![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ্লাদি বিবি-বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া মানে ফি-বছর একবার কক্সবাজার ট্রিপ!....আর তাদের বেড়ানোর আনন্দই হচ্ছে ইচ্ছেমত শপিং, মজার মজার খাবার আর ছবি তোলা !
আমার হাতে নিজের ডিজিটাল ক্যামেরা থাকতেও বীচের এক নাছোরবান্দা ফটোগ্রাফার ক্যামনে ক্যামনে পাম-পট্টি দিয়ে আমার স্ত্রীকে রাজী করিয়ে ফেল্লো...'' ম্যাডাম, ভিউ-কার্ডের মত ছবি হবে, আপনার আর স্যারের কয়েকটা সুন্দর ছবি তুলে দেই!'' ভিউ কার্ডে আমার আকর্ষণ নাই, তবে ভাবলাম ফ্যামিলির গ্রুপ ছবি তুলতে আবার কাকে না কাকে রিকোয়েস্ট করবো!... ব্যাটা ফটোগ্রফারই তুলুক কয়েকটা ছবি! ব্যাস শুরু হয়ে গেল...টপাটপ ছবি তোলা! একই জায়গায়, একই পোজে ছবির পর ছবি.....ফটোগ্রাফার ব্যাটা আস্বস্ত করলো....ল্যাপটপে ছবি দেখে শুধু ম্যাডামের পছন্দমত ছবিগুলো প্রিন্টের অর্ডার দিলেই চলবে....সুতরাং ক্লিক করতে কোন অসুবিধা নেই! ছবি তুলতে যেন কোন পয়সা-ই লাগেনা!
বীচে স্নান শেষে ফেরার সময় বল্লাম '' কি হে...., কতগুলি ছবি তুললেন?''.... ফটোগ্রাফার বিগলিত হাসি হেসে বল্লো..'' বেশিনা স্যার, একশত বিয়াল্লিশ-টা!'' আমার স্ত্রী জানান দিলেন, ''এখন এই অবস্থায় এত ছবি দেখে সিলেক্ট করা সম্ভব না....বরং সব ছবি প্রিন্ট করুক!'' ফটোগ্রাফার সাহেব-তো এমনটই চান....আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে বল্লো..'' অসুবিধা নাই ম্যাডাম, বিকেলে সানসেটের ছবি তুলে রাত আটটার মধ্যে সব ছবি প্রিন্ট করে রুমে দিয়ে আসবো।'' রাতে হোটেল রুমে ছবি নিয়ে এলো...., সকাল আর বিকালের সব মিলিয়ে দুইশত ছত্রিশখানা ছবি! সাথে সিডি-তে সফট্ কপি...তার জন্য এডিশনাল চার্জ!
আপনারাও দেখুন সেই নাছোরবান্দা ফটোগ্রাফারের তোলা ছবিগুলো থেকে গোটা কতক ফটুক...
এক ফ্রেমে পুরো ফ্যামিলি
''ম্যাডাম...আরও একটু ক্লোজ.....হ্যা এবার ঠিক আছে''...ক্লিক!
মোরা আর জনমে হংস মিথুন হবো.......
শী
এন ইভিনিং ইন কক্সবাজার!
সেদিন দু'জনে.... দুলেছিনু বীচে....
সাগরের তীর থেকে...মিস্টি কিছু হাওয়া এনে...
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫
নীল ভোমরা বলেছেন: গণ ছবি!...... একই পোজের এত ছবি ভালকরে দেখার ধৈর্য্য আমারও হয়নি! এত ছবি সামুতে দেখার কোন উপায় আছে!?.... ডাউনলোড হতেই দিন কাবার.... বিরক্তি .... বিরক্তি....!
ছবি প্রিন্ট ৫/- প্রতিটি....আর সফটকপি ১০০/- অতিরিক্ত।
শুভকামনা!
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮
স্পেলবাইন্ডার বলেছেন: ভাই! কিছু মনে নিয়েন না! আপনার ফটুগ্রাফার কি বামন প্রজাতির?
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬
নীল ভোমরা বলেছেন: বটে.....কিন্তু আমিও একটু গালিভার প্রজাতীর!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাশাল্লাহ।
আপনাদের দারুন দেখাচ্ছে।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
নীল জোসনা বলেছেন: আনন্দময় পারিবারিক ভ্রমন । দুইশত ছএিশখানা ছবি থেকে মাএ সাতটা ।
ভাল থাকবেন । শুভ কামনা পুরো পরিবারের জন্য ।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৩
নীল ভোমরা বলেছেন: শুভকামনা!
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নাইস!
৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
আননোন বাংলাদেশি বলেছেন: দুইশত ছএিশখানা ছবিই আফলোড দিয়া দিতেন!!
৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: নাছোরবান্দা ফটোগ্রাফার
সুন্দর ! নাইস ফ্যামিলি ।
৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
এহসান সাবির বলেছেন: সুন্দর।
৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
কালোপরী বলেছেন: nice
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
নীল ভোমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: ভাইয়া ছবিগুলো তে তোমাদেরকে দেখে অনেক ভালো লাগলো আর ক্যাপশনগুলোও মজার!
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
নীল ভোমরা বলেছেন: থ্যাংকস!
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফটোগ্রাফার ভালোই পকেট কাটলো দেখছি আপনার।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
যাক, আপনার মুখ দর্শণ হোল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
নীল ভোমরা বলেছেন: যাক.....মুখ দর্শনে আপনি খুশি হলে আমিও খুশি!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: .'' বেশিনা স্যার, একশত বিয়াল্লিশ-টা!'' ...., সকাল আর বিকালের সব মিলিয়ে দুইশত ছত্রিশখানা ছবি!
কিফটুস কিফটুস 

আর আমাগো জইন্যি মাত্র ই কয়ডা
চার্জ কত নিল কিসু কইলেননা যে