নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা মেঘের দুপুরে সোনালী ডানার চিল

বন্ধ জানালা, খোলা কপাট !

আবদুর রাজ্জাক শিপন

নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !

আবদুর রাজ্জাক শিপন › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)]

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৮

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)

ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )

ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )

ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )

ভালো

লাগা প্রিয় কবিতারা- ১৭
(মানুষ -কাজী নজরুল ইসলাম )


ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)



ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)



জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)]

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)]

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)]

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)]

ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)]



যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।





আমি কোনো আগন্তুক নই



আহসান হাবীব



আসমানের তারা সাক্ষী

সাক্ষী এই জমিনের ফুল, এই

নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী

সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী

পূবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের পালে স্থিরদৃষ্টি

মাছরাঙা আমাকে চেনে

আমি কোনো অভ্যাগত নই

খোদার কসম আমি ভিনদেশী পথিক নই

আমি কোনো আগন্তুক নই

আমি কোনো আগন্তুক নই, আমি

ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে

এখানেই থাকি আর

এখানে থাকার নাম সর্বত্রই থাকা -

সারা দেশে।



আমি কোনো আগন্তুক নই। এই

খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের

পাখিরা আমাকে চেনে

তারা জানে আমি কোনো অনাত্মীয় নই।

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী

সাক্ষী তার চিরোল পাতার

টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা

নিশিন্দার ছায়া

অকাল বার্ধক্যে নত কদম আলী

তার ক্লান্ত চোখের আঁধার

আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি

জমিলার মা'র

শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি

সে আমাকে চেনে



হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো

আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো

মাটিতে আমার গন্ধ, আমার শরীরে

লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।



আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।



দু'পাশে ধানের ক্ষেত

সরু পথ

সামনে ধু ধু নদীর কিনার

আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর

মুগ্ধ এক অবোধ বালক।





মন্তব্য ৪৭ টি রেটিং +১৮/-৫

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১২

রুবেল শাহ বলেছেন: অনেক দিন আগে পড়া...................

আজ আবার পড়লাম...........

কেরাম আছিস........... ?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বালা আছি ।

তুই বালা আছোত্তি ?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নুশেরা বলেছেন: আহা, অসাধারণ!
অনেক ধন্যবাদ, শিপন।


ধন্যবাদ নুশেরাবু আপনাকে ।

আর দুঃখ প্রকাশ করছি , ত্রুটিরবশত আগের পোস্টটি মুছে দিতে হলো বলে ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৬

চাঙ্কু বলেছেন: আরেকটা চমৎকার কবিতা ।
অনেক ধন্যবাদ শিপন ভাই ।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরে ভাই ! চমৎকার কবিতাতো আপনে বল্লেন, মাগার কবিরে যেই মাইনাস
দাগাইতেছে, আমি সেইটা দেইখা আতঙ্কিত ! :)

পাশের বাড়ির বদনামী আর করুম না কোনদিন ;)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৭

বিডি আইডল বলেছেন: আমারো একটি পোষ্ট ছিল আগের পোষ্টটিতে

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: খেয়াল করিনি

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

জনাব, প্রাচীন, বিবণিক, ইবনান, এই ব্লগে আপনাদের জন্মই হয়েছে বুঝি মাইনাস দাগানোর জন্য ? নিরীহ কবিতাকে মাইনাস দাগিয়ে লাভ কি ! খিকজ :)

মাইনাস যদি হয় আমারে বা কবিরে তো সেইটা জানায়া দিলে সুবিধে হয় ।
আপনাদেরকে সাহসী হিসেবে ভয়ও পাইতাম ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫১

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। আগে পড়েনি।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এই প্রিয় কবিতা সিরিজের উদ্দেশ্যটা হলো, প্রিয় কবিতাগুলোকে এক জায়গায় জড়ো করা । সেখান থেকে হয়তো অপঠিত অনেক কবিতা পড়া হবে কারো কারো । এতটুকু উপকার যদি কারো করা যায় ।

ধন্যবাদ আশরাফ ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৫

চাঙ্কু বলেছেন: এই রকম একটা চমৎকার কবিতার পোষ্টে মাইনাস দেয় কেডা ?? আফসুস

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: পাশের বাড়ির লোকেরা ক্ষ্যাপছে (আমার আগের পোস্টটি দ্রষ্টব্য) !

মাইনাসে সমস্যা নাই । সমস্যা হইলো মাইনাস কারে ?
আমারে, কবিরে, না-কি কবিতারে ?

সেইটা জানায়া দিলে ভালো হয় ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৫

কঁাকন বলেছেন: ধন্যবাদ
প্রিয় পোস্ট

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কবি আর কবিতাকে সম্মানীত করবার আন্তরিক ধন্যবাদ কাঁকন ।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫৫

মোস্তাফিজ রিপন বলেছেন: অনেকদিন পরে কবিতাটি পাঠের সৌভাগ্য হলো। ধন্যবাদ শিপন ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: রিপন ভাই, আপনাকেও আন্তরিক ধন্যবাদ এদিকটায় নজর রাখবার জন্য ।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১২

সুমন বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। আহসান হাবীবের আগের কবিতা টা ও জোস ছিল। তখন লগিন করি নাই তাই ধন্যবাদ দিতে পারি নাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরে সুমন ! কোত্থেকে এতোদিন পর ?
একদম দেখা যায় না যে, ব্যাপার কি ?

সব ভালোতো ?

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: বরাবরের মত ধন্যবাদ। প্লাস মাইনাসে কি আসে যায়?

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্লাস মাইনাসে আসলেই কিছু যায় আসেনা ।

যখন কোন রাজনৈতিক পোস্টে মাইনস পড়ে তার কার্যকরণ বুঝা যায় ।
যখন, প্রিয় কোন কবিতায় মাইনাস পড়ে, স্বাভাবিকভাবেই জানার কৌতূহল হয়,
মাইনাস কি কবিতাকে, না পোস্টদাতাকে দেয়া হলো ?

ধন্যবাদ শ্রাবনসন্ধ্যা ।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৮

না বলা কথা বলেছেন: এইরম কবিতায় যারা মাইনাস দেয়,তাগো উপতা কইরা স্পোক মারনের কাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কবি বা কবিতারে না, মাইনাসটা বোধহয় তারা আমারেই দিছে ।
তবে সেইটা জানায়া দিলে তাগো সৎ সাহস দেইখা ভালো লাগতো ।

আমি ভাবতেছি , প্রতিদিন একটা কইরা পোস্ট দিমু । মাইনাস খাওয়ার লাইগা :)

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৫

অপ্‌সরা বলেছেন: সুন্দর পোস্ট।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ধন্যবাদ অপসরা ।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫

চিকনমিয়া বলেছেন: পুলাডা ভালা কাম করতাচে
পেলাচ

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চিকনা জেডার খবর কি ? ভালানি ?
এই শরীরে রোজার দিনে জেডায় রোজা থাকে ক্যামনে ;) ?

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

ফারহানা আহমেদ বলেছেন: সুধীনের শাশ্বতী আর উটপাখি চাই- ওই দুইটা আমার খুব প্রিয়

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৩

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এইতো ফালাইছেন বিপদে :) ! কবিতা দুইডাতো আমারই পড়া নাই ।
আইচ্ছা, আপনে যখন বলছেন,খুঁইজা দেখি, পাইলে দিমুনে !

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...ধন্যবাদ...

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হুমম...অভিনন্দন... :)

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

ফারহান দাউদ বলেছেন: "দু'পাশে ধানের ক্ষেত
সরু পথ
সামনে ধু ধু নদীর কিনার
আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর
মুগ্ধ এক অবোধ বালক। "
বাই ডিফল্ট ধন্যবাদ।
এই হুদা হুদা মাইনাস দাগানির টেন্ডেন্সি নিয়া একটা গবেষণা হওয়া দরকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আপনে বলছেন গবেষণা ! আমি ভাবতেছি, যারা এইভাবে মজা লইতেছে তাগোরে ক্যামনে আরো মজা দেওন যায় ! ধরেন, পোস্টের সংখ্যা আরো বাড়ায়া দিলাম । আরো বেশী মাইনাস আরো বেশী মজা তাগো লাইগা :)

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯

আকাশচুরি বলেছেন: +++++++++++++++++

:)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আকাশচুরি ভাইডু, কি খবর ?

নতুন গল্প কই ?

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৬

আলী আরাফাত শান্ত বলেছেন: আমি কোনো অভ্যাগত নই
খোদার কসম আমি ভিনদেশী পথিক নই
আমি কোনো আগন্তুক নই
আমি কোনো আগন্তুক নই, আমি
ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে
এখানেই থাকি আর
এখানে থাকার নাম সর্বত্রই থাকা -
সারা দেশে।

আহসান হাবীবের এই কবিতার আবৃত্তি করলে দারুন লাগে!

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
শান্ত'র মুখ থেকে ভবিষ্যতে এইটার আবৃত্তি শুনার আশা রাখি, কেমন ?

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২০

রুবেল শাহ বলেছেন: কিতারে ভালানি............. ?:)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
তুই আইয়োছ না ক্যা ?

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৩

শফিউল আলম ইমন বলেছেন: ভাইজান আরেকখান চমৎকার কবিতা দিছেন।
আপনি কতো ভালো কাজ করতেছেন সেটা কি জানেন??
আমি বই না কিনে আপনার ব্লগে অনেক কবির অপঠিত কবিতা পড়ে ফেললাম।:)
তারপর বদ্দা ক্যাঁন আঁছন???

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আমরার ইমন ভাই,ইগলা কি বলে !
ভ্রাত, অপঠিত কবিতা পড়ানের লাইগাইতো এই সিরিজ

বালা আছি, তুঁই ক্যান আছো ? দেশে যায়বা খত্তে ?

২২| ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

সোহানা মাহবুব বলেছেন: প্রিয়তে রাখলাম।ধন্যবাদ আপনাকে।+++

০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ কবি আর কবিতাকে সম্মানীত করবার জন্য ।

২৩| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

আইসিস বলেছেন: আগে পড়ি নি , আজ পড়লাম । ভালো লাগলো খুব ।

১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৫২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অপঠিত--পঠিত :)

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৬

মিনহাজ০০৭ বলেছেন: সুন্দর পোস্ট। মাইনাস পাবলিকগো দেখতে মন চায়!

১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ব্লগে এইটা কোন বিষয় না ! দেখাদেখির কিছু নাই ।

এইখানে মানের কারণে না, বরং ব্লগীয় রাজনীতির কারণে প্লাস , মাইনাস প্রদত্ত হয় :)

আপনাকে ধন্যবাদ ।

২৫| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:২০

নাসির আহমেদ কাবুল বলেছেন: চমৱকার। এর বাইরে কিছু বলার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.