![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো সেদিন কৃষ্ণচূড়া গাছটিকে দেখলেই মত হত টকটকে লাল ফুল ফুটে আছে।
আজ রিকশা করে যাওয়ার সময় গাছটাকে দেখে মনে হল সাদাকালো।
সময়ের সাথে সাথে সব রঙ্গিন স্বপ্নের মত, রঙ্গিন সম্পর্কের মত নিজের চারপাশটাও বোধহয় ফ্যাকাশে হয়ে যায়।
অন্ধকারে হাতড়ে বেড়াই আলো,
পুরোনো পিদিমে ঘি ঢেলে জ্বালানো এক চিলতে আগুনের স্পর্শে
সমস্ত শহর কে মনে হয় অচেনা।
আমি বহুদিন খুঁজেছিলাম আমার ছেঁড়া ডায়রিটা,
সময়গুলো ভুলতে যেই সময় আমার লেগেছিলো,
ওগুলো ডায়রিতে জমা করে রাখলে আবার হয়ত অচেনা সময়ের সাথে সময় এর মিলন ঘটত।
নাহ, আজ আর বসে নেই কারো অপেক্ষায়,
চেয়ার থেকে উঠে একবার ও পেছন ফিরে তাকাইনি,
অনুভব করিনি পাশে কারো শূন্যতা,
ভাবিনি একবারো তুমি আসবে, কখনও বলবনা ফিরে এসো ।
জানি কখনও তো ভালোবাসতে পারোনি ।
১১/৫/২০১৩
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
ডরোথী সুমী বলেছেন: লেখা ভাল লেগেছে। ভাল থাকুন।