নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for

রুপালী নুপূর

রুপালী নুপূর › বিস্তারিত পোস্টঃ

আমার ডেলিসিয়াস রেসিপি অফ গরুর মাংস .:):)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৩





গরুর মাংস রান্না করা সহজ ।আন্দাজ মত উপাদান দিতে পারলে টেস্টি হবে উল্টাপাল্টা দিলে জোর করে গিলতে হবে ।

আমার রেসিপি শেয়ার করছি ,

উপাদান :

1. মাংস ১ কেজি

2. পেয়াজ বাটা

3. রসুন বাটা

4. আদা বাটা

5. তেজপাতা

6. গরম মসলা গুড়া

7. হলুদ গুড়া

8. মরিচ গুড়া

9. জিরার গুড়া

10. ধনিয়া গুড়া

11. টক দই

12. সয়াসস / ভিনেগার

13. কাঁচামরিচ

14. তেল

15. লবন

16. যত্ন আর ভালোবাসা

কেমনে রানবেন?

প্রনালী :

যান দুইটা পাতিল খুইজ্জা নিয়া আসেন । একটা পাতিল নেন , এই পাইল্লার মধ্যে মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিয়ে ৪ কাপ টক দই দেন । লিকুইড টক দই দিলে ভাল , না হলে নরমাল টা দিতে পারেন ।তারপর ম্যারিনেড করুন । খাটি বাংলায় কই হাত দিয়া মাখাইয়া রাখেন । চামচ ব্যবহার নিষেধ । খাবারের টেস্ট নষ্ট করলে খবর আছে কইলাম X(( X(( । খাবারের সাথে যত্ন আর ভালবাসা না মিশাইলে খাবার টেস্টি হবে না সো হাত দিয়ে মাখান ।

তারপর আরেকটা পাতিল উনুনে দেন :!> , উনুন মানে চুলা , কইয়াই দিলাম নাইলে তো দোকানে যাইবেন উনুন কিনতে ।পাতিলে পরিমান মত তেল দিন । তেল গরম হলে পেঁয়াজ বাটা বেশি করে গ্রেভি এর জন্য ,আদা বাটা (কম) ,রসুন বাটা ,গরম মসলা গুড়া, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরার গুড়া ,ধনিয়া গুড়া ,তেজপাতা , লবন পরিমান মত দিন এবং মসলা একটু ভাজা হলে ১/২ কাপ পানি দিয়ে ভালো মত মসলা কষিয়ে নিন । এইবার মাংস এর পাতিলটা নিয়ে আসেন , মসলার মধ্যে মাংস ঢেলে দিন টকদই সহ , টক দই দেখবেন পানি পানি হয়ে গেছে । বুঝছেন? নাকি বুঝেন নাই ?

আরেহ আমি বলতে চাইছি টকদই দিয়ে ম্যারিনেড করে রাখা মাংসটা দিবেন টক দই সহ ।

তারপর মাংসের সাথে মসলা আর মসলার সাথে মাংসের সন্ধি করুন । বেশ করে মিক্স করুন । তারপর কষাইতে থাকেন১ চা চামচ সয়া সস অথবা ১ চামচ ভিনেগার দিয়ে । এইটা দিবেন মাংস নরম করার লাইগা (যদি মাংস বেশি শক্ত হয় )।

৩০ মিন: ভালোভাবে কষান । তেল উঠে আসবে ।খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় । ভালো মত কষানোর মানে হচ্ছে মাংসের গন্ধ ও স্বাদ বৃদ্ধি করা । কষানোর উপর গন্ধ ও স্বাদ নির্ভর করে । কষানোর পর পানি দিন পরিমান মত ,যাতে মাংস সেদ্ধ হয় । ডাকনা দিয়ে মধ্যম আগুনের আঁচে রান্না করেন ।একটু পানি বাকি থাকতে কাঁচামরিচ দিয়ে দিন লাল ও সবুজ রংয়ের ।আরেকটু রান্না করুন । পানি শুকাইলে নামিয়ে পরিবেশন করেন একটা সার্ভিং ডিস এ । কিন্তু আপনি পুরো পাতিলেই বসে যেতে পারেন :P:P



ইয়াহু ...... খাইতে থাকেন , পোলাও/ ভাত /রুটি/পরটা আর স্যালাড এর সাথে :D

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১

ভাঙ্গা হৃদয় বলেছেন: কষানো ব্যপারটা ব্যখ্যা করেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

রুপালী নুপূর বলেছেন: হালকা আঁচে পানি ছাড়া শুধু মসলা দিয়ে ভাপ দিতে থাকাকে কষানো বলে , বুঝা গেলো ?

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭

হাইল্যান্ডার বয় বলেছেন: ইয়ামি... এইক্খন ভাত খাইয়া আইলাম, কিন্তুক আবার খাইতে মুঞ্চাইতাসে! কি তাম্সা...!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

রুপালী নুপূর বলেছেন: আবার খাইয়া ফেলেন :)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৭

ঝটিকা বলেছেন: ভাই ১কেজি মাংশে ৪কাপ টক দৈ দিলে মাংশ রান্না হবে না, হবে দৈ রান্না রেসিপি :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৫

রুপালী নুপূর বলেছেন: রান্না করে দেখেন আগে টারপর বুঝবেন , ইয়াম ইয়াম !!

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

রুম৭৪ বলেছেন: কোন মশলা ছাড়া শুধু '16. যত্ন আর ভালোবাসা ' দিয়ে রান্না করলে কেমন হবে! দেখা দরকার।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

রুপালী নুপূর বলেছেন: খাওয়ার কি দরকার যত্ন করে ভালোবেসে কাচাঁ মাংসই খাই কি বলেন :)

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯

ইকরাম বাপ্পী বলেছেন: Gravy ki? Oida ki ready made kinte parmu na? Naki ota basatei banaite hoy? Kosaier dokane gravy khujum na moslar dokane gravy khujmu?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

রুপালী নুপূর বলেছেন: ঘন মসলার ঝোলকে গ্রেভি বলে :)

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

জমীশরী বলেছেন: মাইন্ড খাইয়েন না । আন্নের রেসিপিতে অল্প ভুল আছে কইলাম,

দই দেওয়ার পর সয়াসস বা ভিনেগার দিলে স্বদ অন্যরকম হয়ে যাবে, ভাল লাগবেনা।

আর দই পরে দিতে হবে, না হলে লাইগ্যা যাবার সম্ভবনা থাকবো।
পরে পানি না দিলেও চলবো।
১ কেজি মাংস হলে এর সঙ্গে ১ টেবিল চামচ চিনি বেশি না কিন্তু দিলে অসাধারন হবে।

টেরাই কইরা দেহেন.............................................

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

রুপালী নুপূর বলেছেন: হ জানি , কিন্তু ছবিটা দেখসেন নি ? ফটু কিন্তু আমি তুলসি আর রান্নাডাও আমার :) , ভিনেগার না দিতে চাইলেও সমস্যা নাই মাংস নরম হইবার লাইগা :) দিবার কইসি টেস্ট নষ্ট হইবার কথা না তঅ মুছি দিলাম :)

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

মাথা ঠান্ডা বলেছেন: খাইতে মুনচায়। :P :P :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

রুপালী নুপূর বলেছেন: খাইয়ালান :)

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০২

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: কাজে লাগবে ।। দই পাবো কই ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

রুপালী নুপূর বলেছেন: ওমা কি বলেন !! বাজারে /মিষ্টির দোকানে !! আপনি কই থাকেন :|

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৪

শামীম 776 বলেছেন: খুব সুন্দর হইছে কিন্তু যদি আপনার হাতের রান্না খেতে পারতাম তাহলে ভালো হতো। আজকে গিয়া আমি নিজে রান্না করুম দেখি কেমন স্বাদ হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

রুপালী নুপূর বলেছেন: আমার হাতের রান্না খাইতে হইলে আমার হাতের সাথে কথা বলার এ্যপয়েন্টমেন্ট লন পিলিজ :)

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

rasel246 বলেছেন: এক কেজি মাংসে কি পরিমান মশল্লা দিব? নিচের লিস্ট পুরন কইরা দেনঃ

2. পেয়াজ বাটা

3. রসুন বাটা

4. আদা বাটা

5. তেজপাতা

6. গরম মসলা গুড়া

7. হলুদ গুড়া

8. মরিচ গুড়া

9. জিরার গুড়া

10. ধনিয়া গুড়া

11. টক দই –

12. সয়াসস / ভিনেগার

13. কাঁচামরিচ

14. তেল

15. লবন

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৩

রুপালী নুপূর বলেছেন:
আন্দাজ নাই বুঝি ? নিচে দিলাম !!

2. পেয়াজ বাটা = ১.৫ কাপ

3. রসুন বাটা = ১ টেবিল চামচ

4. আদা বাটা =.৭৫ টেবিল চামচ

5. তেজপাতা = ৪ টি

6. গরম মসলা গুড়া = .২৫ চা চামচ

7. হলুদ গুড়া =পরিমান মত -_-

8. মরিচ গুড়া = পরিমান মত

9. জিরার গুড়া = .৭৫ চা চামচ !!

10. ধনিয়া গুড়া = ২ চা চামচ

11. টক দই – লিকুইড হলে ৪ কাপ ,নরমাল হলে ২ কাপ

12. সয়াসস / ভিনেগার = ১ চামচ , আপনি যেহেতু নতুন দিতে হবে না । নষ্ট কইরা ফেলতে পারেন !!!

13. কাঁচামরিচ = ৪/৫ / যেমন খাইতে লাইক করেন !!

14. তেল = পরিমান মত / .৭৫ কাপ

15. লবন = পরিমান মত

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৯

ভাঙ্গা হৃদয় বলেছেন: দেশের বাইরে থাকি ময়দা আর আটা নিয়া ঝামেলায় আছি...আটা দোকানে পাওয়া যা্য কিন্তু ময়দা কই পাই? আর ময়দার ইংলিশ টা কি হপে?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

রুপালী নুপূর বলেছেন: বাংলাদেশ থেইকা এক মুঠ ময়দার স্যাম্পল নিয়া যাইয়েন , তাইলে আর কষ্ট হপে না ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

শামীম 776 বলেছেন: এ্যপয়েন্টমেন্টা লমু কেমনে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

রুপালী নুপূর বলেছেন: হাত সাহেব কে জিগ্গেস করতে হইব !! কিন্তু উনি একটু বিজি আসেন !!

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

হেডস্যার বলেছেন:
তারপর আরেকটা পাতিল উনুনে দেন :`> , উনুন মানে চুলা , কইয়াই দিলাম নাইলে তো দোকানে যাইবেন উনুন কিনতে ।
=p~ =p~



লেখা আর মাংস দুইটাই টেষ্টু হইছে
+

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৭

রুপালী নুপূর বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

সাাজ্জাাদ বলেছেন: হাত দিয়ে মাখিয়ে কতক্ষণ ম্যরিনেট করতে হবে???

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯

রুপালী নুপূর বলেছেন: ১ ঘন্টা ফ্রিজ এ রেখে দিলেই হবে !!

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২

অয়োময় বলেছেন: এক কাজ করলে কেমন হয়?নিজের হাতের বিস্বাদ না খাইয়া যখন ইচ্ছে হবে আপনার হাতের সুস্বাদু রান্নাটাই খেয়ে আসব

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫০

রুপালী নুপূর বলেছেন: ভালা বুদ্ধি :)

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৩

িনহাজ রিমন বলেছেন: :P :P :P :P :P
গরুর মাংস খাইতে অনেক মজা।
একটা বাটিতে করে পাঠাইয়া দেন।
দোয়া দিমু খাইয়া।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১

রুপালী নুপূর বলেছেন: আমি দোয়া চাইনা , আপনি মাংস আর বাকি সব উপকরন পাঠান আমি রান্না করে সবাই মিলে খাবো :)

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯

িনহাজ রিমন বলেছেন: ভাবসিলাম খাইয়া আপনার জন্য একটা দোয়া দিমু।
কিন্তু আপনে তো দোয়া চান না। :( :( :(
একটা মানুষরে খাওয়ানটা কিন্তু সওয়াবের কাজ। /:) /:) /:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫

রুপালী নুপূর বলেছেন: সেই কাজটা আপনি করেন আমাগো সবাইরে খাওয়াইয়া দোয়া লন প্লিজ !!

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩

িনহাজ রিমন বলেছেন: আমি আগে খাইতে চাইসি।আগে আমারে খাওান।পরে আমি খাওামু।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫৩

রুপালী নুপূর বলেছেন: মানিনা , আপনি আগে ।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৪

rasel246 বলেছেন: পুরা রেচিপি দেওয়ার জন্য আপনারে অসংখ্য ধইন্না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫২

রুপালী নুপূর বলেছেন: :!> :!> আপনরেও দইন্যা , কিন্তু ভাই রেচিপি অর্ধেক :P হয়না ।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪২

শামীম 776 বলেছেন: গরুর মাংসসহ সব উপকরন নিয়ে আসতেছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫১

রুপালী নুপূর বলেছেন: তাড়াতাড়ি আইসেন পিলিজ , একখান বনভোজন হইবেক ।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:১২

মাহবু১৫৪ বলেছেন: কিভাবে করে তা জানি।

তবে প্রতিবার করতে যেয়ে আমার গরুর মাংস রান্না ভাল হয় না কারণ ঠিক মত কষাইতে পারি না। এইটা কিভাবে করতে ভাল হয় তাও বুঝতে পারি না। দারূণ ঝামেলায় আছি। :(( :(( :(

আচ্ছা মাংস কষানোর সময় কি পানি দিতে হবে? কি পরিমাণ দিবো? আর কতক্ষণ কষালে ভাল হবে?

পোস্ট আগেই প্রিয়তে নিলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

রুপালী নুপূর বলেছেন:
আপনি পাত্রে সব মসলা দিয়ে আধা কাপ পানি দিবেন ডেন মসলাটা নেড়ে মাংস দিবেন এবং ভালোভাবে মিশিয়ে মৃদু আচে রান্না করবেন ৩০ মিনিট /৪৫ মিনিট তখন কিন্তু পানি দিবেন না , মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এলে এবং সুন্দর গন্ধ বের হওয়ার পর পানি দিবেন,সময়ের হিসেবটা নিজে দেখে নেবেন আমি আনুমানিক দিলাম বেশি লাগতে পারে একটু কম ও লাগতে পারে , আমার ক্যামেরা নাই ,ভবিষ্যতে সুযোগ পেলে ছবি তুলে দেখাব তাহলে ভাল বুঝবেন

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২০

শামীম 776 বলেছেন: কিন্তু কোথায় আসবো ঠিকানাতো দিলেন না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫১

রুপালী নুপূর বলেছেন: সাতখন্ড রামায়ন পড়ে সীতা কার বাপ ?

এইত আমার বাসাতেই আসছেন ঠিকানা লাগবে না :)

২৩| ১৪ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১

িনর্বাক বলেছেন: হুম...........খিডা লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.