নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি !!!

নীল ভোমরা

আমি এক যাযাবর....

নীল ভোমরা › বিস্তারিত পোস্টঃ

টুকরো গল্প!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১

এক.







চোখে দূরবীণ লাগিয়ে চুপি চুপি অন্যের অন্দরমহলে নজর রাখা নিশ্চয়ই ভাল কোন কাজ নয়। অন্যায় বটে! কিন্তু কিশোর ছেলেটি মাঝ রাতে ব্যালকনিতে বসে সেই গর্হিত কাজটিই করছে এবং খুব মজা পাচ্ছে!



দূরে একটি এ্যপার্টমেন্ট ভবনের ছ'তলায় একটা জানালায় আলো দেখা যাচ্ছে....একটি মেয়ে ঘরের এপাশ থেকে ওপাশে গেল...তারপর পাঁচ মিনিট আর তার দেখা নেই! তার পাশের বিল্ডিং-এর এক মাঝবয়সী মহিলা মশারী টাঙানোর কাজটি করছেন..... বুকের আচঁলটি যথাস্থানে নেই!...নিজের শোবার ঘরে আঁচল ঠিক রাখার প্রয়োজনই বা কি! পাশের একটি ভবনের চার তলায় বাথরুমে এই মাঝরাতে কেউ একজন শাওয়ার নিচ্ছে...কিন্তু পুরুষ কি মহিলা, সেটা বাথরুমের ছোট ঘুলঘুলি দিয়ে দেখার উপায় নেই!



নীচে সরু গলিপথটায় সিটি কর্পোরেশনের একটা বাতি মৃদু জ্বলছে বটে....তবে সেটা আঁধার দূর করবার ব্যর্থ প্রয়াস মাত্র! দু'জন লোক হেঁটে যাচ্ছে দ্রুতপদে...এত রাতে কিসের তাড়া কে জানে! তাদের পিছনে একটি নেড়ী কুত্তা ন্যাজ নাড়তে নাড়তে ফলো করছে, তবে তার কোন তাড়া আছে বলে মনে হচ্ছেনা...লোক দু'টোকে ফলো করাই যেন তার কাজ!



১৮০ ডিগ্রী পর্যবেক্ষণের পর আবার সেই প্রথম জানালাটায় এসে আটকে গেল দুরবীণের চোখ। ঘরের ভিতর মেয়েটার ছায়া দেখা যাচ্ছে এবার। এখন জানালার পর্দাটা টানা.....হালকা পর্দাটা ভেদ করেও আলো-ছায়ার নড়াচড়া বোঝা যাচ্ছে! । হঠাৎ ঝপাৎ করে ভারী কিছু একটা ঝুলে পড়লো মনে হলো.....বাতাসের ঝাপটায় পর্দার মাঝ বরাবর খানকিটা ফাঁকা হয়ে দৃষ্টি চলে গেল ঘরের অভ্যন্তরে..... গলায় ওড়না পেঁচানো মেয়েটার শরীর একবার ঝাঁকি খেল কি!..... তারপর.... নিঃসার ঝুলে রইল সিলিং ফ্যনটার সাথে!







দুই.







সমুদ্র দেখার খুব শখ! বিশাল সমুদ্র কাছ থেকে দেখবে সে......বারো বছরের এক কিশোর। অনেক কৌতুহল নিয়ে বাবার সাথে সে এসেছে সাগর দেখতে...জীবনে প্রথমবার!



ছেলেটি বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে সমূদ্র তীরে।

হু হু করে বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে!.... আকাশ কালো করে সাত সমূদ্র তের নদীর ওপার থেকে তেড়ে আসছে আগুনমুখো কোন বিশাল দৈত্য.....সেই সাথে অনেক দূর থেকে ধেয়ে আসছে তার গর্জন ! ছোটবেলায় দিদার কাছে আগুনমুখো দানবের গল্প শুনেছে সে। যেই দেশে কুচবরণ কন্যা-কে ঘুম পাড়িয়ে রেখেছে এক মায়াবী ডাকিনী!....আগুনমুখো দৈত্য রয়েছে তার পাহারায়! জান বাজী রেখে রাজকুমার পঙ্খীরাজ ঘোড়ায় চেপে উদ্ধার করতে গেছে সেই রাজকুমারীকে....



পায়ের গোড়ালী পর্যন্ত ভিজিয়ে দিয়ে গেল সমূদ্রের ঢেউ! পায়ের তলার বালি সুরসুর করে সরে যাচ্ছে যেন! এই বুঝি নিঃশাসের সাথে সবকিছুর টেনে নিয়ে যাবে আগুনমুখো দৈত্য!



ভয়ে বাবাকে জড়িয়ে ধরলো ছেলেটি!....

ছেলেটি যে জন্মান্ধ্য!







মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

শান্তির দেবদূত বলেছেন: দারুন! প্রথমটার শেষে এসে চমকে উঠলাম! এমটা আশা করিনি। সে হিসাবে শেষরটা একটু সাদামাটা। আপনার লেখার স্টাইল বেশ সাবলিল, অনেক প্রাণবন্ত। শুভেচ্ছা রইল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

নীল ভোমরা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ......দেবদূত! শুভকামনা!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

নীল ভোমরা বলেছেন: মোটামুটি লাগার জন্য ধন্যবাদ!....শুভকামনা!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: ভালোই, শুভকামনা থাকল :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

নীল ভোমরা বলেছেন: আপনাকেও শুভকামনা.....ভাল থাকবেন!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৬

অপু তানভীর বলেছেন: আসলেই প্রথমটা শেষটা পড়ে একটু চমকে উঠলাম !
দারুন !! :):)

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬

অপু তানভীর বলেছেন: আসলেই প্রথমটা শেষটা পড়ে একটু চমকে উঠলাম !
দারুন !! :):)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ! শুভকামনা!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো টুকরো গল্প।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

নীল ভোমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আরুশা বলেছেন: অসাধারন লাগলো গল্প দুটা। মন ছুয়ে গেল একেবারে। অনেকদিন পর আপনাকে দেখছি মনে হয় ।
+++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নীল ভোমরা বলেছেন: হুম...অনেকদিন পর আবারও প্রিয় ব্লগে। পোস্ট ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা!

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ!.....শুবকামনা!

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

চতুষ্কোণ বলেছেন: ভাল লাগল। কেমন আছেন?

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ চতুষ!....আবারও আপনার দেখা পাওয়ায় ভাল লাগছে। আমি ক্যামন আছি?.....হুমম.....মন্দনা!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২

রাসেলহাসান বলেছেন: প্রথমটা বেশী ভালো লাগলো। শেষের টাও ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ!......ভাল থাকবেন নিরন্তর!

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

নীরব 009 বলেছেন: দুটোই ভাল লেগেছে। তবে প্রথম গল্পে কেন যেন মনে হচ্ছিল মেয়েটা ঝুলে পড়বে। :(

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

নীল ভোমরা বলেছেন: দুটোই ভাল লেগেছে জেনে আাম আনন্দিত...পুলকিত!

এত পিচ্চি গল্প!....তারপরও আপনি আগেই গল্পের শেষটা বুঝে ফেলেছিলেন?!...... আপনার ইনিটিউশন খুব প্রখর!

শুভকামনা!

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: টুকরো গল্পদুটির ভাললাগা একবারে দিয়ে গেলাম ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

নীল ভোমরা বলেছেন: থ্যাংকস্...... আপনার জন্যও 'ভাললাগা' রইল!

১৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রথমটা পড়ে থমকে গেলাম , ভাল লেগেছে দুটোই ।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

একলা ফড়িং বলেছেন: দুটো গল্পই শেষে এসে হঠাৎ করে মন খারাপ করে দেয়!


প্রথমটা বেশি ভালো লেগেছে। কিন্তু এভাবে দূরবীন দিয়ে অন্যের ঘরে সত্যিই কেউ নজর রাখে নাকি! B:-) X( :-P

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

নীল ভোমরা বলেছেন:
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!

হুমম......কত ধরনের দুস্টুমি বুদ্ধি যে আসে মানুষের মাথায়! ...পিপিংটম করার লোকও আছে এই দুনিয়ায়...যদিও এটা ঘোরতর অন্যায়।

শুভকামনা!

১৫| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

নীল জোসনা বলেছেন: গল্প পড়তে পড়তে মুখস্ত হয়ে গেল ......।

নতুন কিছু পড়তে চাই ।

দুটো গল্পের জন্যই ভালো লাগা জানিয়ে গেলাম । ভালো থাকবেন নিরন্তর ।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

নীল ভোমরা বলেছেন: বাহ্!‍.....আপনি অন্যের পোস্টে কমেন্ট করতে পারছেন দেখছি!....খুশির খবর। শুভকামনা ।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

নীল জোসনা বলেছেন: খুশির চোটে সবাইকে মিষ্টি ও খাওয়াচ্ছি !!!

প্রথম কমেন্ট কিন্তু আপনার ব্লগেই করেছি ........।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নীল ভোমরা বলেছেন: থ্যাংকস!

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১

নীল ভোমরা বলেছেন: শুভ নববর্ষ!‍ শুভকামনা!

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১

তাসজিদ বলেছেন: প্রথম টি মারভেলাস।

+++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

নীল ভোমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন গল্পগুলো ৷ প্রথমটির শেষটায় থমকে গেলাম ৷



গল্পগুলোর ভাষা সাবলিন ৷

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

নীল ভোমরা বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই! ধন্যবাদ। শুভকামনা!

২০| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩২

স্বপ্নছোঁয়া বলেছেন: যে গল্প পড়তে গিয়ে শেষটা অনুমান করতে পারিনা তা দিগুন আগ্রহ নিয়ে পড়ি।
ভাল লেগেছে । :D

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬

নীল ভোমরা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম! ভাল থাকবেন।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:২৪

অরিজিনাল বড় মামা বলেছেন: !!! কঠীন!!!

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

নীল ভোমরা বলেছেন: তাই?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.