নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন (অনুপর্ব-০৩)

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

এই অল্প বয়সে মাথার চুল পড়ে যাচ্ছে, এই নিয়ে কথা হচ্ছিল আমার এক শুভাকাংখীর সাথে , তিনি আমাকে পরামর্শ দিলেন যে ডিমের সাদা অংশ মাথায় মেখে কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করতে। বেশি দেরি হয় নি, মাত্র তিন ঘন্টার মধ্যে সেই "ডিম দেয়া"র কাজ সাধ্য করেছেন এক বড় ভাই। :D



আজকে রাত ১০টায় ছিল আমাদের মহামতি Tanveer Ahmed ওরফে চিকু ভাইয়ের জন্মদিন পরবর্তী এমএমডি (মিজান মামার দোকান) তে সংবর্ধনা, যথাসময়ে আমরা জুনিয়র এবং চিকু ভাইয়ের ব্যাচমেট (আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়ারা) জড়ো হলেন, নানা রকম গান, কবিতা কিংবা ভাষণ শ্লোগানের মধ্য দিয়ে তুমুল করতালির মধ্য দিয়ে তা উদযাপিত হতে থাকলো... যেমন ধরুনঃ



"পড়েনা চোখের পলক

চিকু ভাইয়ের রূপের ঝলক"



"তোমায় দেখলে মনে হয়, (চিকু ভাইয়ের দিকে ইশারা করে)

হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়।"



"বঙ্গবন্ধুকে দেখে ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন,'আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।" আমরাও বলতে চাই যে, 'আমরা হিমালয় দেখিনি, চিকু ভাইকে দেখেছি।' তালি হবে তালি।"



"চিকু ভাইয়ের চরিত্র

ফুলের মত পবিত্র।" (কোন ফুল তা জানিনা)



"চিকু ভাই এগিয়ে চলো

আমরা আছি তোমার সাথে।" (যদি খাওয়ান তাইলে)



ওদিকে ভাইয়ারা চিকু ভাইয়ের বিস্তৃত ললাটে কেক মাখিয়া তার ব্ল্যাক পার্লের চেহারাকে রঙ্গীল আর দীঘল কালো কোঁকড়ানো চুলকে ফায়ারওয়ার্ক্‌সের নানান শিখায় শিখান্বিত করলেন। তুমুল খাওয়া দাওয়া হইলো। সবার শেষে আমরা লাইন ধরে ভাইয়ের সাথে যখন কোলাকুলি করার সৌভাগ্য অর্জন মারফত বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছিলাম তখনি চিকু ভাইয়ের পিঠে লেগে থাকা কেকের দ্বারা তিনি আমাদের ও গেঞ্জি/শার্টে আদরের পরশ দিতে উদ্যত হইলে আমি "লুঙ্গির কোচা বাইন্ধা" ভো দৌড় লাগাইলাম। ওদিকে আমাদের বন্ধুকুলের দুই মহাবেইমান (ভুলেও জাপা নেতা এরশাদ ভাববেন না) শাওন এবং আব্দুর রহিম আমাকে অনেকটা ধরে বেঁধে বাকশালী কায়দায় চিকু ভাইয়ের কাছে নিয়ে গেলেন, কি আর করা, ভাগ্যের নির্মম পরিহাসে আমি কেক নিজের গায়ে বরণ করতে যখন মাথা পেতে নিলাম ঠিক তখনি... ...



ঠিক তখনি এসটি ভাই আমার মাথায় ফার্মের মুরগির আস্ত একটা খাঁটি ডিম ফাটালেন :/ :/



এরপর... এরপর আর কি? আমার চুলের চর্চাও হইয়া গেলো



অ্যানিওয়ে, শুভ জন্মদিন চিকু ভাই, আপনাদের মত ভাইয়াদের জন্মদিনে মাথায় একটা কেন হাজারটা ডিম ফাটাইলেও কোন আপত্তি নাই, তবে নেক্সট টাইম একটু আস্তে ফাটায়েন, ব্যথা লাগে :P



বিঃ দ্রঃ যদিও আমার শুভাকাংখী আমাকে ডিমের সাদা অংশ মাখতে বলেছিলেন তবুও শেষমেষ কুসুম অংশ ও মাখা হয়েছে, সমস্যা কি ! ফ্রি পাইলে বাঙালি আলকাতরা ও খায়, আর ইহা তো মুরগির ডিম :D

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩

সাকিব শাহরিয়ার বলেছেন: ফ্রি পাইলে বাঙালি আলকাতরা ও খায়, আর ইহা তো মুরগির ডিম :D ভালো হয়েচে।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

নীল_সুপ্ত বলেছেন: খেক খেক... বিনোদন আর বিনোদন :D

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭

টুম্পা মনি বলেছেন: বিঃ দ্রঃ যদিও আমার শুভাকাংখী আমাকে ডিমের সাদা অংশ মাখতে বলেছিলেন তবুও শেষমেষ কুসুম অংশ ও মাখা হয়েছে, সমস্যা কি ! ফ্রি পাইলে বাঙালি আলকাতরা ও খায়, আর ইহা তো মুরগির ডিম :D :D :D

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

নীল_সুপ্ত বলেছেন: খেক খেক... বিনোদন আর বিনোদন :D

৩| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

আরজু পনি বলেছেন:

এতো সুন্দর করে বললেন যেন চোখের সামনেই দেখতে পেলাম কোন হলের কাছেই কোন দোকানের সামনে দাড়িয়ে আপনারা সেলিব্রেট করছেন চিকু ভাইয়ের জন্মদিন। :D

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

নীল_সুপ্ত বলেছেন: খালি দেখলেই চলবে? চলে আসবেন না খেতে?? কি যে মিস করলেন... :P

৪| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

রেজা সিদ্দিক বলেছেন: অনেক ভাল। লিখে যান।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

নীল_সুপ্ত বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রি পাইলে বাঙালি আলকাতরা ও খায়, আর ইহা তো মুরগির ডিম :D

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

নীল_সুপ্ত বলেছেন: :D :D তাও আবার ফার্মের মুরগির ডিম :D

৬| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

তাহিতি তাবাসুম বলেছেন: আরজুপনি বলেছেন:

এতো সুন্দর করে বললেন যেন চোখের সামনেই দেখতে পেলাম কোন হলের কাছেই কোন দোকানের সামনে দাড়িয়ে আপনারা সেলিব্রেট করছেন চিকু ভাইয়ের জন্মদিন।

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫৬

নীল_সুপ্ত বলেছেন: খালি দেখলেই চলবে? চলে আসবেন না খেতে?? কি যে মিস করলেন.. :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.