরা ধইরা ভরমু চৌদ্দ শিকে
জেল কিন্তু কোটা ছাড়া !!!
বিঃ দ্রঃ ইহা লেখকের অলস মস্তিষ্কের চেতনাবিহীন ছন্দ। ইহার সাথে বাস্তব জগতের কোন জড় বা জীবের কোন বিন্দুমাত্র মিল পাইলে তাহার সকল দায়ভার সেই বস্তু অথবা প্রাণীর, কোনভাবেই লেখকের নয়।
ফেবু লিঙ্ক
©somewhere in net ltd.