নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি !!!

নীল ভোমরা

আমি এক যাযাবর....

নীল ভোমরা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কেওক্রাডং ট্রিপ

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

গেল মার্চে বন্ধুরা মিলে গিয়েছিলাম কেওক্রাডং চুড়ায়। সেই ট্রিপের কয়েকটি ছবি। নেট স্পীড স্লো হলে এতগুলি ছবির কারণে পোস্ট-টি ডাউনলোড হতে কিছুটা সময় লেগে যাবে নির্ঘাৎ! সে'জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।





গ্রীণ পিক রিসোর্টের চমৎকার কটেজের ব্যালকনিতে বৈকালিক আড্ডা। গ্রীণ পিক রিসোর্টটি বান্দরবান শহরে ঢোকার পথে শহর থেকে চার কিঃমিঃ আগে।





সন্ধ্যে বেলায় গ্রীণ পিক রিসোর্টের কটেজ!





রুমা থেকে বগালেক যাবার পথে 'এগারো মাইল পাড়া'য় যাত্রাবিরতি।





পথিমধ্যে ফটোসেশন!





কমলাপাড়া (বগালেকের পাদদেশ) থেকে পদব্রজে বগালেকে ওঠার পথে। আগের বারের অভিজ্ঞতা ছিল....আমার হাইট ফবিয়ার কারণে সবার সাথে ছোট কিন্তু খাড়া ট্রেইল না ধরে আমি রওনা হলাম ঘোরা পথে চাঁদের গাড়ীর ট্রইল ধরে...সাথে ড্রাইভার।





অনেক কস্টে উঠে এলাম উপরে...ঐ তো দেখা যাচ্ছে বগালেক!





যারা খাড়া পথে আগেই পৌঁছে গেছেন...তারা ততক্ষণে ফটোসেশনে ব্যস্ত!......তাদেরই একজন ফিদা ভাই!





বগালেকে আমাদের ডেরা.... রবার্টের কটেজ! আগের বার উঠেছিলাম লারামের কটেজে। তখন রাত্রি যাপনের জন্য বাঁশ-কাঠের কটেজ ছিল মাত্র দু'টি...লারামের কটেজ, আর লারামের ফুফুৃ সিয়ামের কটেজ। এবার গিয়ে দেখলাম আরও অনেকগুলি কটেজ হয়েছে... টুরিস্টদের সংখ্যাও নেহায়েত কম নয়!





রাতের আড্ডা....আর বারবিকিউ!





বগালেক থেকে কেওক্রাডং যাবার পথে উঁচু পাহাড়ের উপর থেকে বগালেক। পাহাড়গুলি কি শ্রীহীন দেখাচ্ছে দেখুন। বর্ষায় এই পাহাড়ই হয়ে উঠবে সবুজ সতেজ!





বগালেক থেকে কেওক্রাডং যাবার পথে দার্জিলিংপাড়া।





দার্জিলিং পাড়ায় যাত্রাবিরতি।





দার্জিলিংপাড়ায় এক ব্যোম রমণী!





এক কিউট পিচ্চি!





কেওক্রাডং-এর চূড়ায়।





একসময় কেওক্রাডং-কেই বাংলাদেশের সর্বোচ্চ চুড়া ধরা হতো। এই প্রস্তর ফলকে তেমনটাই লেখা রয়েছে।





সাকা হাফং...বালাদেশের সর্বোচ্চ চূড়া!...কেওক্রাডং থেকে তোলা।



(ছবিঃ আদনান, ফিদা ভাই)



মন্তব্য ৬৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:০৮

অতঃপর জাহিদ বলেছেন: অনেক ইচ্ছা থাকা স্বত্বেও ফটোগ্রাফার হতে পারিনি, ডিএসএলআর এর অভাবে?

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০১

নীল ভোমরা বলেছেন: ইচ্ছে থাকলেই উপায় হয়.... আপনারও হবে আশা করি!

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫২

সিফাত সারা বলেছেন: অনেক ভাল লাগলো । মন ছুয়ে গেল :)
অভিনন্দন

৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫২

সিফাত সারা বলেছেন: অনেক ভাল লাগলো । মন ছুয়ে গেল :)
অভিনন্দন

০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫০

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু! শুভকামনা!

৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৫

মশিকুর বলেছেন:
ছবি ব্লগে সাধারনত সাবাই ব্যক্তিগত ছবি অ্যাভোয়েড করে। সে হিসেবে এটা ব্যতিক্রমী লাগলো :) ছবি ব্লগে আসলে প্রকৃতি, সৌন্দর্য, ঐতিহ্য, আচরণ ইত্যাদি ফোকাসে থাকা উচিৎ। যাতায়াত খরচ, ভ্রমন টিপস অ্যাড করলেতো সোনায় সোহাগা। সে হিসেবে এই পোস্টের কয়েকটা ছবিতো অসাধারন :)

শুভকামনা :)

০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯

নীল ভোমরা বলেছেন: হুমম....ঠিক বলেছেন..... যেমন ছবি তুলেছি...তেমনই দিয়ে দিয়েছি। ব্লগের অনেকেই পাহাড়ে ভ্রমণে গেছেন...কেউ কেউ প্রতি বছর-ই যান.....বগালেক, কেওক্রাডং-এও অনেকেই গেছেন। তাই আর বিস্তারিত লিখিনি! তবে এইটুকু বলে রাখি...রিজার্ভ চাঁদের গাড়ীতে গেলে খরচ বেশী হবে...আর সাধারণ চাঁদের গাড়ীতে গেলে খরচ তেমন একটা কিছুনা। আমরা নিজেদের ফোর-হুইল ড্রাইভ গাড়ী নিয়ে বগালেকের পাদদেশ পর্যন্ত গেছিলাম...তারপর এগুতে হলে চাঁদের গাড়ীর বিকল্প নাই। বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত যাওয়া আসা রিজার্ভ চাঁদের গাড়ী নিয়েছিল ৯০০০/-। ভাড়াটা যথেষ্ট বেশী...তাই নয় কি? শুভকামনা!

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:০৯

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ভাল্লাগছে! :) :)

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩

নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ!

৬| ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৫৯

আজীব ০০৭ বলেছেন: অনেক ভাল লাগলো ।

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪

নীল ভোমরা বলেছেন: থ্যাংকু!

৭| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল।

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

নীল ভোমরা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

নীল ভোমরা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

৮| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪২

নীল জোসনা বলেছেন: শুভ কামনা । পাহাড় চূড়ার ছবি বেশি ভালো লেগেছে ।

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪

নীল ভোমরা বলেছেন: শুভকামনা!

৯| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো। এই জায়গায় যে কবে যামু! পার্বত্য চট্টগ্রাম এলাকায় কখনও যাওয়া হয় নাই।

০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৪

নীল ভোমরা বলেছেন: বলেন কি?! বাংলাদেশে পাহাড়ী প্রকৃতি দেখতে হলে আর যাবেন কোথায়?..... বর্ষার বৃষ্টি নামলেই ঘুরে আসুন রাঙামাটি, বান্দরবান! পাহাড় দেখতে হলে বান্দরবান যাওয়াই ভাল। সবুজ সতেজ পাহাড়ী প্রকৃতি.... আর যৌবনা ঝর্ণা উপভোগ করার জন্য বর্ষা-ই উপযুক্ত সময়! ব্লগে বহু গ্রুপ পাবেন যারা প্রতিবছর-ই পাহাড় ট্র্যকিংয়ে যায়। শুভ কামনা!

১০| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

জেরিফ বলেছেন: বান্দরবান গিয়েছিলাম সময়ের অভাবে সব জায়গায় ঘুরতে পারিনি ।
ছবি দেখে এখন মনে হচ্ছে মিস করেছিলাম না গিয়ে ।

ভালো লাগলো , হয়ত আবার যাবো অদূর ভবিষ্যতে ।

শেয়ার করার জন্য ধন্যবাদ

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

নীল ভোমরা বলেছেন: বান্দরবানে দেখার অনেক কিছু আছে....... বান্দরবানের যত গভীরে যাবেন....তত মজা!

১১| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: নিশ্চই যাবো একদিন।

++++++++++++

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫০

নীল ভোমরা বলেছেন: নিশ্চয়ই!....কেন নয়?

১২| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

জাফরুল মবীন বলেছেন: ভ্রমণ বিষয়ক পোষ্ট পড়লে নস্টালজিয়ায় আক্রান্ত হই।ভালোলাগার অন্যরকম এক অনুভূতি দোলা দিয়ে যায়।বেশ ভালো লাগলো।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৭

নীল ভোমরা বলেছেন: আপনার জন্যও শুভকামনা!

১৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫২

সাদা মনের মানুষ বলেছেন: কেওক্রাডং থেকে সাকা হাফং দেখা যায় !!!!!!!!

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৮

নীল ভোমরা বলেছেন: হুমম...আমরা দেখে এলাম-তো! আমাদের গাইড দূর থেকে 'সাকা হাফং'-কে পরিচয় করিয়ে দিয়েছে!

১৪| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯

রঙীন রবীন বলেছেন: এই ব্লগ সমাজে কেওক্রাডং ভ্রমণকারীর সংখ্যা ১% এরও কম তাই বিস্তারিত লিখলে ভাল হতো । আমরা অনেকেই জানিনা কেওক্রাডং গাড়িতে যাওয়া যায়।

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

নীল ভোমরা বলেছেন: হুমম...শুস্ক মৌসুমে চাঁদের গাড়ী করে কেওক্রাডং-এর চুড়ায় যাওয়া যায়...তবে যে ঝুঁকিপূর্ণ রাস্তা!...সে এক ভয়াবহ জার্নি! বর্ণনা করে বোঝানো দূষ্কর! আমরা চাঁদের গাড়ী করেই গেছিলাম!...যে কোন মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে...আর একবার দূর্ঘটনায় পড়লে সোজা হাজার ফুট নীচে! তবে এমন দূর্ঘটনা কখনও ঘটেছে বলে শুনিনি..... চাঁদের গাড়ীর ড্রাইভারদের কনফিডেন্সের উপর ভরসা করে আর দোয়া-দরুদ পড়তে পড়তে কেওক্রাডং চুড়া পর্যন্ত সফর করে আসা যেতে পারে। আর অপনি বয়সে তরুণ হলে অভিজ্ঞ কোন দলের সাথে পায়ে হেঁটেই কেওক্রাডং ঘুরে আসতে পারেন.....পাহাড় ট্রেইলের মজাই আলাদা!

১৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০

ভোরের তারা বলেছেন: ভালো লাগলো পোষ্ট। ++++

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

নীল ভোমরা বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম ব্লগে.....,., যদিও আমি নিজেই এখন অনিয়মিত! মন্তব্য করার জন্য ধন্যবাদ!

১৬| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২২

ইমিনা বলেছেন: আমি যে কবে যেতে পারবো ওখানে :( :(
আপাতত আপনার পোস্টের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি
B-) B-) B-)

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য...এবং মন্তব্যের জন্য ধন্যবাদ! ছেলেদের গ্রুপের সাথে মেয়েদেরও পাহাড়ে বেড়াতে যেতে দেখেছি আমি। তেমন কোন গ্রুপ পেলে ঘুরে অসুন আপনিও! শুভকামনা!

১৭| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++ প্রিয়তে :) কাজে লাগবে ।
গ্রিন পিক রিসোর্ট নিয়ে আরো কিছু তথ্য দিলে উপকৃত হতাম :)
শুভেচ্ছা :)

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

নীল ভোমরা বলেছেন: গ্রীণ পিক রিসোর্টটি বান্দরবন শহরের ঢোকার মুখে..... যেখানে আর্মিদের প্রথম চেকপোস্টে আপনার গাড়ী দাড় করাবে, তার ১০০ গজ পরেই। বান্দরবান শহরের কেন্দ্র হতে গ্রীণ পিক রিসোর্টের দূরত্ব প্রায় চার কিঃমিঃ। বিশাল একটি পাহাড় জুড়ে রিসোর্টটি নতুন তৈরী করা হয়েছে।.....এই রিসোর্টে আপনার সময় উপভোগ্য হবে আশা করি। কটেজে এসি, গীজারসহ সবরকম আধুনিক সুবিধাই রয়েছে। প্রতি রুম প্রতি রাতের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে ৩০০০/- টাকা। আর বিস্তারিত জানতে অথবা ঢাকা থেকেই আগাম রুম বুকিং করতে হলে রিং দেবেন এই নম্বরে - জনাব আলমগীর, ম্যানেজার. গ্রীণ পিক রিসোর্ট ০১৮৪৫৭৭৬৬৩৩ ।

শুভকামনা!

১৮| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

কাউসার রুশো বলেছেন: আহা! নস্টালজিক হয়ে গেলাম।
২০১০ এ গিয়েছিলাম। অসম্ভব সুন্দর জায়গা।
সময় পেলে দেখে আসতে পারেন।
অনিন্দ্যসুন্দর বগা লেক
সাঙ্গু নদ

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

নীল ভোমরা বলেছেন: আপনার পোস্টে ঢু মেরে এলাম! চমৎকার সব ছবি!

১৯| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

লিখেছেন বলেছেন: 100+

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

নীল ভোমরা বলেছেন: থ্যাংকস!

২০| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :) ঈদের আগাম শুভেচ্ছা রইল :)

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

নীল ভোমরা বলেছেন: ঈদের শুভেচ্ছা!

২১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

নীল ভোমরা বলেছেন: ঈদ শুভেচ্ছা আপনাকেও!

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

আবু শাকিল বলেছেন: ছবি ব্লগে বিলম্ববিত ভাল লাগা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

নীল ভোমরা বলেছেন: আমি পুলকিত!...শুভকামনা!

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

হরিণা-১৯৭১ বলেছেন:



ছবি ভালো লেগেছে।
কাম কাজ করেন, নাকি শুধু ঘুরে বেড়ান?

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

নীল ভোমরা বলেছেন:
কাজের ফাঁকে সুযোগ পেলে ঘুরে বেড়াই! পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা!

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ছবি গুলু সুন্দর

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

নীল ভোমরা বলেছেন: থ্যাংকস!

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

তুষার কাব্য বলেছেন: অসম্ভব সুন্দর জায়গা। অবশ্য পুরো বান্দরবান টা কেই আমার অসাধারণ লাগে...সময় সুযোগ হলেই তাই দৌড় দেই... :)

ছবিগুলো চমত্কার হয়েছে ।

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সমকালের গান বলেছেন: ওয়াও। বেশী জোস...:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নীল ভোমরা বলেছেন: হুমমম....অনেক জোশ!

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:

ছবি ভালো লেগেছে।

ঘুরার টাকা ও সময়, কিভাবে কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

নীল ভোমরা বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়! শুভকামনা!

২৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

এম এম করিম বলেছেন: মুগ্ধতা জাগানো পোস্ট।

অনেক ভাল লাগল।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪

নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১০

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নীল ভোমরা বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা!‍

৩০| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

নীল ভোমরা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা!

৩২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

সুলতানা রহমান বলেছেন: আমা‌রো ইচ্ছে ক‌রে এরকম ঘু‌রে বেড়া‌তে ৷ কিন্তু পা‌রিনা, প্রধান সমস্যা আমি মে‌য়ে৷

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

নীল ভোমরা বলেছেন: মেয়েদের জন্য ডিফিকাল্ট হতে পারে, কিন্তু অসম্ভব নয়! মেয়েরা এভারেস্ট জয়ও করছে। অনেক মেয়ে কেউক্রাডং-এর চুড়াও ঘুরে এসেছে........ আপনিও পারবেন।

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

নায়না নাসরিন বলেছেন: যদি যাওয়া হতো । ছবিগুলি সুন্দর । +++++++++

৩৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

অতঃপর হৃদয় বলেছেন: দারুণ লাগলো। যেতে ইচ্ছে করছে খুব। কখনো যাওয়া হয়নি আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.